মনের ঘরে সেই তুমি। Moner Ghore Sei Tumi | রিয়া দাস। Bangla Romantic Love Story

মনের ঘরে সেই তুমি। Moner Ghore Sei Tumi | রিয়া দাস। Bangla Romantic Love Story
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে রিয়া দাসের, "মনের ঘরে সেই তুমি" গল্পটি রইলো তোমার জন্য ।

 মনের ঘরে সেই তুমি

রিয়া দাস

       জন্মের পর মা নাম রেখেছিলো অভিরুপ সেন। নাম টা মায়ের বড্ড প্রিয় ছিল। তবে পৃথিবীর আর সব বৃহত্তম বিষয় গুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে চলার মধ্যে আমার নাম টা ও বাদ যায়নি। সবাই ডাকতো অভি বলে। অভিরুপ শোনার সৌভাগ্য টা আমার কোনো দিন ও হয়নি।

     ছোট থেকেই লাজুক আর চাপা স্বভাবের ছিলাম। বন্ধু রা অনেক সময় ই আমার এই লাজুকতা নিয়ে মজা করতো। আমি অবশ্য তাতে অভ্যস্ত হয়ে গেছিলাম।

      এখন আমার বয়স ২৭। বাড়িতে মা বাবা আর আমি ছোট সংসার। বিয়ে নিয়ে অনেক জোর করলেও এখনো পর্যন্ত সেভাবে কাওকে ভালো লাগেনি।

    একদিন অফিস থেকে ফিরছি হঠাৎ নারী কন্ঠে একটি বাক্য শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম -

  -"ইস্! আর একটা ও বেল ফুলের মালা নেই?"

          একটি বছর ২৩ র মেয়ে একটি ফুলওয়ালার সামনে বিষন্ন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। মাথায় এক রাশ চুল, কাজল কালো চোখ শ্যাম বর্না গায়ের রং, পরনে দুধে আলতা রং এর শাড়ি।  এক অদ্ভুত মায়াবী মুখ। আগে কোনো দিন ও কোনো মেয়েকে এতো সুন্দর লেগেছে কি না বলতে পারি না। ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠলো। একপ্রকার ইচ্ছা র বিরুদ্ধে ই মেয়েটির ঠিকানা জানা র উদ্দেশ্যে তাকে অনুসরণ করলাম, মনের মধ্যে একটা আশঙ্কা হচ্ছিল যদি আর কোনো দিন ও দেখা না হয়.....ইচ্ছা র বিরুদ্ধে বললাম কারন লাজুকতার কারনেই সম্ভবত এরূপ কাজ আমার স্বভাব বিরুদ্ধ।
তবে তার ঠিকানা টা সম্পূর্ণ জানতে ব্যর্থ হলাম রাস্তা র মোড়ে বাঁ দিকে বাঁক নিয়েছে একটা গলিতে সে চলে গেল, গলি টা তে হাতে গোনা / টা বাড়ি। বাড়ি পর্যন্ত আর যাওয়া হলো না এই ভেবে যে পাছে বাজে লোক ভেবে সন্দেহ করে। 

      এরপর বেশ কয়েকদিন অফিস থেকে ফেরার পথে গলি টাতে বেশ কিছুক্ষণ পাইচারি করে ফিরে এসেছি। তার আর দেখা না পেয়ে শেষটাতে ব্যর্থ হয়ে মনমরা হয়েছিলাম বেশ কিছু দিন।।
   এর ই মধ্যে আবার আমার সম্বন্ধ দেখা নিয়ে বাড়ি র সবাই ব্যস্ত হয়ে উঠেছে, বাবা নাকি কোনো এক সুশীলা সুন্দরী মেয়ের সন্ধান পেয়েছেন কালই দেখতে যাওয়ার কথা। এদিকে আমার তো একদম ই ইচ্ছা নেই অন্য কোন নারীকে দেখার। বড্ড ভালোবেসে ফেলেছি যে তাকে । আর একটি বার যদি দেখতে পেতাম যে করেই হোক সমস্ত সাহস সঞ্চয় করে তাকে মনের কথা জানাতাম । আরো একটি ইচ্ছা মনের মধ্যে বেশ কিছু দিন ধরে বাসা বেঁধেছে , যদি কোনো দিন ও সুযোগ পাই তার ঐ এক রাশ কালো চুলের খোঁপায় নিজের হাতে বেল ফুলের মালা আর  লাল  টিপ দিয়ে সাজিয়ে দেবো।

     পরদিন ইচ্ছা না থাকা সত্ত্বেও মা বাবা র পিড়াপিড়ি তে তাদের সাথে যেতে ই হলো। গন্তব্যস্থলে পৌঁছে দেখি আমার পরিচিত রাস্তার বাঁ দিকে মোড় নেওয়া সেই গলি, হঠাৎ-ই নিজের হৃদ যন্ত্র টা যেন একটু বেশি জোরেই চলতে শুরু করল।

       নিজের নাম পরিচয় টুকু দেওয়ার পর আর সেরকম কোনো কথা ই বলিনি । প্রায় অনেকক্ষণ ধরে ই মাথা নিচু করে বসে আছি, মা বাবা আর অপর দুজন মধ্যবয়স্ক ব্যক্তি র মাঝে কথোপকথন চলছে। এরপর পাশে র ঘর থেকে কোনো এক আত্মীয়া মেয়েটি কে বসার ঘরে দিয়ে গেল, আমি তখনও মুখ নামিয়ে বসে আছি। মা বাবার কুনই এর গুঁতোয় বাধ্য হয়ে মুখ টা তুলতেই আমার চোখ জোড়া আটকে গেল সেই কাজল কালো চোখ আর এক রাশ ঘন চুলে, মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম শ্বাস প্রশ্বাস যেন আরও বেড়ে গেল। ঠোঁটের কোণে আবার সেই হাসি ফুটে উঠল। যাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম , যাকে নিয়ে শুধু স্বপনই দেখে যেতাম , আজ সে আমার সামনে । যেন আমার মনের ঘরের দরজায় তার পদ চিহ্ন সুস্পষ্ট ছাপ বসিয়ে দিয়েছে । অপেক্ষার সব প্রহর ভাঙ্গিয়ে দিয়ে আমার বুকের বাঁ পাশে তার জায়গাটা দখল করে নিয়েছে । আমি আনন্দে মুক্ত পক্ষীর নায় তাকে নিয়ে স্বপ্ন দেখার ডানা মেলিয়ে দিলাম । শহরকে জানিয়ে দিলাম হ্যাঁ তাকে পেয়েছি, পেয়েছি আমার স্বপ্নের পরীকে ।

        বিয়ের পর আজ আমাদের জীবনের খুব ই গুরুত্বপূর্ণ একটা দিন, যাকে একদিন একটা বার দেখা র জন্য ছটফট করেছি আজ ইচ্ছা করলেই তাকে দুচোখ ভরে দেখতে পারব, আমার কাঙ্ক্ষিত নারী আমার ই সামনে লজ্জায় আঁটোসাঁটো হয়ে বসে আছে। আমার ঠোঁটে র কোনে সেই প্রথম দিনের হাসি টা ফুটে উঠল।

        কথা বলে তার আড়ষ্টতা কাটানোর চেষ্টা করলাম, কিছুক্ষণ পর দুজনেই অনেক টা স্বাভাবিক হলাম। হঠাৎ আমার মনে কিছু দিন আগে থেকেই যে ইচ্ছেটা বাসা বাঁধতে শুরু করেছে সেই ইচ্ছা টা তার সামনে প্রকাশ করে বসলাম, মনে মনে একটু ভঁয় হচ্ছিল তার প্রত্যুত্তরের কথা ভেবে। হঠাৎ ই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, আমার মনে হল পৃথিবীর সমস্ত কাঙ্ক্ষিত বস্তু আজ আমি পেয়ে গেছি।

          সাজিয়ে তুললাম আমার মনের মানুষ কে আমার মনের মতো করে,  লাল টিপ আর বেল ফুলের মালা দিয়ে। দুচোখ ভরে দেখলাম আমার স্বপ্নের রাজকন্যা কে।

সমাপ্ত 

Love Story :- This story is written by Riya Das. Story name, "Moner Ghore Sei Tumi". We are collected best love and romantic poem or Story in Bengali. We can also published your poem or story in Bengali. If  you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

Basto Sohorey (ব্যস্ত শহরে) | Riya Das | Sad Love Poem In Bengali

Basto Sohorey (ব্যস্ত শহরে) | Riya Das | Sad Love Poem In Bengali
   প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে রিয়া দাসের, "বাস্ত শহরে" কবিতাটি রইলো তোমার জন্য ।  

ব্যস্ত শহরে 

রিয়া দাস

একদিন এই ব্যস্ত শহরে ই,
আমরা হাত ধরে হেঁটেছি বেশ কিছু টা পথ। 
         সেদিন কল্পনাও করিনি সেই সুন্দর মুহূর্ত টা 
আমার জীবনে খুবই সীমিত সময়ের জন্য।।
আজ ও এই শহরের ওলি গলি হেঁটে বেড়াই,
মানুষের ভিড় উপচে পড়ে, 

শুধু এই ভিড়ে র মাঝে আজ আমার পাশে তোমাকে খুঁজে পাইনা,
ভিড়ের মাঝে যেই হাত টা শক্ত করে ধরে থাকতাম,
আজ আর তার নাগাল পাইনা।।
        এই ভিড়েই আমাকে একা ফেলে হারিয়ে গেলে একদিন।
     এত মানুষের কোলাহলে কেউ আমার কান্না র শব্দ টুকুও শুনতে পেল না।
       তুমি ও কি শুনতে পাওনি?
তুমি তো চিনতে আমার কান্না ভেজা গলার স্বর... 
তবে তুমি কেন শুনতে পেলে না!
হয়তো শুনতে ই চাওনি।।

     হয়তো আবার কোনো দিন দেখা হবে তোমার আমার,
এই ব্যস্ত শহরে ই হাজার হাজার মানুষের ভিড়ে....
       হয়তো সেদিন অন্য কেও তোমার হাত টা শক্ত করে ধরে থাকবে, 
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে....
ঠিক আমার মতো।।
 আমি ব্যাস্ত থাকবো,
 চোখের কোনে চলে আসা বিন্দু বিন্দু জলের কনা গুলো কে লুকানোর......
চেষ্টা করবো বোঝাতে 
যে আজ আর আমার কোন হাতে র প্রয়োজন হয় না,
আজ এই ভিড়ে আমি একলা চলতে ই অভ্যস্ত।।

সমাপ্ত 

Bengali Poem :- This poem is written by Riya Das. Poem name, "Basto Sohorey'. We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If  you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

মাঝে মাঝে । Majhey majhey । Pallab Mondal | bangla sad poem

মাঝে মাঝে । Majhey majhey । Pallab Mondal | bangla sad poem
প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পল্লব মন্ডলের, "মাঝে মাঝে" কবিতাটি রইলো তোমার জন্য ।  

মাঝে মাঝে 

পল্লব মন্ডল

মাঝে মাঝে মনে হয় কাছের মানুষ দের থেকে পালিয়ে যাওয়ার মতো

যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম হয়তো আর ও ভালো হতো।

আবার মাঝে মাঝে খুব ইচ্ছা হয়,

আর ও কয়েকটা বছর বাঁচি।

আর ও কয়েকটা বছর এই অবহেলাময় জীবনটাকে 

অসফলতার নিঃশব্দ স্রোতে ভাসিয়ে দিই ,

হ্যাঁ মাঝে মাঝে,

বাকি সময় টা ব্যস্ততায় কেটে যায়।

প্রিয়জন নেই বললে ভুল হবে

সবি আছে,

শুধু সময়ের ব্যবধান।

কিছু কিছু সময় একলা থাকতে হয়

একলা থাকা শিখতে হয়।

সব সময় কেউ সময় দিতে পারে না

আর মন খারাপের ও কোনো সময় থাকে না।

এই আমি লিখছি রাত দু-টো বাজে,

ছাদের এক কর্ণারে চেয়ারে বসে আছি।

কানে পুরোনো দিনের কিছু গান বেজে যাচ্ছে অর্নগল ।

মন খারাপের মেঘ গুলো মূহুর্তেই মনের আকাশে অন্ধকার ঘনিয়ে দিল।

উপলব্ধি হলো, 

আগুনের তপ্ততায় প্রজ্বলিত সূর্য টাকে ঢেকে বৃষ্টি ঝরতে সময় লাগে না ।।

মনে হয় যদি একলা থাকার অভ্যাস থাকতো 

হয়তো আর ও ভালো হতো

এতে না থাকে হারানোর ভয়

না থাকে পাওয়ার আশা।

আর এটা জানা আছে ,

যারা সহজেই মিশে যেতে পারে

তাদের হারানোর ব্যাথা টা বেশি পেতে হয় 

তাইতো মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে মন চায়

হারিয়ে যেতে ইচ্ছা হয়।

জীবন থেকে অনেক দূরে,

ব্যর্থতার অনেক উর্দ্ধে।।

জীবনের প্রত্যেকটা রং ধূলিকণা হয়ে উড়ে গেছে,

পুরনো ইঠ বালি সুড়কির মতো ধসে পড়েছে ব্যস্ততম ফুটপাতে ।

পড়ে আছে অবহেলায়, অনাদর আর অযত্নে,

তাইতো মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায়,

মাঝে মাঝে ইচ্ছা হয় 

আর ও কয়েকটা বছর নতুন করে বাঁচতে।

হ্যাঁ মাঝে মাঝে,

বাকি সময়টা ব্যস্ততায় কেটে যায়।

সমাপ্ত

Bengali Poem :- This poem is written by Pallab Mondal. Poem name, "Majhey Majhey". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If  you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.