চিঠি | সাধন রায় | Chithi | Sadhan Ray | Love Junction | Poem in Bengali

    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায় -এর  "চিঠিকবিতাটি রইলো তোমাদের জন্য। 

চিঠি 

সাধন রায় 

আজ হঠাত্ বিকেলের ডাকে 
তোমার এক চিঠি পেলাম ।
চিঠি লেখা তো প্রায় উবেই গেছে 
মোবাইলের আগমনে 
অবাক হলাম ।
অভিন্ন হৃদয়েষু দিয়ে শুরু করলে
একান্ত আপন দিয়ে করলে শেষ 
প্রথমেই চোখে পড়ল
রবীঠাকুরের দুটো লাইন 
মনের কোণে জমে থাকা সব অভিমান গলে জল হল
কি কারণে তুমি এতদিন পর লিখলে 
বুঝে উঠতে একটু সময় লাগল।
তোমার হাতের লেখা ভারী সুন্দর 
বাংলা সাহিত্যেও তোমার দখল যথেষ্ট 
এটা আমার অজানা নয় 
এই শতাব্দীতে কেউ কাগজ কলম নিয়ে 
চিঠি লিখবে 
ওটাই বুঝে উঠতে পারছিলাম না ।
আমার নম্বর তো তোমার সেভ করা 
চাইলেই ফোন করতে পারতে
কিন্তু করলে না। 
ব্যস্ততার মধ্যে সময় বার করে 
হঠাত্ চিঠি লেখার ইচ্ছে 
কেন জাগল তোমার জানি না,
আমার ঘরের ঠিকানা 
তোমার জানা ছিল কিনা 
তাও জানি না ।
কয়েক লাইন পড়ার পর 
তোমার লেখনীতে এক অদ্ভুত অনুভূতির
ছোঁয়া পেলাম,
অক্ষর গুলির মধ্যে কি চরম মাদকতা 
অনুভব করলাম 
তা তোমাকে বোঝাতে পারব না 
লাইন গুলো বার বার পড়তে মন চাইল
পড়লাম ও
মনের মধ্যে এক অসীম তৃপ্ততা অনুভূত হল
ভালো লাগলো ।
অনেক না বলা কথার ছোঁয়া 
তোমার লেখনীতে পেলাম 
শিউরে উঠলাম 
অনেক পুরনো স্মৃতি মন কে
আলোড়িত করলো
মনপটে ভেসে উঠলো 
মনের কোণে জমে থাকা 
মান অভিমানের পাহাড়
যেন ধূলিসাত্ হলো 
হৃদয় গহনে স্বস্তির বন্যা 
বয়ে গেল ।
ফোনে কথা বলা বা কাছে আসার থেকে 
এ এক তীব্র উন্মাদনা 
আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল
আমি যেন কোথায় 
হারিয়ে গেলাম ।
 
সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

0 Comments: