Poem( মৃত্যু মিছিল) | Bengali poem 2020 | বাংলা কবিতা।

Bangla poem 2020 :-Bengali poem is felling sad.it is a very nice poetry.Bengali poem is very popular now. If you like bengali poem.like sad poem, romantic poem.Then you can read this poem.Many people now stay home in this time.But some people are serving us.Some people are fighting for their lives.This poem is about them.Please share this poem to your friend. I sure that your friend understand this quarrantain day reality in this poem and if you want to published your poem or stories.Then you can send your creation.I will published your creation on my website.Thank you so much.

                   মৃত্যু মিছিল

রাত ৩ টা বেজে ১০ মিনিট। শহর ঘুমায়।
এর মাঝেও জেগে থাকে কিছু মানুষ !!

... কেউ বিছানায় এপাশ ওপাশ করে।

... কারো পেটের তাগিদে বের হতে হবে রাত
ফুরোলেই।

... খুব কাছের মানুষটা পাশের রুমে ছটফট করছে গোঙানীর শব্দ আসছে মাথায় হাত বুলিয়ে ঘুম পারিয়ে দিয়ে আসতে ইচ্ছে করছে খুব..
আক্রান্ত হয়ে যাওয়ার ভয়টা টেনে ধরছে বার বার।

...কেউবা আইইউসির বেডে শুয়ে ভারী নিঃশ্বাস ফেলছে, কখনো সব স্থবির।
ঘরির কাটার টিক টিক শব্দটা ভীষন কানে লাগছে
মনে পরছে সাজানো স্বপ্নগুলোর কথা,
দেখতে ইচ্ছে করছে প্রিয় মুখ গুলো
তবুও এক অদৃশ্য বাধা।


... কেউ কেউ স্বপ্ন সাজাচ্ছে,

আপন মানুষগুলোর কাছে ফিরে যাওয়ার
পুরনো ভুল গুলো শুধরে নিয়ে
আবার নতুন করে বাঁচার।
কিন্তু সে নিজেও জানে না তার স্বপ্নগুলো
পূরন হবে কিনা..

... কারো হয়তো ঘরে খাবার নেই
পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে
ভারী করে তুলছে বালিশের
তুলাগুলো !!
হয়তোবা ক্ষুধাই তাকে খেয়ে ফেলবে...


... কেউবা নিজের জিবনের
ঝুকি নিয়ে সবাইকে বাঁচাতে
মরিয়া হয়ে উঠেছে,
ছোট বাচ্চাগুলো অপেক্ষা করছে
মা/বাবার জন্য, বোন অপেক্ষা করছে
ভাইয়ের জন্য, স্ত্রী অপেক্ষা করছে স্বামীর জন্য
কবে তারা বাড়ি ফিরবে কেউ জানেনা।

...  চারোদিকে মৃত্যুর মিছিল
পৃথিবীটা পরিনত হয়েছে মৃত্যু পূরীতে
এই অনিশ্চিত জিবন নিয়ে
মানুষগুলোর রাতে ঘুম হয় না।
নিজের অজান্তেই চোখের কোনা দিয়ে
জল গড়িয়ে পরে!!

... আমার মতো কিছু মানুষ জেগে আছে,
নিছক জেগে থাকার নেশায় !!
এরা ঘুমকে চোখে লালন করে বশ
করেছে দিনের পরে দিন !!
নেশার
আনন্দ অন্যরকম।।
নির্ঘুম থাকার নেশা সম্ভবত
সবচেয়ে ভয়ঙ্কর নেশা!!

       - যান্ত্রিক পেন্সিল


0 Comments: