Bangla Poem :- If you are lokking for reading love poem in bengali you've come to the right palace.Bengali poem is felling sad, lovely, rommantic and emotionaly. This poem is bengali love poem by Jibonondo das (জীবনন্দ দাস ). Poem name Sudorshona (সুদর্শনা ) ।
document.write(' ');
সুদর্শনা
জীবনানন্দ দাস
একদিন ম্লান হেসে আমি
তোমার মতন এক মহিলার কাছে
যুগের সঞ্চিত পণ্যে লিন হতে গিয়ে ও,
অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
শুনেছি কিন্নরকণ্ঠ দেবদারু গাছে,
দেখেছি অমৃতসূর্য আছে ।
সব চেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো
তুমি ও সময় স্থির নয় ,
আরেক গভীরতর শেষ রূপ চেয়ে
দেখেছে সে তোমার বলয় ।
এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন
তোমার শরীর , তুমি দান করোনি তো ;
সময় তোমাকে সব দান করে মৃতুদার বলে
সুদর্শনা , তুমি আজ মৃতু ।
0 Comments: