ক্ষুধা | বিমলচন্দ্র ঘােষ | Khuda | Bimol Chandra Ghosh | Bangla Kobita

তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com.আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই কবিতাটি তোমার জন্য ।  

  ক্ষুধা

 বিমলচন্দ্র ঘােষ 

ক্ষুধাকে তােমরা বেআইনি করেছ 

ক্ষুধিতদের আখ্যা দিয়েছ বিপজ্জনক

উদ্বাস্তু নরনারীর অবাতি শােভাযাত্রা 

      তােমাদের নিশ্চিন্ত শাসনের ব্যাঘাত করে 

দুর্ভাগা লক্ষ্মীছাড়াদের চিৎকারে তােমরা বিব্রত বােধ কর 

হে পদমর্যাদায় অধিষ্ঠিত মহানায়কেরা 

আহা তােমাদের কী জ্বালা ।

আহা তােমাদের কী কষ্ট । 


ওরা ক্ষুধিত ওরা লাঞ্চিত ওদের মাথার ঠিক নেই 

তাই ওরা তােমাদের মতাে অকপট দেশভক্তদের ও বলে ।

 সাম্রাজ্যবাদীর তল্পিদার 

বলে ধনৈশ্বর্যবিলাসী জনশত্রু

 সমাজতন্ত্রের মুখােশ আঁটা চোগাচাপকানওয়ালা বেনিয়া । 

ওরা ক্ষুধিত ওরা উন্মাদ ওরা লক্ষ্মীছাড়া 

অধঃপতিতদের হৃদয়বিদারক প্রলাপে কান দিয়াে না ,

ওরা বােঝে না তােমাদের সাত্ত্বিক শাসনের মহিমা 

বােঝে না তােমাদের ভবিষ্যদ্বাণীর মাহাত্ম্য !


বিগত পঁচিশ বছর তােমরা ওদের আশ্বাস দিয়ে এসেছ

 কিষান - মজদুর - রাজ কায়েম হবে । 

অতি লােভের বেইমানিতে তােমরা সে প্রতিজ্ঞা রাখতে পারনি 

অসত্যের অন্ধকারে মিশে গেছে তােমাদের সেই অগ্নিগর্ভ ঘােষণা 

প্রতিষ্ঠা করেছ তিন সিংহ । 

ধর্মাশােকস্তম্ভের পৌরাণিক গাম্ভীর্যে 

তােমাদের রাজকীয় আড়ম্বরের কুটনৈতিক কুচকাওয়াজে 

আসমুদ্র হিমাচল থরহরিকম্প ! 

ওরা মিথ্যা চাচায় দাবি জানায় আওয়াজ তােলে

ওরা ভুল করে ওরা ক্ষুধিত ওদের মাথার ঠিক নেই 

ওদের কথায় কান দিয়ে না ।


দয়া করে তােমরা কিনারক্তপাতে দেশ স্বাধীন করেছ 

 শতুমিত্রের পারস্পরিক দাক্ষিণ্যে 

ওরা বােঝে না তােমাদের রাজনীতি 

বােঝে না হিন্দুস্থান পাকিস্তানের নারকীয় মানচিত্র

ওরা বলে কায়েমিস্বার্থের সাম্প্রদায়িকতা তােমাদেরই সৃষ্টি

নিরুপদ্রব বাঁটোয়ারার যুপকাষ্ঠে ,

ওরা ক্ষুধিত ওদের জাতধর্ম নেই ওরা সর্বহারা 

ওদের ছােটো কথায় কান দিয়াে না । 


তােমরা সময় চেয়েছ 

শিশুরাষ্ট্রকে হাঁটতে শেখানাের সময়

তবু ওরা বলে রাম না জন্মাতেই রামায়ণ ? 

যে শিশুর জন্মই হল না তার আবার হাঁটতে শেখা ! 

ওরা ক্ষুধিত ওরা অজ্ঞ ওদের কথায় কান দিয়াে না । 


আহা তােমরা কত সুন্দর ! কত ভালাে ! কী বড়ােলােক ! 

কী চমৎকার তােমাদের বক্তৃতার ভাষা । 

        মার্জিত - সংযমের রােমাঞ্চকর আভিজাত্যে ! 

নিয়মতান্ত্রিক আন্দোলনের হুমকিতে

অহিংসায় 

অনশনে । 

আধ্যাত্মিক অসহযােগে 

নিরুপদ্রব কারাবরণে 

কত কষ্টে

আহা কত কষ্টে তােরা লন্ড করেছ

 ইংরেজের এত সাধো বাণিজ্যতীর্থে প্রবেশাধিকার 

যে তীর্থে তােমরা ছিল চণ্ডালের মতাে অস্পৃশ্য

যে তীর্থের অণুপরমাণু ক্ষুধার বিস্ফোরণ দিয়ে গড়া ।

 ওরা ক্ষুধিত ওদের মাথার ঠিক নেই 

অধঃপতিতদের ছোটো কথায় কান দিয়ে না !


 ক্ষুধাকে তােমরা বেআইনি করেছ

 ক্ষুধিতদের আখ্যা দিয়ে বিপজ্জনক

 হে দেশভক্ত - মহানায়কেরা

তোমরা ভুল বুঝ না এই  কবিতাকে 

যদি ব্যাঙ্গ মনে হয় তবে সমস্ত ক্ষুদ্র জগৎকে 

         ঝোলাও ফাঁসি কাঠে 

টেনে উপড়ে ফেলো ক্ষুদিতদের বসনা 

গেঁথে ফেলো সমস্ত ক্ষুদিতদের কংকাল 

    রাষ্ট্রীয় নিরাপত্তার কবরে ।


             সমাপ্ত 

Bengali Poem :- This poem is written by Bimal Chandra Ghosh. We are collected best love and romantic poem in bengali. We can also published your poem or story in bengali.If  you want to send your bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website.Please share this poem in your friends or lover to gift a beautiful moment.Thank you so much.

0 Comments: