বাবা | Baba Song Lyrics | GR Tanmoy

  বাবা 

ছিলাম তখন ভালো যখন হইলো আমার জন্ম 

মাথায় বুদ্ধি ছিলো কম আর মস্তিষ্ক টা বন্ধ

 আস্তে আস্তে হইলাম বড় বাবা চিনায় দিলো জগত 

আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ 

বাবার দেওয়া শিক্ষা গুলা আজো আমার চোখে ভাসে 

বাবা বইলা ডাক টা আজো আমার কানে বাজে 

আজ কেউ করে না শাসন আর নাইতো মনে ভয় 

বাবা চইলা গেছে আমার এইডা কেমনে প্রানে সয় 

ছেলের মাথা রাইখা বুকে রাত দিন বাবা বইলা ডাকতো

 সারা জীবন তার বুকে পরিবার টা আগলে রাখতো 

বাবা কষ্টের মাঝেও করতো ভালো থাকার অভিনয় 

আর কেউ না দেখলেও বাবা আমি তোমার তন্ময় 

বাবা এইটা তোমার ছেলে একদিন ছিলো তোমার কোলে

আজ তোমার স্মৃতি ভাইবা দুই চোখ ভেজায় শুধু জলে 

হাজার ভিরেও শূন্যতা আর ডাকতে পারি না বাবা 

আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেশত টাই পাবা 


অচীন দেশে গেছে বাবা আমার আর আসবো না ফিরা 

আর কেউ দেখবো না সপ্ন এই আমারে ঘিরা 

বাবার সপ্ন হয় নাই পুরন কষ্ট নিয়াই চইলা গেছে 

আত্মা ছাড়া দেহো সামনে আমার বাবা অচীন দেশে 

রক্তের টানে আমার চোখে আর থামতে চায়না পানি 

আল্লাহ নিয়া গেছে কোনোদিনো ফিরবো না জানি 

মাথায় আকাশ ভাংগা পরলো আমি হইলাম আত্মহারা  

বাবা নাই জগতে তুমি কেমনে বাচমু তোমারে ছাড়া 

চোখে শুখায় গেছে পানি কিন্তু মনডাও যে অবাধ্য 

আল্লাহ'র দেওয়া নিয়ম কানুন আমি মানতে হইছি বাধ্য 

তবু বিশ্বাস হয়না আমার স্মৃতি ঘুরে আমার পিছে 

হাজার মানুষের শান্তনা আমি খুইজা পাইনা কিযে 

ছোটো বেলায় আংগুল ধইরা যে শিখাইছিলো হাটা 

এখন আত্মা ছারা দেহো কাফন পইরা আছে সাদা 

সাদা কাফনে পেচানো বাবা শেষ বারের সেই দেখা 

লাশটা দুই হাতে নামাইয়া কবর পারেই হইলাম একা। 


তোমার অবাধ্য এই ছেলে শুইনা চলব তোমার কথা 

তুমি চইলা গেলা ঠিকি আমায় রাইখা কেন অযথা 

আমার জগত হইছে কষ্টের মাথার উপরে নাইকা হাত 

তুমি ছাড়া কত কষ্টের জীবন ভাইবা কাটে রাত

বাবা কানে ধরছি আমি তোমার সাথে নিয়া চলো 

আমায় রাইখা গেলা কেনো একবার এই কথা টা বলো 

আজ কত গুলা দিন বাবা বইলা হয়না ডাকা 

কি দরকার ছিলো আমারে তোমার থেইকা দূরে রাখা?

 আত্মবিশ্বাস তুমি বাবা তুমিই তো নাই 

এখন জীবন চলার পথে প্রতিদিনই হোচোট খাই

তুমি অনেক দূরে ভাইবা চোখে পানি আসলেও লুকাই 

মা এর মুখে হাসি দেখতে আমি নিজেরেই তো বুঝাই 

আর বাবা কি জিনিস বাবা না থাকলে যায় বুঝা 

তখন ভুল শুধরানোর জন্য বাবা রে এই দিক ওইদিক খোজা। 

এখন কেউ বলে না সোনা মানিক আমার বুকে আয় তো 

আমারে বলবই বা কেরা আমারে বলার মানুষ নাই তো।

সমাপ্ত 

Song Lyrics :- This song written and singing by GR Tanmoy. Song name, "Baba".I am sure you enjoyed this baba song lyrics. This song is one of the Bengali rap song. Specially I say thank's to Tanmoy for this lyrics. Go ahead give us the gift of lyrics. Thank you 💞💕

0 Comments: