ক্ষনিকের স্মৃতি | Khoniker Sriti | Pallab Mondal | Bengali Sad Love Poem

ক্ষনিকের স্মৃতি | Khoniker Sriti | Pallab Mondal | Bengali Sad Love Poem
প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পল্লব মন্ডলের, "ক্ষনিকের স্মৃতি" কবিতাটি রইলো তোমার জন্য । 

ক্ষনিকের স্মৃতি 

পল্লব মন্ডল 

ক্ষনিকের দেখা, ক্ষনিকের সাক্ষাৎ
বেশ ভালোই লেগেছিলো ,
মনে হয়েছিলো  এ হৃদয়ের ক্ষুদ্র ভালোবাসার থলি টা
শরতের শুভ্র মেঘের ন্যায় বারি হীন হয়ে
সারা হৃদয় পটে ভেসে বেড়াচ্ছে ।
মাতৃভাষার বিনিময় ও হয়েছিল ক্ষনিকের তরে
কিন্তু ওই যে, 
হারানোর অভ্যাস সব কিছুরই  থাকে 
কোনোটা আগে, কোনোটা পরে,
তবে স্মৃতি গুলো জাপটে ধরেছিলো,
গভীর রাতের হু হু হাওয়ায় চাপা কান্না ভেসে উঠেছিল
কয়েক সপ্তাহ বা কয়েক মাস,
তারপর আবার গভীর অতলে ডুবে গেলো সেই স্মৃতি ।
"চোখের আড়াল হলে মনের আড়াল হতে কতক্ষন"। 
ভুলে গেলাম তাকে 
মনে হতে লাগলো 
ক্ষনিকের সেই দেখা সেই সাক্ষাৎ 
মুহূর্তের জন্য ভালো লাগা ।
আর সেই ভালো লাগার রোমাঞ্চে উদয় হতে লাগলো 
আর মনে হলো 
সব চেয়ে নিকট মানুষ কে ফেলে আসা 
আর ক্ষণিক সময়ের মানুষকে ফেলে আসা অনেক তফাৎ।
কেননা ক্ষনিকের সেই স্মৃতি 
বেশি দিন স্থায়ী থাকে না 
আর থাকলে ও সেটা কোকিলের ডাকের মতো অস্থায়ী ,
বাকি সময় টুকু হয়তো আরেক ভ্রান্তি পাশে আটকে থাকে 
পরিবর্তনশীল এই মনের ভালোবাসার তৃষ্ণার্তে ।

 সমাপ্ত 

আমাদের আর ও ভালোবাসার কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇


Bengali Poem :- This poem is written by Pallab Mondal. Poem name, "Khoniker Sriti". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

মধু গন্ধে ভরা | Modhu Gondhey Vora | Nupur | Bangla Kobita

মধু গন্ধে ভরা | Modhu Gondhey Vora | Nupur | Bangla Kobita

প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে নুপুরের, "মধু গন্ধে ভরা" কবিতাটি রইলো তোমার জন্য ।

মধু গন্ধে ভরা

নূপুর

চৈত্রের হাওয়ারা উড়ে উড়ে যায়

 মা বাবা ঠাকুমার ভাঁড়ার জুড়ে

গৃহস্থের কল্যানে।

 উঠোনের আম জাম করঞ্জার ছায়া ডানা মেলে চুপিসারে, দুপুরে খাওয়ার পরে-

ঠাকুমার নিঃশব্দ মহাভারত পাঠ-

শ্রোতা আমি একনিষ্ঠ নেশা ধরতো অর্জুনে,উজ্জ্বল জাজ্বল্যমান!! 


সন্ধ্যা বেলা হ্যারিকেনের

নির্জন আলোমাখা ভাত ফোটা 

গন্ধের সাথে, মায়ের গায়ে গা

ছোঁয়া কিশোরী - মন উধাও হতো গান্ডীব ধারি তৃতীয় পান্ডবে! 

 টকটকে আগুনের শান্ত আকাশ যুক্তি রেখেছে লক্ষ কোটি বার-

 দেবতুল্য অর্জুন- দ্রৌপদী,উলুপি,চিত্রাঙ্গদা

ও সুভদ্রার বিবাহবন্ধনে আবদ্ধ। 

 এক সাধারণ মানবীর স্পর্ধিত ইচ্ছেকে ধিক!!

 তবুও!! 

হ্যাঁ, তবু ও - চৌকাঠে পা রেখে  

কৃষ্ণার ছায়া মাখা কায়া গোধূলির 

প্রথম তারাটি সেজেছে পার্থের উদগ্র আকাঙ্খায় ! 

 বিছানার ফুলছাপ চাদর চক্রের মধ্যে মৎসের আলপনা খুঁজে চলেছে মুহূর্তের পর মুহূর্ত ধরে! 

 শঙ্কিত হয়ে ও অন্ধকারে, 

 নিজেকে পদ্ম করে ফোটানো পদ্ম বনে গিয়ে!

 কতশতবার কামিনী গাছের নিরেট আঁধার হাওয়ার বাণে জর্জরিত করেছে

 এই আজানু লম্বিত কেশরাশী ধনঞ্জয়, দিনের অন্তিমকালে!!  

 দ্বাদশবর্ষ ব্রম্ভচর্য পালন,

মনিপুরী রাজকন্যা চিত্রাঙ্গদার পানি গ্রহন,

এ নিদর্শন তো উগ্র প্রেমিক হৃদয়ের ! 

তেমনি আমি অজ্ঞাত বাসকে শিয়রে জ্বালিয়ে বিনিদ্র রাত্রি কাটিয়েছি ছায়াবৃতা হয়ে বীর ,

শুনশান দ্বিপ্রহরের আঙিনায় কালো ঘোমটার নীচে লজ্জা মাখা - 

চর্তুদশীর চাঁদের আলোয় সদর ঘরের জানালায়। 

যখন দিকে দিকে মন্দিরে বাজছিল সেই পাঞ্চজন্য!!

দীর্ঘ বলিষ্ঠ সুঠাম শরীরে অহং - রুপকথা হয়ে দাঁড়িয়ে ছিলে তোমার তীক্ষ্ণ চোখের চাউনিতে!

ঠাকুমা ব্যাজার মুখে বলতেন- "মরণদশা!! এমন মেয়ে মানুষের! 

দেবতাকে নিয়ে একি অনাছিষ্টি! ছিঃ ছিঃ."........!!!!!

হাজার বছর ধরে ঠায় দাঁড়িয়ে একই ফ্রেমে!

 আজ ও কিশোরী পূর্ণিমার রাতে

আমার পাঁচতলা ফ্ল্যাটের,, বারান্দার

রেলিঙ এ ভর দিয়ে আকাশ দেখি-- 

তোমার গাণ্ডীব এর একটি স্থির চিত্রের আশায়!

সমাপ্ত

Bengali Poem :- This poem is written by "Nupur". Poem name, "Modhu Gondhey Vora". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem. Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much. 

অতীত প্রেম । Atit Prem । Pallab Mondal । Poem in bengali

অতীত প্রেম । Atit Prem । Pallab Mondal । Poem in bengali

প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পল্লব মন্ডলের, "অতীত প্রেম" কবিতাটি রইলো তোমার জন্য ।   

অতীত প্রেম 

পল্লব মন্ডল 

স্মৃতির পিছু টানে, সময়ের ব্যাবধানে,
 যে সাক্ষাৎ গুলো একসময় নিভে যায় 
পুরানো চিঠির খামে, পিছু ফেলা ডাক নামে,
 জমে থাকা যে প্রেম উঁকি মারার ব্যার্থ  প্রয়াসে ঝিমিয়ে যায়  । 
তার-ই  অব্যাক্ত আকুলতায় ডাইরির ভাঁজে ফুটে ওঠা হারানো স্মৃতির নাম-ই
 অতীত প্রেম । 

প্রায় বছরদশেক পর দেখা,
 টিফিন পিরিয়ডে স্কুলের বেঞ্চে যে গল্প গুলো জমে থাকতো
 সেই সব গুলো আজ কর্পূরের  ন্যায় উড়ে গেছে।
পলক হীন দৃষ্টিতে চোখের পানে বোকার মতো তাকিয়ে থাকার মানে
 খুব কম জনেই বোঝে,
যারা বোঝে তাদের স্বপ্নের ঘরে ঠাঁই নেই ,
যারা বোঝেনা তারা শুধু দীর্ঘশাস এ থেকে যায় । 

শাড়িতে তাকে আগের আগের মতোই লাগছে ,
চোখের কাজল আর হাতের মাংস পেশী গুলো অন্য কারোর স্পর্শে 
আজ আর ও মায়াবী হয়ে উঠেছে ।

দশ বছর পেরিয়ে গেছে , 
সাথে থাকার দায়িত্ব ফুরিয়ে গেছে  । 
যখন ছিল তখন নীরবতায় মেঘ জমেছিলো,
সেই মেঘ আজ আর নেই তবে বৃষ্টি আজ ও ঝরে।
সে ঝরুক না ,
আমি দেখেছি বৃষ্টির মাঝে সূর্য কে হাসতে ,
আমি দেখেছি মেঘের আড়ালে সুন্দর চাঁদ টাকে লুকিয়ে থাকতে । 
হেসে কথা বলা তো যেতেই পারে ।
কিছু কিছু সময় কিছু আবেগকে চেপে রাখার ক্ষমতা রাখতে হয় ।
রাতের আঁধারে যেমন লুকিয়ে থাকা ঝিঁ ঝিঁ  পোকাদের তীব্র আর্তনাদে 
রাত টাকে আর ও রোমাঞ্চময় এ ভরিয়ে তোলে ।
তেমনি  কিছু কিছু মূহুর্ত্ত উপভোগ করার জন্য 
কিছু আবেগ কে অন্ধকারে নিমজ্জিত করায় better option..

হোক না সে অন্য কারোর ।
সব কিছু পেলেই তো নষ্ট জীবন ।
কিছু টা না হয়, না পাওয়ায় থাক ।
জমে থাকুক না কিছু গল্প ,
অতীত প্রেমের নামে । 

সমাপ্ত 

আমাদের আর ও ভালোবাসার কবিতার লিস্ট রইলো তোমাদের জন্য :- 👇👇👇👇

Bengali Poem :- This poem is written by Pallab Mondal. Poem name, "Atit Prem". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.