তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com.আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই কবিতাটি তোমার জন্য ।
নিঃস্ব প্রেমের চাওয়া পাওয়া
পল্লব মন্ডল
আমি আর কিছুই চাই না ,
যদি তোমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে
আমার মনটাকে মুছে দিয়ে যাও ।
আমি ব্যার্থতার জালে মুড়ে
নতুন করে বাঁচার আশায় তোমাকে ডাকবো না ,
যদি তোমার কোমল হস্তের স্পর্শে
আমার হৃদয়ে স্পন্দন জাগিয়ে তোলো ,
আমি এমনই বেরিয়ে আসতে পারবো
ছলনা ঘেরা অতলগহ্বর থেকে ।
ঝরে যাওয়া গোলাপের মতো -
তোমার হাসি টা আমার হৃদয়ে ভাসাতে চাই না ,
চাই শুধু তোমার স্মৃতিকে উজ্জীবিত করতে
যেখানে শুধু আমারই হাত ধরে
তুমি তোমার রোমাঞ্চকর মুহূর্ত গুলির
অবকাশ ঘটিয়েছিলে ।
শরতের শুভ্র মেঘে ও যেদিন তুমি বৃষ্টি ঝরিয়েছিলে
যে বৃষ্টির ফোটায় প্রকৃতির রুক্ষ মাটির অন্তগহ্বর ও
গুমরে গুমরে কেঁদে উঠে গলে গিয়েছিলো ,
কষ্টের ভার না সইতে পেরে ।
তাই আর চাই না
সেই বৃষ্টি হয়ে তুমি আবার ঝরে পড়ো ।
শুধু চাই ,
দিনের শেষ আলোর রক্তিম রেখাটি
আমার মর্মাহত হৃদয়ের মাঝে বেঁধে রাখো ।
তাহলে মনে হবে সূর্যের মতো তুমি ও অস্ত যাও নি
তুমি শুধু আমার হৃদয়ে উদীত হয়ে রয়েছো
নিশিত সূর্যের দেশের মতো ,
রাতহীন তারহীন এক কষ্টের মমতায় ।।
সমাপ্ত
Nissho Premer Chaoa Paoa
Pallab Mondal
Ami r kichiui chai na ,
Jodi tomar hridoy ningrano valobasa diye
amar mon takey muchey diye jao .
Ami baarthotar jaley murey
notun korey bachar ashai tomakey dakbo na,
Jodi tomar komol hoster sporshey
Amar hridoye spondon jagiye tolo,
Ami emni beriye astey parbo
cholona ghera otolgohobbor thekey.
Jhorey jaoa golaper moto -
Tomar hasi ta amar hridoye vasatey chai na ,
Chai sudhu tomar sriti k ujjibito kortey
Jekhane sudhu amar e hath dhore
Tumi tomar romanchokor muhurtto gulir
obokash ghotiye chiley .
Shoroter suvro meghey o jedin tumi bristi jhoriye chiley
Je bristir fotai prokritir rukkho matir antoghobbor o
Gumrey gumrey kedey uthey goley giyechilo ,
Koster var na soitey perey .
Tai r chai na
Sei bristi hoye tumi abar jhorey poro .
Sudhu chai,
Diner sesh alor roktim rekha ti
Amar mormahoto hridoyer majhey bedhey rakho.
Taholey mone hobey surjer moto tumi o osto jao ni
Tumi sudhu amar hridoye udito hoye royecho ,
Nishit surjer desher moto
rathin tarahin ek koster momotai.
0 Comments: