প্রেম
তসলিমা নাসরিন
যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধি ছিটাতে হয় ,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে , মালাটা চুড়িটা পরে সাজতে হয় ,
যদি তলপেটের মেদ ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয় ,
তবে তোমার সঙ্গে অন্য কিছু , প্রেম নয় আমার ।
প্রেম হলে আমার যা কিছু এলো মেলো
যা কিছু খুঁত , যা কিছুই ভুলভাল , অসুন্দর থাক , সামনে দাঁড়াবো ,
তুমি ভালোবাসবে ।
কে বলেছে প্রেম খুব সহজ , চাইলেই হয় !
এতো যে পুরুষ দেখি চারিদিকে , কই , প্রেমিক তো দেখি না !!
আগ্রাসন
তসলিমা নাসরিন
মানুষের চরিত্রই এমন
বসলে বলবে , "না , বোসো না
দাঁড়ালে , কি ব্যাপার হাঁটো
আর হাঁটলে , ছি : বসো ।
শুয়ে পড়লে ও তাড়া - নাও ওঠো ,
না শুলে ও স্বস্তি নেই , একটু তো শোবে !
ওঠো বসো করে নষ্ট হচ্ছে দিন
এখনো মরতে গেলে বলে ওঠে - বাঁচো
না জানি কখনো বাঁচতে দেখলে বলে উঠবে - ছি : মরো ।
বোরো ভয়ে গোপনে গোপনে বাঁচি ।
আর ও প্রেম দিও
তসলিমা নাসরিন
আর ও প্রেম দিও আমাকে , এতো অল্প প্রেমে আমার
হয় না , আমি পড়ি না ।
আর ও প্রেম দিও , বেশি বেশি প্রেম দিও
যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি ,
যেন চোখ ভরে ,
হৃদয়ের সব কটি ঘর যেন ভরে যায়
যেন শরীর ভরে , এই তৃষ্ণার্ত শরীর , এই তৃষ্ণার্ত শরীর ।
প্রেম দিতে দিতে আমাকে অন্ধ করে দাও ,
বধির করে দাও , আমি যেন শুধু তোমাকেই দেখি ,
কোনো ঘৃণা , কোনো রক্তপাত যেন আমার দেখতে না হয় ,
আমি যেন আকাশপার থেকে ভেসে আসা তোমার শব্দ গুলো শুনি ,
কোনো বোমারু বিমানের কর্কশতা ,
কার ও আর্তনাদ , চিৎকার
আমার কানে যেন না পৌঁছোয়
দীর্ঘকাল অসুখ র মৃত্যুর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত
দীর্ঘকাল প্রেমহীনতার সঙ্গে পথ চলে আমি ক্লান্ত ,
আমাকে শুশ্রুষা দাও ,স্নান করিয়ে দাও তোমার শুদ্ধতম জলে ।
যদি ভালো না বাসো, তবে বোলো না কিন্তু যে ভালোবাসো না ,
মিথ্যে করে হলে ও বোলো যে ভালোবাসি ,
মিথ্যে করে হলে ও প্রেম দিও ,
আমি তো সত্যি সত্যি জন্য যে প্রেম দিচ্ছ ,
আমি তো কাঁটাকে গোলাপ ভেবে হাতে নেব ,
আমি তো টেরই পাবো না আমার আঙুল কেটে গেলো কাঁটায় ,
রক্ত চুষে নেবে আঙুল থেকে , এদিকে ভাববো বুঝি চুমু খাচ্ছে !
প্রেম দিও ,
যতো প্রেম জীবনে সঞ্চয় করেছো তার সবটুকু ,
কোথাও কিছু লুকিয়ে রেখো না ।
আমার তো অল্প তে হয় না ,
আমার তো যেন তেন প্রেমে মন বসে না ,
উতল সমুদ্রের মতো চাই ,,
কোনো দিন না ফুরানো প্রেম চাই ,
কলঙ্কী কিশোরের মতো চাই ,
কান্ডজ্ঞানহীনের মতো চাই ।
পাগল বলবে তো আমাকে ? বলো ।
তোমার জন্য
তসলিমা নাসরিন
আমি ঘুম থেকে জেগে উঠছি , তোমার জন্য উঠছি ,
শুয়ে আছি অনেক্ষন বিছানায় , তোমার জন্য ,
মনে মনে আমি তুম্মি হয়ে আমাকে দেখছি ,
তুমি আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে পছন্দ করছো হয়তো ,
শুয়ে থেকে তোমাকে ভাবছি, তোমাকে কাছে চাইছি ,
উঠে চা করে আনছি ,
তোমার দেখতে ভালো লাগবে যে আমি চায়ে চুমুক দিচ্ছি , তাই দিচ্ছি ।
স্নান করছি , তোমার জন্য করছি ।
তুমি হয়ে আমার নগ্ন শরীরে আমি তাকিয়ে আছি ,
যে পোশাকে আমাকে মানায় মনে করো , সে পোশাক পরছি ,
গান গাইছি , যে রকম গাইলে তুমি বিহ্বল হও ,
হাসছি , যে ভাবে হাসলে তুমি হাসো ,
দিনের কাজগুলো প্রতিদিন আধখেঁচড়া থেকে যাচ্ছে ,
মন নেই কোথাও ,
দিনকে ঠেলে পাঠাতে থাকি দ্রূত রাতের দিকে , রাত পার করছি যেন রাত নয় ,
ভয়ংকর একটা সাঁকো দৌড়ে পেরোচ্ছি ।
আমি দিন পার করছি কোনোরকম কাটিয়ে না কাটিয়ে
সব এড়িয়ে পেরিয়ে সেই সময় এর কাছে পৈছাতে চাইছি ,
যে সময় টিতে তুমি আসবে ।
আমি বেঁচে আছি তোমার জন্য ,
তোমার সঙ্গে দেখা হবে বলে একদিন ।
0 Comments: