Justice for R G Kar | Avisekh Bandyopadhyay | Bangla protibadi kobita

    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে অভিষেক বন্দ্যোপাধ্যায় -এর "Justice for R G Kar" কবিতাটি রইলো তোমাদের জন্য। 

Justice for R G Kar

অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্তব্ধ গভীর রাত , দেয়নি তো কেউ সাথ , শোনেনি কোনো কথা ।
দিয়ে গেল না জানিয়েই মেয়েটাকে শারীরিক কত  ব্যথা ।।
অত্যাচারিত ওই মুখ , দেখে চমকে ওঠে এ বুক , হল কত অনাচার ।
জলে ঝড়ে রাস্তায় নেমেছে মানুষ , চাইছে তাঁরা সুবিচার ।।
জীবন বাঁচানো হয় যেখানে , কী করে জীবনটা গেল সেথা। 
রক্ষা পেলনা , সেখানেই তো  শিকারের কবলে  দেহটা  ।।
সমাজ টা কলুষিত আজ অত্যাচারে , কর্তৃপক্ষ কিছু করে না ।
কেন যে এই অত্যাচারের ঠিকমতো সুবিচার হয় না  ।।
সাধারণ মানুষেরা করছে আন্দোলন দাঁড়িয়ে রাস্তার মোড়ে ।
চিৎকার করে  , গলা ফাটিয়ে , বলছে কথা তাঁরা জোরে ।।
" সুবিচার চাই আজ " এই সুরে চল আজ চিৎকার কর ।
রাস্তার মোড়ে মোরা দাঁড়িয়ে বলি আজ , "Justice for R G Kar  ।।
Justice Justice Justice Justice , Justice for R G Kar" ।
স্বাধীন দেশে কিভাবে সত্যি কথা ঢেকে মিথ্যা উঁকি মারে ।
কীকরে স্বাধীন দেশে  মেয়ের চোখে রক্ত যায়  ঝরে ।।
স্বাধীন দেশে মেয়েরা তবে বাঁচাও বাঁচাও কেন বলে  ??
চুপচাপ বসে এত অনাচার মোদের সহ্য করা কী চলে  ??
অবিচার মেলা হয়েই গেছে , বিনাশ এবার দরকার  ।
দূর হোক অনাচার , শুরু হোক পৃথিবী , প্রথম থেকেই আবার  ।।
ও বিধাতা , প্রভু দয়াময় ,  জগৎ রক্ষাকারী ।
কৃপা কর যেন সকলে মোরা হাসতে গাইতে পারি  ।।
সহ্য হচ্ছে না , অন্যায় যে আজ , প্রতিবাদ তাই করছি ।
অন্য কোনো নতুন কবিতায়  আমি  শীঘ্রই  ফিরছি  ।।

সমাপ্ত 

Justice for R G Kar

Avisekh Bandyopadhyay

Stobdho govir rat, dey ni kew sath,shoneni kono kotha,
Diye gelo na janiyei meyetake sharirik koto betha.
Ottacharito oi mukh, dekhe chomke othe oi buk, holo koto onachar,
jole jhore rastai nemeche manush, chaiche tara subichar.
Jibon bachano hoy jekhane, ki kore jibon ta gelo setha,
Rokkha pelo na, sekhanei toh shikare kobole deho ta.
Somaj ta kolushito ajj atyachare, katripokho kichu kore na,
Keno je ei otyacharer thik moto subichar hoy na.
Sadharon manushera korche andolon dariye rastar more,
chitkar kore, gola fatiye, bolche kotha tara jore.
"Subichar chai ajj" ei sure chol ajj chitkar kor,
Rastar more mora dariye boli ajj, "justice for R G Kar
Justice Justice Justice Justice , Justice for R G Kar".
Sadhin deshe kivabe sotti kotha dheke mitthya uki mare,
ki kore sadhin deshe meyer chokhe rokto jai jhore.
Shadhin deshe meyera tobe bachao bachao kno bole ?
Chup chap bose eto onachar moder sojjo kora ki chole ?
Obichar mela hoyei geche, binash ebar darkar.
Dur hok onachar, suru hok prithibi, prothom thekei abar.
O bidhata, Probhu doyamoy, jogot rokkha kari,
Kripa kor jeno sokole mora haste gaite pari.
Sojjo hocche na, onnay j ajj, protibad tai korchi,
Onno kono notun kobitay ami shighiri firchi.

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • Justice for R G Kar
  • Avisekh Bandyopadhyay
  • Bangla poem,
  • Bidrohi kobita
  • love junction,
  • Bangla kobita collection,
  • Poem,
  • Kobita,
  • Poem in Bengali,
  • Bangla Kobita,
  • Bengali poem

0 Comments: