Taslima Nasrin Love Poem | Best Love Poem By Taslim Nasrin | Bangla Kobita

তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com.আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই কবিতাটি তোমার জন্য ।  


         প্রেম 

    তসলিমা নাসরিন 


   যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
   চুলে মুখে রং মাখতে হয়,
  গায়ে সুগন্ধি ছিটাতে হয় ,
  সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
  শুধু তুমি দেখবে , মালাটা চুড়িটা পরে সাজতে হয় ,
  যদি তলপেটের মেদ ,
  যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয় ,
  তবে তোমার সঙ্গে অন্য কিছু , প্রেম নয় আমার ।

  প্রেম হলে আমার যা কিছু এলো মেলো
  যা কিছু খুঁত , যা কিছুই ভুলভাল , অসুন্দর থাক , সামনে দাঁড়াবো ,
  তুমি ভালোবাসবে ।
  কে বলেছে প্রেম খুব সহজ , চাইলেই হয় !
  এতো যে পুরুষ দেখি চারিদিকে , কই , প্রেমিক তো দেখি না !!




  আগ্রাসন 

তসলিমা নাসরিন 


মানুষের চরিত্রই এমন
বসলে বলবে , "না , বোসো না
দাঁড়ালে , কি ব্যাপার হাঁটো
আর হাঁটলে , ছি : বসো ।
শুয়ে পড়লে ও তাড়া - নাও ওঠো ,
না শুলে ও স্বস্তি নেই , একটু তো শোবে !
ওঠো বসো করে নষ্ট হচ্ছে দিন
এখনো মরতে গেলে বলে ওঠে - বাঁচো
না জানি কখনো বাঁচতে দেখলে বলে উঠবে - ছি : মরো ।
বোরো ভয়ে গোপনে গোপনে বাঁচি ।



    আর ও প্রেম দিও 

     তসলিমা নাসরিন 



আর ও প্রেম দিও আমাকে , এতো অল্প প্রেমে আমার
হয় না , আমি পড়ি না ।
আর ও প্রেম দিও , বেশি বেশি  প্রেম দিও
যেন আমি রেখে  কুলিয়ে উঠতে না পারি ,
যেন চোখ ভরে ,
হৃদয়ের সব কটি ঘর যেন ভরে যায়
যেন শরীর ভরে , এই তৃষ্ণার্ত শরীর , এই তৃষ্ণার্ত শরীর ।
প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও ,
বধির করে দাও , আমি যেন শুধু তোমাকেই দেখি ,
কোনো ঘৃণা , কোনো রক্তপাত যেন আমার দেখতে না হয় ,
আমি যেন আকাশপার থেকে ভেসে আসা তোমার শব্দ গুলো শুনি ,
কোনো বোমারু বিমানের কর্কশতা ,
কার ও  আর্তনাদ , চিৎকার
আমার কানে যেন না  পৌঁছোয়
দীর্ঘকাল অসুখ র মৃত্যুর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত
দীর্ঘকাল প্রেমহীনতার সঙ্গে পথ চলে আমি ক্লান্ত ,
আমাকে শুশ্রুষা দাও ,স্নান করিয়ে দাও তোমার শুদ্ধতম জলে ।
যদি ভালো না বাসো, তবে বোলো না কিন্তু যে ভালোবাসো না ,
মিথ্যে করে হলে ও বোলো যে ভালোবাসি ,
মিথ্যে করে হলে ও প্রেম দিও ,
আমি তো সত্যি সত্যি জন্য যে প্রেম দিচ্ছ ,
আমি তো কাঁটাকে গোলাপ ভেবে হাতে নেব ,
আমি তো টেরই  পাবো না আমার আঙুল কেটে গেলো কাঁটায় ,
রক্ত চুষে নেবে আঙুল থেকে , এদিকে ভাববো বুঝি চুমু খাচ্ছে !

প্রেম দিও ,
যতো প্রেম জীবনে সঞ্চয় করেছো তার সবটুকু ,
কোথাও কিছু লুকিয়ে রেখো না ।
আমার তো অল্প তে হয় না ,
আমার তো যেন তেন প্রেমে মন বসে না ,
উতল সমুদ্রের মতো চাই ,,
কোনো দিন না ফুরানো প্রেম চাই ,
কলঙ্কী কিশোরের মতো চাই ,
কান্ডজ্ঞানহীনের মতো চাই ।

পাগল  বলবে তো আমাকে ? বলো ।


  তোমার জন্য 

  তসলিমা নাসরিন 


  আমি ঘুম থেকে জেগে উঠছি , তোমার জন্য উঠছি ,
  শুয়ে আছি অনেক্ষন বিছানায় , তোমার জন্য ,
  মনে মনে আমি তুম্মি হয়ে আমাকে দেখছি ,
  তুমি আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে পছন্দ করছো হয়তো ,
  শুয়ে থেকে তোমাকে ভাবছি, তোমাকে কাছে চাইছি ,
  উঠে চা করে আনছি ,
  তোমার দেখতে ভালো লাগবে যে আমি চায়ে চুমুক দিচ্ছি , তাই দিচ্ছি ।
  স্নান করছি , তোমার জন্য করছি ।
  তুমি হয়ে আমার নগ্ন শরীরে আমি তাকিয়ে আছি ,
  যে পোশাকে আমাকে মানায় মনে করো , সে পোশাক পরছি ,
  গান গাইছি , যে রকম গাইলে তুমি বিহ্বল হও ,
  হাসছি , যে ভাবে হাসলে  তুমি হাসো ,
  দিনের কাজগুলো প্রতিদিন আধখেঁচড়া থেকে যাচ্ছে ,
  মন নেই কোথাও ,
  দিনকে ঠেলে পাঠাতে থাকি দ্রূত রাতের দিকে , রাত পার করছি যেন রাত নয় ,
  ভয়ংকর একটা সাঁকো দৌড়ে পেরোচ্ছি ।
  আমি দিন পার করছি কোনোরকম কাটিয়ে না কাটিয়ে
  সব এড়িয়ে পেরিয়ে সেই সময় এর কাছে পৈছাতে চাইছি ,
  যে সময় টিতে তুমি  আসবে ।

  আমি বেঁচে আছি তোমার জন্য ,
  তোমার সঙ্গে দেখা হবে বলে একদিন ।

        সমাপ্ত 

Bengali Poem :- This all poem's are written by Taslima Nasrin. We are collected best love and romantic poem in bengali. We can also published your poem or story in bengali.If  you want to send your bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website.Please share this poem in your friends or lover to gift a beautiful moment.Thank you so much.

0 Comments: