প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পারভীন ইসলামের, "ব্লক লিস্ট" কবিতাটি রইলো তোমার জন্য।
ব্লক লিস্ট
পারভীন ইসলাম
আমাদের প্রথম পরিচয়টা হয়েছিলো ফেইসবুকে।
তবে অন্য সবার মতো মিষ্টি করে হাই হ্যালো তে আমাদের শুরু টা হয়নি।
এক গাঁধা তেতো কথায় ইনবক্স ভর্তি করেছিলাম তোমার।
আর তুমি পাগলের মতো শুধু হা হা রিয়াক্ট দিচ্ছিলে ,
মুহূর্তেই থেমে গেছিলাম আমি
ঘন্টা কয়েক পর তোমার আবার পাগলামি শুরু,
শ খানিক মেসেজ আর অহরহ লাভ ইমোজি
আমি খুব বিরক্ত হয়ে বললাম
এ কোন পাগলের পাল্লায় পড়লাম
এমন করে সপ্তাহ চলে গেলো,
তোমার কয়েকটা আইডি ইতিমধ্যে ব্লক লিস্টে স্থান পেলো।
তুমি ও নাছোড়বান্দা ছাড়ছো না পিছু,
আমি ও আর বলছি না কিছু।
তারপর একদিন তেঁতো কথা শেষে মিষ্টি করে হেসে আমাদের ঝগড়াটা শেষ হলো।
বন্ধুত্বটা বেশ জমলো কদিনে,
সম্পর্কটা যে বন্ধুত্বের বাহিরে ও মোড় নিচ্ছে বুঝেছিলাম দুজনে।
মুহূর্তরা যেনো সেজেছিলো নতুন ভাবে।
অদ্ভুত এক ভালো লাগায় দিন রাত কেটে যাচ্ছে স্বপ্নের ঘোরে।
হুটহাট মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম।
মান অভিমান খুনসুটি সবই বুঝতাম।
খুব আপন হয়ে গেলে কদিনে তুমি আমার।
সব কিছু নির্ভরতায় আমি তোমাকে খুঁজতাম।
সেই খোঁজা আজ ও খুঁজি,
প্রতিটা মেসেজে, তোমার দেওয়া প্রতিটা লাভ রিয়েক্টে ,
আমাকে নিয়ে তোমার দেওয়া শ খানিক পোস্ট আর টাইম লাইনে জমিয়ে রাখা আমাদের কিছু মুহুর্ত্ব।
ভাবতে অবাক লাগে, মুহূর্ত গুলো ও কেমন বদলে যায় ,
আজ আমরা একে অপরের ব্লক লিস্টে,
আমাদের সম্পর্কে শেষটা নিদারুন ছিলো
যখনই আমি কোনো গল্প উপন্যাস পড়তাম
শুরুটা আনন্দের হলে ও শেষ টুকু পড়ে খুব কাঁদতাম
কেনো শেষ টা হৃদয়বিদারক হয় ভাবতাম
কিন্তু হৃদয়ের গল্প যে এভাবে মিলে যাবে ভাবিনি
আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরে ও মাঝে মাঝে রাগ অভিমান খুনসুটি গুলো খুব মনে পড়তো।
শুধু আমরা কেউ কাউকে মনে করে, কখনো ব্লক লিস্টের গন্ডি পেরোতে পারিনি।
শ খানেক মেসেজ হয়তো ইনবক্সে জমা হয়ে আছে আজ ও
নিত্য নতুন পোস্টে ভরে আছে টাইম লাইন
শুধু কেউ আর কারোর খোঁজ রাখি না।
সমাপ্ত
আমাদের আর ও প্রেমের কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
0 Comments: