20+ bangla valobasar kobita | ভালোবাসার কবিতা | Bengali love poem

বাংলা কবিতা

আমাদের এই ওয়েবসাইট টি কিছু ভালোবাসার গল্প ,কবিতা আর কিছু সফলতার গল্প দিয়ে সাজানো । এখানে রয়েছে কিছু ভালোবাসার কবিতা । তোমার আর আমার মনের কথা । প্রত্যেক এরই জীবনে এই রকম কিছু ঘটে থাকে । কবিতা  গুলো  দেখো তোমার ও ভালো লাগবে , তোমার ও মন তা ভালো হয়ে যাবে । কবিতা গুলো ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের কে  শেয়ার করে দিও । আর এই রকম কবিতা ও গল্প পেতে আমার সাথে থেকো ।

হয়তো চেষ্টা করলে আমি ও পারতাম 


 হয়তো চেষ্টা করলে আমি ও পারতাম 

তোর থেকে অনেক আগে, তোকে ভুলে যেতে ।

তাই চেষ্টা করিনি আর কখনো 

হাত জোড় করে, ফিরে আসার ভিক্ষে চাওয়ার ।


যে দিন কেটে গেছে 

বই -খাতার আড়ালে হাত ধরে 

গালে হাত , আড় চোখে তোকে দেখে ,

তার সীমানা টানা আছে স্কুল ব্যাগের বল্ক চেনে ।

 তার পরে  ও চশমার কাঁচ পাল্টেছি অনেক বার 

ঝাপসা গুলোর রং বদল হয়েছে অনেক 

আমি ও সাক্ষী থেকেছি  তোর অপেক্ষিত দিন বদলের ।


এখনো তোকে ভিজতে দেখি মাঝে মাঝে 

বৃষ্টিতে চোখ বন্দ করে 

আপন হওয়ার অভিসার ,

আমার খুচরো যত মেঘের দল  

ভেসে বেড়াই ,যেদিকে দু চোখ চায় 

তোর গাল ছুঁয়ে, হাওয়ায়  হারানোর উপহার ।।

সমাপ্ত 


আমাকে ছাড়া


তোমাকে ভালোবাসা দিতে গিয়ে দেখলাম ,

তুমি আমাকে ছাড়া এখন অনেক ভালো থাকো ।

আমার ভালোবাসা আর যত্ন গুলো আর 

কোনো প্রয়োজন নেই তোমার ।

তুমি আমাকে ছাড়াই তোমার পথ চলতে পারো ।

আমাকে ছাড়াই তোমার ভোর  হয় ,

দিন পেরোয়, রাত  পেরোয় ।

তুমি তোমার আপন জনদের মাঝে অনেক বেশি সুখী 

ওদের মান অভিমান গুলো তোমাকে ভীষণ ভাবে ভাবায় 

আমি কে ? এখন আমার কথা না ভাবলে ও চলে ,

আমার অভিমান গুলো আর তোমায় ভাঙ্গাতে  হবে না 

তুমি ওদের নিয়েই ভালো থেকো ।

সমাপ্ত 


তখন কোথায় ছিল


তখন কোথায় ছিল তোমার ভালোবাসা , যখন নগ্ন হয়ে 

পড়ে  ছিলাম রাস্তার ধরে ।

শিয়াল কুকুরে ভোগ করেছিল আমায় , রক্ত চুষে 

খেয়েছিলো জোঁকে ।

কি তখন তো আসোনি ছুঁয়ে ও দেখোনি , কত তীব্র ছিল 

দংশনের দাগ ।

খুবলে গিয়েছিলো শরীর আমার , শিউরে উঠেছিলাম 

নিজেকে দেখে ।

তখন কোথায় ছিল তোমার ভালোবাসা , যখন মুখ 

টিপে লোকে সান্তনা দিতে এসেছিলো ।

নাকি কফিন বন্দি জ্যান্ত মানুষ দেখবে বলে ,

কি তখন তো আসোনি , বুকে জড়িয়ে ধরোনি 

আমায় ।

বিষাক্ত হয়েছিল আমার সারা গা , মৃত্যু চেয়েছিলাম 

আমি নির্বিশেষে ।

তুমি ভালো সেই দিন ও বাসো নি আমি জানি 

যে মরীচিকার শিকার হয়েছিলাম আমি , তার খানিক 

বালি তুমি ।

তাই আজ তুমি এসেছো , কই কান্না তো তোমার চোখেই 

স্পর্শ করেনি ।

নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছো , ওই পাড়ে  পাড় ভাঙ্গার  

সময় থেকেই ।


সমাপ্ত 

আমাদের আর ও কবিতা :-

    


0 Comments: