শুধু তোমার জন্য
নির্মলেন্দু গুন্তোমাকেই স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত , সে কথা ঈশ্বর জানেন ।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়ে ও
কতবার যে বলিনি , সে-কথা আমার ঈশ্বর জানেন
তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনার জন্য
দরোজার সঙ্গে চুম্বক খন্ডের মতো আমার কর্ণ যুগলকে
গেঁথে রেখেছিলাম । কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে , "এই ওঠো ,
আমি এসেছি , আ...মি...।"
আর আমি এ কি শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতোবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি , সে-কথা আমার ঈশ্বর জানেন ।
আমার ঈশ্বর জানেন , আমার চুল পেকেছে তোমার জন্য ,
আমার ঈশ্বর জানেন আমার গায়ে জোর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন , আমার মৃত্যু হবে তোমার জন্য ।
তারপর ওই ঈশ্বরের মতো কোনো এক দিন তুমি ও জানবে ,
আমি জন্মে ছিলাম তোমার জন্য , শুধু তোমার জন্য ।
সমাপ্ত
Valobasar kobita & Bengali love poem
স্বপ্নে
জয় গোস্বামী
স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই
স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে
কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই
টান লাগাই তোর বিনুনি ধরে ।
স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই
স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে
স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই
কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে ।
তুলতে গেলি - কনুই ছুঁলো হাত
তুলতে গেলি - কাঁধে লাগলো কাঁধ
সরে বসবো ? আকাশ ভরা ছাতে
মেঘের পাশে সরে বসলো চাঁদ ।
ক'টা বাজলো ? উঠে পড়লি তুই
সব ঘড়িকে বন্ধ করলো কে ?
রাগ করবি হাত টা একটু ছুঁই ?
বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে......
স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি
তোর বরের তাতে কি যায় আসে ?
সত্যি বলছি বিশ্বাস করবি না
স্বপ্নে আমার চোখে ও জল আসে !
সমাপ্ত
Bengali Love Poem
তুমি তৈরী থেকো
আদিত্য অনিকতুমি তৈরী থেকো এবার আমি এসে যাবো ,
যে কোনো দিন যে কোনো জুঁই ঝরার আগে ।
বুঝলে নিনা , আকাশ লীনা -
পথে যদি সন্ধ্যা লাগে পাঁজর খুলে
আগুন দেব অন্ধকারে ।
শান ধরানো শুকনো ফলের লাঙ্গল টেনে
সবুজ মাটি চোষে আবার বীজ ছড়াবো
মনের মধ্যে ঘুমের নারী জাগিয়ে দেব
সত্যি এবার রক্তে তোমার নীল মেশাবো ।
ইডেন বনে নিষিদ্ধ ফল ছিঁড়ে খাবো ।
র্যাবের চাকায় পিষ্ট হয়ে যে কোনো খুন ঝরার আগেই
মাটির কাছে তোমার কাছে যে কোনো দিন এসে যাবো ।
সমাপ্ত
Bangla kobita , Bengali Love Poem's , Bengali Poem
ফেরিওয়ালা
হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট ,
আলোর মাঝে কালোর কষ্ট
'মালটি- কালার ' কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
ঘরের কষ্ট, পরের কষ্ট , পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট ,
একটা মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট
প্রেমের কষ্ট , ঘৃণার কষ্ট , নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট ,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজেনে দুটি জোকার নষ্ট হয়ে যাওয়ার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট
দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুন চারু কষ্ট ফেরিওয়ালার কস্ট
কষ্ট নেবে কষ্ট
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মতো ক'জনের আর সব হয়েছে নষ্ট
আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট ।
সমাপ্ত
Bengali Love Poem :- Now bengali is very popularity. You can read this love poem any time any situation . love poem is now very popularity any bengali country and bengali area . If your mind is very sad. You can read this love poem . I sure that this love poem give your mind fresh . please share this love poem to your best person or your lover. They will happy with you . Thank you so much .
0 Comments: