Jogindar Singh Saluja ( যােগীন্দর সিং সালুজা ) | Bangla Motivational Success Story |

তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com".আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই কবিতাটি তোমার জন্য ।  

 যােগীন্দর সিং সালুজা

       যােগীন্দর সিং সালুজা ওরফে বিটু খেলাধুলার জগতে আজ এক পরিচিত নাম । মিস্টার ইন্ডিয়া প্রতিযােগিতায় জাতীয় খেতাব জয়ী এই যুবক তিন তিনবার ভারােত্তোলন প্রতিযােগিতাতেও জাতীয় পুরস্কার ছিনিয়ে এনেছেন । 

        অথচ এই বিটু একজন প্রতিবন্ধী । দু - দুটি পা - ই পােলিওতে নষ্ট হয়ে গিয়েছিল তার । কিন্তু সেই ক্ষতি তার সুদে আসলে পুষিয়ে দিয়েছিল দুখানি পেশীবহুল হাত আর সুগঠিত অটুট স্বাস্থ্য । বিটুর বয়স যখন মাত্র ১০ মাস , পােলিও আক্রমণ করল তাকে । দুটি পা - ই অকেজো হয়ে গেল তার । 

      জ্ঞান হবার পর থেকেই নিজেকে সমাজ ও সংসারের এককোণে । পরিত্যক্ত , করুণার পাত্র হিসাবে দেখতে অভ্যস্ত যে ছেলে তার মনের কোনাে সংগােপনে জন্ম নিল এক দৃঢ় প্রতিজ্ঞা খাড়া হয়ে দাঁড়াতে হবে । এই পৃথিবীকে দেখিয়ে দিতে হবে আমিও পারি । দুটো পা অকেজো হয়ে গেছে বলে আমি ফেলনা নই , অকেজো , অপদার্থ , বর্জ্য পদার্থ নই এ সংসারে । আজ যার দিকে উপেক্ষা আর করুণার দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছাে তােমরা , একদিন তার দিকেই সম্ভ্রম আর প্রশংসা পূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে তােমাদের । যােগীন্দরের মনে প্রতিজ্ঞার জন্ম নিল সমাজের ঘৃণা আর অবহেলা থেকেই  ।

       ১৪ বছর বয়স পর্যন্ত দু - পায়ে একের পর এক অপারেশন চালানাে হল যােগীন্দরের । ধীরে ধীরে সাড় ফিরে এলাে অসাড় প্রত্যঙ্গে কিন্তু খর্ব পায়ের ক্ষুদ্রতা দূর করা গেল না । এবার যােগীন্দর ভর্তি হল জিমন্যাসিয়ামে । এই পঙ্গু শরীরটাকেই সর্বশ্রীমণ্ডিত করে তুলতে হবে । তার জন্যে কঠিন সাধনা শুরু হল । সে এক দুর্দান্ত লড়াই— শারীরিক এবং মানসিক ।

       প্রথম যখন ক্ষুদে ক্ষুদে দুই পায়ের ওপর সােজা হয়ে দাঁড়িয়ে দুই কাধে ভারী লােহার ডাম্বেল দুটো তুলে নিয়েছিল বিটু তখন চারপাশের সব্বাই হাে হাে করে হেসে উঠেছিল তাকে দেখে । তারা যতাে হাসত ততই জেদ চেপে যেত বিটুর । নিজেকে শক্তি যােগাবার জন্য বারবার মনে মনে পবিত্র মন্ত্রের মতাে সে আবৃত্তি করত— “ ম্যায় তাে চিতা হ্যা , কিসে তাে নহি ডর দে । আমি চিতাবাঘের মতাে নির্ভীক । কোনাে কিছুকে ভয় পাব না । 

       বর্তমানে বিটু ওরফে যােগীন্দর সিং ১৫০ কিলাে ওজন তানায়াসে তুলে ধরে দুই হাতে । তার পা দুটো আজ আর টলে না । তার চোখ ছাপিয়ে আজ আর জল আসে না । আজ সে সকলের প্রশংসা আর ভালােবাসার পাত্র ।

        ভারতশ্রী খেতাব যােগীন্দরকে যেমন দিয়েছে জীবনে প্রতিষ্ঠা ও সাধনার পুরস্কার তেমনি বিশ্বের প্রতিটি হালছাড়া হার মানা হতাশ মানুষের কানে পৌঁছে দিয়েছে এই মন্ত্র – নির্ভীক ভাবে , যদি একনিষ্ঠ সাধনা চালিয়ে যাও , তবে জীবনে যা কিছু চাও সবই একদিন সহজেই করায়ত্ত হবে তােমার । মানুষের অসাধ্য কিছু নেই । বিটুর জীবন তার এক উৎকৃষ্ট উদাহরণ । 

       নিজে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে করতে যােগীন্দর সিং দেখেছে কিভাবে প্রতি পদে অবহেলিত , অপমানিত ও লাঞ্ছিত হতে হয় হতভাগ্য মানুষদের আমাদের এই অর্ধশিক্ষিত স্বার্থপর সমাজে । জানে , নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে জেনে কিভাবে কতাে কষ্টে তাদের একটু একটু করে এগােতে হয় ।

      তাই বিটুর জীবনে এখন একমাত্র স্বপ্ন ও সাধনা হল শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি উন্নত মানের জিমন্যাসিয়াম তৈরি করা যেখানে তার প্রতিবন্ধী ভাইবােনরা স্বল্পব্যয়ে অথবা বিনা ব্যয়ে শরীর চর্চা করতে পারবে । নিজের পায়ের ওপর দাঁড়াতে পারবে খাড়া হয়ে মাথা তুলে পৃথিবীকে ডেকে দেখাতে পারবে— দ্যাখাে , আমিও পারি । আমরাও পারি ।

         I have found that if you love life , life will love you back .

                                                  - Arthur Rubinstein

Success Story :- This success story written by jayanti chakrabarti. This story revolves around Jogindar Singh Saluja. Jogindar Singh Saluja biography. We are collected this type success story that revive your lost mind. You get more success story on bengali in our website. And I think  all success story will take place in your mind. So please share this story to your friends and I sure they will also benefit from this success story. Thank you so much.    

0 Comments: