কিছু অভিজ্ঞতা | Kichu Oviggota | Avisekh Bandyopadhyay | Bengali Poem

    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "কিছু অভিজ্ঞতা" কবিতাটি রইলো তোমাদের জন্য। 

কিছু অভিজ্ঞতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায় 

ছিন্ন ভিন্ন বুক , চেনা কিছু মুখ , মনে পড়ে কিছু কথা ।
চোখ বুঝলেই ভেসে ওঠে সেগুলো , দিয়ে যায় যেন ব্যাথা।।
স্বপ্নটাকেও ছাড়েনা তারা হাতছানি দিয়ে যায় ।
অতীত টাকে ঘাটতে গেলে শুধু করতে হবে হায় হায় ।।
যত চাই ভুলতে সেগুলো , বেশি যেনো পড়ে মনে ।
শেখা হয়ে গেলো অনেক কিছু রয়ে এ ভূবনে ।।

কুকুর নামক প্রাণীটা তো নয় মানুষের মতো ।
সামান্য একটু খাবারেতেই সে প্রভুভক্ত  ।।
বাঘ , সিংহ সহজে চেনা যায় , হয়না অসুবিধা ।
মানুষ নামক পশু টা চিনতে বড্ড লাগে দ্বিধা ।।
উচিৎ কথা বলতে আজকে প্রচণ্ড লাগে ভয় ।
মা বাবা ছাড়া এই বিশ্বে কেউ তো কারো নয় ।।
মানুষ রূপী পশু গুলোর জীবনেতেই সুখ ।
বাকিরা সবাই কষ্টে আছি , জীবনতো শুধুই দুখ ।।
বেশি সৎ হলে সমাজ তাঁকে করছে বহিষ্কার ।
করা চলবেনা এই সমাজে কারোর উপকার ।।

সমাপ্ত 

Kichu Oviggota

Avisekh Bandyopadhyay

Chinno vinno buk, chena chena mukh, mone pore kichu kotha.
Chokh bujhle vese othe segulo, diye jai jeno betha..
Swapno take o chare tara hathchani diye jai.
Atit take ghatte gele sudhu korte hobe hai hai..
joto chai vulte segulo, beshi jeno pore mone.
sekha hoye gelo onek kichu roye a vubone..

Kukur namok prani ta toh noy manusher moto.
samanno ektu khabaretei se prabhu vokto..
Bagh, singho sohojei chena jay, hoyna asubidha.
Manush namok poshu take chinte boddo lage didha..
uchit kotha bolte ajj prochondo lage voy.
Ma baba chara ei bisshe kew toh karo noy..
Manush rupi poshu gulor jibonetei sukh.
Bakira sobai koste achi jibon toh sudhui dukh..
Beshi soth hole somaj take kore bohishkar.
Kora cholbena ei somaje karor upokar..

Somapto 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Kichu oviggota
  • Avisekh Bandyopadhyay
  • Bangla religion poem,
  • love junction,
  • Bangla kobita collection,
  • Poem,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem

0 Comments: