প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে রেজাউল কবিরের, "সময় বদলালে" কবিতাটি রইলো তোমার জন্য।
সময় বদলালে
রেজাউল কবির
ক্লাস সেভেনে পড়ে চিৎকার করে ভালোবাসি বলতে পারা যে মেয়েটা তার তথাকথিত প্রেমিকের নাম ব্লেডের কোণা দিয়ে নিজের হাতে ফুটিয়ে তুলতো, সে মেয়েটা ও ব্রেকআপের দুই বছর পর নিজের পাগলামির কথা মনে করে নির্জনে হাসবে আর লজ্জা পাবে ।
কলেজের প্যান্ট শার্ট পড়ে আধুনিকা সেজে থাকা যে মেয়েটা কখনো এক গ্লাস পানি নিজে হাতে নিয়ে খায় নি, সে ও এখন কোমরে আঁচল গুঁজে দশ বারো জনের রান্না একাই রাঁধতে জানে । প্রায় সকালেই তার ঘর্মাক্ত কপালে আটার গুঁড়ো লেগে থাকতে দেখা যায় ।
ভার্সিটি লাইফে যে পরিচিত ছিলো রকস্টার বলে, সে ও এখন ইস্ত্রি করা শার্ট প্যান্ট পড়ে, গলায় টাই ঝুলিয়ে, হাতে সার্টিফিকেটের মোটা মোটা ফাইল নিয়ে চাকরীর বাজারে পন্য হয়ে ঘুরে ফেরে ।
প্রেমিকার হটাৎ চলে যাওয়াতে যে ছেলেটা নিজের জীবন শেষ করে দেবে ভেবেছিলো, সে এখন সফল উদ্যোক্তা। তার অধীনে অনেক যুবক এখন কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে।
যে মেয়েটা তার প্রেমিককে সারা জীবন একসাথে চলার স্বপ্ন দেখিয়েছিলো, সে ও এখন অন্য কারোর বৌ, মা কিংবা সুগৃহিনী । অতীতের কথা তার মনেই পড়ে না।
সময় তার চলার পথে আশে পাশের সব কিছুকে বদলাতে বদলাতে যায়। এক মাত্র সময়ই আপনার সাথে কখনো বিস্বাসঘাতকতা করবে না । জীবনে একদিন তো আপনাকে পিছনে ঘুরে তাকাতেই হবে । সেদিন বুঝবেন যেসব বিষয় গুলোকে একসময় অনেক বেশি গুরুত্ব দিতেন, সেগুলো আসলে ভীষণ রকমের অদরকারী আর গুরুত্বহীন বিষয় ছিলো। তাই দিন শেষে গুরুত্ব দিন নিজেকে। নিজের সাথে নিজের সম্পর্ককে ।
সময় সাক্ষী থাকলো, অনেক বেশী সুখে থাকবেন ।
সমাপ্ত
আমাদের আর ও প্রেমের কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
0 Comments: