আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা খুব সহজ | ভুলের জবানবন্দি | Saiful Islam Hridoy | Sad Love Poem In Bengali

প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে সাইফুল ইসলাম হৃদয়ের, "ভুলের জবানবন্ধী" কবিতাটি রইলো তোমার জন্য ।  

ভুলের জবানবন্দি 

সাইফুল ইসলাম হৃদয়

আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা খুব সহজ 
আমাকে জানতে চাওয়ার বিপরীতে,
মুখ ফিরিয়ে নেওয়াটা আরও সহজ ।
আমাকে মানিয়ে নেওয়ার চাইতেও 
দূরে ঠেলে দেওয়া টা সহজ ।
আমাকে আপন ভাবার চাইতেও 
পর করাটা সহজ ।

হ্যাঁ এটাই আমি ,
 আমাকে ভুল বুঝতে কারোর কারণ খোঁজার দরকার হয়না 
আমার নিশার চলাফেরা অনেকের কাছে অপছন্দের 
আমি লোকের সাথে মিশিনা ব্যাপারটা তেমন নয় 
আমি মিশি, কথা বলি, খোঁজ নিই আর তাদের সবাইকে ভালওবাসি। 
তারপরে আমার দোষ ধরাটা খুব সহজ ,
লোকের পেছনে খরচ করার পয়সা, টাকা আমার নেই। 
না আছে আমার মস্ত কোনো পাঠশালার ডিগ্রি, 
না আছে রূপের বড়াই 
হয়ত অনেকের চাওয়া পাওয়ার হিসেবের সাথে 
আমার হিসেবের খানিকটা গরমিল বা তফাৎ বা পার্থক্য
 আর তাতেই আমার যত খুঁত। 

সবাইকে খুশি করা আমার সাধ্যের বাইরে 
কেবল দেখা হলে হাসিমুখে এতটুকু জিজ্ঞেস করতে পারি 
" কেমন আছেন? বাসার সবাই ভালো? শরীর ঠিক আছে?" 
আর সময় থাকলে কোথাও বসে বা দাঁড়িয়ে একটু গল্প আড্ডা এইতো... 
এটাই আমি তারপরে আমার দোষ ধরাটা খুব সহজ 
আমি সবসময় সবার খোঁজ খবর নিতে পারিনা 
পারিনা বলাটা ভুল হবে , 
নেওয়া সম্ভব হয়না কাজের চাপ থাকে ,
বিভিন্ন ব্যস্ততা তাদের আমি অনেকের কাছে বেইমান ভুলে গেছি,
এখনতো আর দরকার নেই সব হয়ে গেছে আর কি? 
নতুন টাকা হয়েছে আলাদা ভাবে নিজেকে,
আরও কত শত অভিযোগ কিছু প্রকাশ্যে,
তো কিছু আড়ালে হ্যাঁ এটাই সত্যি
 আমাকে বোঝার চেয়ে ভুল বোঝাটা খুব সহজ,
আমি আমার জীবন থেকে শিখেছি,
একটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আত্মমর্যাদা
 আমি কখনো চাইবনা আমার আত্ম মর্যাদা নষ্ট হোক
 কিংবা আমার কারণে অন্য কারুর আত্ম মর্যাদায় আঘাত লাগুক 
আপনি বড়দের সম্মান দিতে না জানলে
 ছোটদের আদর ও ভালোবাসা স্নেহ দিতে না জানলে, 
আপনার যাই হন মানুষের অন্তর্ভুক্ত নয়
 বলছি আমি রক্ত মাংসে গড়া একজন, 
কোনো সাধু আমি ফ্যারিস্তা নই, 
আমিও ভুল করি আবার ভুলটা যখন কেউ ধরিয়ে দেয় 
তখন হাসিমুখে ভুলটা শুধরেও নিই। 
তারপরে অনেকের কাছে বন্ধুত্বের চেয়ে ভুলটা বড়ো, 
অনেক অনেক বড়ো। 
ভুল হোক কিংবা না হোক, ভুল করার আগে আমিই অপরাধী।

 সমাপ্ত 

আমাদের আর ও ভালোবাসার কবিতার লিস্ট রইলো তোমাদের জন্য :- 👇👇👇👇

Bengali Poem :- This poem is written by "Saiful Islam Hridoy". Poem name, "Vuler Jobanbondi". We are collected best love and romantic poem in Bengali. We can also published sad poem in Bengali. If  you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story. I published your creation on my website. Please share this poem in your friends or lover. Thank You so Much.

0 Comments: