নতুন অতিথি || Bengali love story ||

                নতুন অতিথি 


--এভাবে তাকিয়ে থাকলে কি
ঘুমানো যায়!!?
.
--হুম
.
--ঘুমাবো।তুমিও ঘুমাও..
.
কথাগুলো বলে ঘুমিয়ে পড়ে
রাহি।রাহিকে ঘুমানোর সময় এক
স্বর্গের অপ্সরী মনে হয়।
তার ঘুম জড়ানো মুখটা বরাবরই মুগ্ধ
নয়নে দেখে রাত পার করাটা
অভ্যাসে পরিণত হয়েছে
নিলয়ের।মাঝে মাঝে রাহিও
না ঘুমিয়ে নিলয়ের এই
ছেলেমানুষী ভীষণভাবে অনুভব
করে।
.
আজ রাহি আর নিলয়ের ২য়
বিবাহবার্ষিকী।
নিলয় খুব অবাক হচ্ছে!!
রাহি খুব স্বাভাবিক আচরণ
করছে।অন্যদিন গুলোর মত খুব
স্বাভাবিকভাবে সকালের
নাশতা দিল তাকে।
নিলয় বুঝতে পারে,
রাহি ভুলে গেছে তাদের
বিবাহবার্ষিকীর কথা।নিলয়
কিছু না বলে রেডি হয়ে
অফিসে চলে যায়।
.
নিলয় সারাদিন খুব মন খারাপ
করে থাকে।
রাহি কিভাবে ভুলে যেতে
পারে আজকের দিনটা।
শুধু আজ না দুদিন হল রাহি খুব
অন্যমনস্ক আর চুপচাপ আছে।
নিলয় ঠিক করে রাহি যখন ভুলেই
গেছে,আজকের দিনটা,তখন সে
অফিস থেকে ফিরে সারপ্রাইজ
দিবে রাহিকে।
.
.
সময়টা ছিল সন্ধিক্ষণ।
নিলয় অনার্স ফাইনাল ইয়ারের
ছাত্র আর রাহি অনার্স ফাস্ট
ইয়ারের ছাত্রী।ভার্সিটির এক
অনুষ্ঠানে স্যারদের কথানুযায়ী
অনুষ্ঠানের মূল দায়িত্ব পড়ে
নিলয়ের উপর।
নিলয় কাজে খুব ব্যস্ত।
বাসন্তী রঙের পাঞ্জাবীতে
সত্যি সেদিন খুব সুন্দর লাগছিল
নিলয়কে।
অনেক সময় তাকিয়ে ছিল
রাহি,কোন ছেলেকে
পাঞ্জাবীতে এত সুন্দর লাগে
রাহির জানা ছিল না।
রাহি যখন সবার সাথে গল্পতে
ব্যস্ত হঠাৎ নিলয়ের চোখ পড়ে
রাহির দিকে।
নীল রঙের শাড়ি আর খোপায়
বেলীফুলের মালা.....
কিছুক্ষণের জন্য নিলয় হারিয়ে
যায় অন্য এক জগতে।সেদিন শুধু
চোখাচোখি।
.
তারপর দুজন দুজনকে দেখলেও কখনও
কথা বলে নি।
ঠিক ৪৯দিনের মাথায় গিয়ে
রাহি কথা বলে নিলয়ের
সাথে,তাও নীলার খবর নেবার
জন্য।নিলয়ের ছোট বোন নীলা
আর রাহির ইয়ারমেট।অল্পদিনেই
খুব ভাল বান্ধবী হয়ে গেছে
তারা।
হঠাৎ নীলা খুব অসুস্থ হয়ে পড়ে।
তাই নীলাকে দেখতে যায়
রাহি।আর তখনই জানতে পারে
নীলার ভাই হল নিলয়।
.
নীলার জন্য নীলার পরিবারের
সাথেও ভাল সম্পর্ক হয়ে যায়
রাহির।রাহি বা নিলয় কখনই কেউ
কাউকে কিছু বলে নি।কিন্তু
নির্বাক কিছু নিরবতায় হারিয়ে
গেছে দুজন প্রায়ই।
.
.
সন্ধ্যা নামছে গোধুলী বেলা।
রাহি নীল শাড়ি পড়েছে আজও
খোপায় বেলীফুলের মালা।
নিলয়ের জন্য অপেক্ষা করতে
করতে আবার হারালো পাঁচ বছর
আগের এমন এক গোধুলী বেলায়....
.
--কিছু বলবে না..??
.
--চুপ করে আছে রাহি।
.
--তুমি চাইলে আমরা নতুন জীবন শুরু
করতে পারি..
.
--চুপ রাহি।
.
--তুমি কি চাও না আমাদের
বিয়েটা হোক!!?বাড়ির সবাইকে
তোমাদের এখানে আনাটা কি
ভুল হয়েছে??
.
--এখনও চুপ রাহি।
.
--স্যরি..হয়তো আমি তোমায়
ঠিকমত বুঝতে পারি নি।
.
--টস করে চোখ থেকে দুফোঁটা জল
পড়ে রাহির।
.
নিলয় কিছু বলার আগেই,নিলয়কে
জড়িয়ে ধরে কান্না শুরু করে
রাহি।নিলয় কিছু না বলে আকঁড়ে
ধরে অনুভব করতে থাকে সকল
অনুভূতি।
.
.
হঠাৎ কলিংবেলের শব্দে অতীত
থেকে ফিরে রাহি।
.
এমনটা প্রথম হল,
নিলয় অফিস থেকে ফিরেছে আর
দরজাটা রাহি ছাড়া অন্য কেউ
খুললো।
ঘরটা অন্ধকার,তবে হালকা
আলোর ল্যাম্পটা জ্বলছে।
নিলয় রুমের লাইট অন করল আর
ল্যাম্পটা অফ করতে গিয়ে দেখে
একটা কাগজ,যাতে লিখা
"পৃথা"।
.
নিলয় দৌড়ে যায় বেলকুনিতে।
নীল শাড়ি পড়ে নিলয়ের জন্য
বেলকুনিতে অপেক্ষা করছে
রাহি।
পিছন থেকে নিলয় জড়িয়ে ধরে
রাহিকে....
.
--পৃথা আসছে...!!!!?
.
--হুম
বলতেই রাহি মুখটা লুকায়
নিলয়ের বুকে।
দুনিয়ার শ্রেষ্ঠ এক অনুভূতিতে
ডুবে আছে তারা,পবিত্র এক
অনুভূতি।
বিবাহবার্ষিকীর সবচেয়ে বড়
উপহার।
এখন শুধু অপেক্ষা নতুন অতিথি
পৃথার জন্য.........


              সমাপ্ত 

0 Comments: