চিঠি
সাধন রায়
তোমার এক চিঠি পেলাম ।
চিঠি লেখা তো প্রায় উবেই গেছে
মোবাইলের আগমনে
অবাক হলাম ।
একান্ত আপন দিয়ে করলে শেষ
প্রথমেই চোখে পড়ল
রবীঠাকুরের দুটো লাইন
মনের কোণে জমে থাকা সব অভিমান গলে জল হল
কি কারণে তুমি এতদিন পর লিখলে
বুঝে উঠতে একটু সময় লাগল।
তোমার হাতের লেখা ভারী সুন্দর
বাংলা সাহিত্যেও তোমার দখল যথেষ্ট
এটা আমার অজানা নয়
এই শতাব্দীতে কেউ কাগজ কলম নিয়ে
চিঠি লিখবে
ওটাই বুঝে উঠতে পারছিলাম না ।
আমার নম্বর তো তোমার সেভ করা
চাইলেই ফোন করতে পারতে
কিন্তু করলে না।
ব্যস্ততার মধ্যে সময় বার করে
হঠাত্ চিঠি লেখার ইচ্ছে
কেন জাগল তোমার জানি না,
আমার ঘরের ঠিকানা
তোমার জানা ছিল কিনা
তাও জানি না ।
কয়েক লাইন পড়ার পর
তোমার লেখনীতে এক অদ্ভুত অনুভূতির
ছোঁয়া পেলাম,
অক্ষর গুলির মধ্যে কি চরম মাদকতা
অনুভব করলাম
তা তোমাকে বোঝাতে পারব না
লাইন গুলো বার বার পড়তে মন চাইল
পড়লাম ও
মনের মধ্যে এক অসীম তৃপ্ততা অনুভূত হল
ভালো লাগলো ।
অনেক না বলা কথার ছোঁয়া
তোমার লেখনীতে পেলাম
শিউরে উঠলাম
অনেক পুরনো স্মৃতি মন কে
আলোড়িত করলো
মনপটে ভেসে উঠলো
মনের কোণে জমে থাকা
মান অভিমানের পাহাড়
যেন ধূলিসাত্ হলো
হৃদয় গহনে স্বস্তির বন্যা
বয়ে গেল ।
ফোনে কথা বলা বা কাছে আসার থেকে
এ এক তীব্র উন্মাদনা
আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল
আমি যেন কোথায়
হারিয়ে গেলাম ।
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- পাগলী তোর জন্য
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- প্রেমিকের শেষ চিঠি
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- এমন একটা মানুষ দরকার
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
Tags:-
- Chithi,
- Sadhan Ray,
- Kobita Bangla
- Kobita Bengali,
- Bengali Poem,
- Bangla Kobita,
- Kobita collection,
- Poem In Bengali
- Bangla kobita collection,
- Chithi Kobita,
- Chithi Poem,
- Love Junction,
- Chithi,
- Sadhan Ray,
- Kobita Bangla
- Kobita Bengali,
- Bengali Poem,
- Bangla Kobita,
- Kobita collection,
- Poem In Bengali
- Bangla kobita collection,
- Chithi Kobita,
- Chithi Poem,
- Love Junction,
0 Comments: