অভিযোগ
তন্ময় অধিকারী
সমূলে করিলে ধ্বংস রাখিলে না এক বিন্দু।
হে যদুবর, তুমি তো অর্ন্তযামী,
পাপকর্ম সব তো জানিতে,
পারিতে না কী তখনি রুখিতে?
আমার পরিবারের প্রতি কেন এত রাগ?
তোমায় তো দিয়েছিনু মায়ের সোহাগ।
শুধু কি সত্যের সারথি বলে পাণ্ডবপক্ষ নিলে?
নাকি অর্জুন নিকটাত্মীয় তাই সঙ্গ দিলে?
জানিয়াছি দ্যুতসভায় হয়েছিল নারীর অসস্মান,
দয়ানিধি তুমি,বাঁচিয়েছিলে দ্রৌপদীর মান।
বল তুমি কেমন অনাথের সখা?
হতভাগী মা কে দিলে শতপুত্র শোকব্যাথা।
তবে কি তুমিই সড়যন্ত্রী, এই যুদ্ধের হোতা?
আমি নিমিত্ত,সবই কর্মফল।
তুমিই রাজনীতির নেতা, নও জনার্দন।
তুমিই বাঁধালে এই কুরুক্ষেত্র,
স্বামীর প্রতি সস্মানে বেঁধেছিনু নেত্র।
পুত্রস্নেহে অন্ধ ছিল মায়েরই মন,
সেই সুযোগ লাগালে কাজে নয়ন-রঞ্জন।
জানি মোর দুর্যোধনের মনন অতি খল,
কর্ন-দ্রোনচার্য্য হত্যাকালে তুমিও করেছিলে ছল।
তখন কোথায় ছিল তোমার ধর্মেতে আস্থ,
হে মাধব, স্বীকার করো-
তুমিই খুলেছো অধর্মের রাস্তা।
আর কত ভৎসনা করিবে আমারে।
হে মাতা জেনে রেখো,
আমি রয়েছি বাঁধা ধর্ম বাহুডোরে।
সপ্তরথী মিলে করিছিলে শিশু অভিমন্যু বধ,
এরপরেও কহিবে কি মাতা তব সন্তানেরা সৎ?
সারথী সেজেছিলেম অস্ত্র ধরিতে করিলে মানা,
দুর্যোধনেও দিয়েছিনু নারায়নী সেনা।
তবু কেন কর মোরে অভিযুক্ত?
বঞ্চিত করে সকলেরে ভোগের বাসনা সুপ্ত।
করেছ সকলকে তুমি শোকাতুর।
বুঝিবে না তুমি সন্তানহারা মায়ের বেদনা,
মাতৃত্বের কাছে ক্ষুদ্র ধর্ম সংস্থাপনা।
এ ব্যাথা না বুঝিবে তুমি অনঙ্গমোহন,
দূঃখ জানিবে কি, যখন পরিবার করিবে বর্জন।
শতপুত্রের মৃত্যু শোকে হয়েছি মূক,
গোপীকান্ত তুমিও পাবে না কভু পুত্রসুখ।
লহ হে জননী কিঞ্চিৎ ভোজন।
পুত্রস্নেহে অন্ধ হয়ে হারিয়েছ ধর্মেতে ভীতি,
বঞ্চিত করেছ পাণ্ডবেরে আছে তাহা স্মৃতি।
বিনা কারণে মোরে করিছ অভিযোগ,
জানি কষ্টে আছ, পেয়েছ শত পুত্রশোক।
ছল করে সুযোগ বুঝে দিয়েছ যাতনা।
কপটতা করে তুমি করেছ কৌরবে ধ্বংস,
একই রূপে হবে শেষ তোমার প্রিয় যদুবংশ।
অভিশাপ দিতেছি আমি শোন নারায়ন,
হায় হায় করিবে যদু নর-নারী গন।
না পারিবে কোন দেবে রোধ করিতে এ শাপ,
শোন জগন্নাথ, কক্ষনো করিব না তোমায় মাফ।
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
Tags:-
- Ovijog,
- Tanmoy Adhikari,
- Bangla religion poem,
- love junction,
- Kobita,
- Poem in Bengali,
- Bangla Kobita,
- Bengali poem
- Ovijog,
- Tanmoy Adhikari,
- Bangla religion poem,
- love junction,
- Kobita,
- Poem in Bengali,
- Bangla Kobita,
- Bengali poem
0 Comments: