প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "শিক্ষিত মানুষ" কবিতাটি রইলো তোমাদের জন্য।
শিক্ষিত মানুষ
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সমাজের কিছু মানুষ শিক্ষিত হলেও তাদের বলা যায়না কো জ্ঞানী ।
কারণ পদে পদেই তাঁরা করতে পটু অন্যের সন্মান হানি ।।
গভীর রাত মনে হয় এসেই গেছে মোর জীবনে আজ ।
এই বারেতে আমি দেখতে পাবো সূর্যি মামার সাজ ।।
স্বপ্ন কিছু কিছু মোর সত্যি হতে চলেছে।
মানুষ গুলোকে কিন্তু ভালোভাবেই চিনে ফেলা হয়েছে ।।
স্বপ্নপূরণের রাস্তাটা কিন্তু মোটেও সহজ নয় ।
কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পথটা অতিক্রম করতে হয় ।।
এই সংগ্রামেতেই বুঝে গেছি আসলে তাঁরা কতটা আপন ।
লড়াইটা কিন্তু চালিয়ে গেছি না করে আত্মসমর্পণ ।।
মানুষ গুলোকে তো চেনা হয়ে গেলো , হবে না তো ভুল আর ।
যতই তারা করুক না মোর সামনে অভিনয় বার বার ।।
এদের যে এত গুণ ছিল না তো মোর জানা ।
এই গুণ গুলো নিয়ে এরা রঙিন পর্দায় আসুক না ।।
এতে এদের জীবনে যেমন নাম ও পরিচয় বাড়বে ।
তাঁর সাথে সাথে এরা অনেক টাকাও রোজকার করবে ।।
এইসব মানুষের থেকে থাকাটাই ভালো সাবধান ।
নাহলে শেষে চলে যেতেই পারে জীবনটা না সইতে পেরে অপমান ।।
মুখের মিষ্টি কথা এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ।
যার জন্য এরা সমাজে সৎ মানুষের চেয়ে হয় শ্রেষ্ঠ ।।
জানিনা আর কতদিন বাঁচবো এই জীবনে ।
মনে করাবে এই কবিতাগুলোই যখন থাকবোনা এ ভূবনে।।
সমাপ্ত
Sikkhito Manush
Avisekh Bandyopadhyay
Somajer kichu manush hole o tader bola jayna ko gaani,
Karon pode podei tara korte potu onner sommanhani.
Govir rat mone hoy esei geche mor jibone ajj,
Ei bare te ami dekhte pabo sujji mamar saj.
Swapno kichu kichu mor sotti hote choleche,
Manush gulo k kintu valo vabei chine fela hoyeche.
Swapno puroner rasta ta kintu mote o sohoj noy,
Kothin songramer moddho diye poth ta otikrom korte hoy.
Ei songrametei bujhe gechi ashole tara koto ta apon,
Loraita kintu chaliye gechi na kore attosomorpon.
Manush gulo toh chena hoye gelo, hobe na toh vul ar,
Jotoi tara koruk na mor samne ovinoy bar bar.
Eder j eto eto gun chilo na toh mor jana,
Ei gun gulo niye era rongin pordai ashuk na.
Ete eder jibone jemon nam o porichoy barbe,
Tar sathe era onek taka o rojgar korbe.
Ei sob manusher theke thaka tai valo sabdhan,
Nahole seshe chole jetei pare jibon ta, na shoite pere opoman.
Mukher misti kotha eder charitrer annotomo boishisto,
Jar jonno era somaje soth manusher cheye hoy srestho.
Jani na ar koto din bachbo ei jibone,
Mone korabe ei kobita guloi jokhon thakbona ei vubone.
Somapto
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
Tags:-
- Sikkhito Manush
- অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Avisekh Bandyopadhyay
- love junction,
- Bangla kobita collection,
- Poem,
- Kobita,
- Poem in Bengali,
- Bangla Kobita,
- Bengali poem,
- Best poem in bengali,
- Bangla kobita collection,
0 Comments: