প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে মুজাহিদ হাসান -এর "অসমাপ্ত ভালোবাসা" কবিতাটি রইলো তোমাদের জন্য।
অসমাপ্ত ভালোবাসা
লেখক :মুজাহিদ হাসান
আজকে নিজেকে অনেক একা মনে হয়। মনে হয় আমি এক শূন্য গোলক ধাঁধার মধ্যে অবস্থান করতেছি। আজকে আমার কাছে সব কিছু আছে,খালি নেই তুমি। তোমার শূন্যস্থান আজও পূরণ করতে পারলাম না। তোমার দেখানো স্বপ্নগুলো এখনো আমায় কুড়ে কুড়ে খায়। তোমাকে ভুলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভুলতে পারি নাই। যতই ভুলতে চেয়েছি ততই কষ্ট পেয়েছি। বিশ্বাস করো প্রিয় যদি সিগারেট কথা বলতে পারতো, তাহলে সে বলতো আমাকে আর পোড়াস না। আমাকে পুড়িয়ে নিজের ফুসফুস টা আর কালো বানাস না।
নিকোটিন এর বিষাক্ত ধোঁয়া দিয়ে হৃদয়ের মাঝে অঙ্কিত স্মৃতি গুলোকে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু সেগুলো বড়ই শক্তিশালী, নিকোটিন এর বিষাক্ত ধোঁয়া কেও হার মানিয়ে কষ্টগুলোকে জাগ্রত করে।
তুমি বিশ্বাস করো প্রিয় তোমার জায়গাটা এখনো তোমারি আছে, কাউকে সেই জায়গায় বসাতে পারি নাই, বা চেষ্টাও কখনো করে দেখিনি। কিভাবে করবো বলো ভালোতো মন থেকে একজনকেই বাসা যায়, সবাইকে না।
তুমি কি মনে করো ভুলে গিয়েছি আমি তোমায়, এটা আমার দাড়া কখনো সম্ভব না। মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার স্মৃতিতে বহমান থাকবে। তুমি যদি কখনো আমার কাছে ফিরে আসতে চাও আমি তোমায় কখনো গ্রহণ করবো না। কেন জানো, ফিরে এসে যদি আবার কষ্ট দিয়ে চলে যাও তাহলে নিজেকে আর ধরে রাখতে পারবো না। আর তুমি ভাববে আমি তোমাকে করুনা করতেছি। আমি কখনো চাইবো না আমার ভালোবাসার মানুষ কখনো করুণার পাত্র হোক।
হয়তো তোমাকে নিয়ে আমি অনেক কিছু বলি, কিন্তু অন্য কেউ যদি তোমাকে নিয়ে কিছু বলে সেটা সয্য করতে পারি না। আমি চাই না আমার ভালোবাসার মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলুক।
শুধু পাওয়ার মাঝে সুখ থাকে না, ত্যাগ এর মাঝেও সুখ লুকিয়ে থাকে। আমি না হয় নিজ হাতে হত্যা করলাম আমার নিঃস্বার্থ ভালবাসা। তবু্ও তুমি সুখি হও এই প্রার্থনা করি।
তুমি হয়তো আজ কারো বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাইতে ব্যস্ত,,,আর আমি তোমার দেওয়া সৃতি গুলো নিকোটিন এর ধোঁয়ায় উড়াইতে ব্যস্ত। তুমি হয়তো কারো ঘর আলোয় আলোকিত করতে ব্যস্ত, আর আমি অন্ধ কুটির এক কোণে বসে নিজের মৃত্যুর দিন গণনায় ব্যস্ত।
মনের মাঝে লুকিয়ে আছে হাজার কষ্ট বেদনা যেটা চাইলে ওহ কাউকে বলতে পারি না। আমি চাইনা আমার কষ্টগুলো শুনে তোমাকে নিয়ে করুক কোন খারাপ মন্তব্য। কারন আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালো হয়তো তুমিও বেসে ছিলে আমায়, কিন্তু আমার মতো করে না। তুমি বেসে ছিলে তোমার মতো করে। ছেড়ে যে গিয়েছো প্রিয়, দেবো না তোমার দোষ, আমার ভাগ্য বুঝি ছিলে না তুমি, এই জন্য হয়তো আপন করে পাইনি তোমায় এটা আমার ভাগ্যর দোষ।
তোমাকে হারিয়ে না, আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পাবো যদি শুনি তুমি কষ্টে আছো। যেখানেই আছো ভালো থেকেও করি এই প্রার্থনা। ভালোবেসে যাবো ঐ দূর থেকে কখনো বুঝতে দেব না। ভালোবেসে যাবো তোমাকে সারাজীবন কোন কিছু পাওয়ার আশায় না। তুমি হয়তো বা ভুলে যাবে কোন একদিন আমায়।কিন্তু আমি ভুলিতে পারিবো না এই জীবনে তোমায়।
থাকুক না কিছু স্মৃতি আমার মধ্যে সবার অজান্তে। ভাল থাকুক প্রিয় মানুষটা অন্য কাউকে নিয়ে। আমি না হয় তার রেখে যাওয়া স্মৃতি গুলো আঁকড়ে বেঁচে থাকি।
পরিশেষে একটা কথাই বলি,ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ গুলো।
সমাপ্ত
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
0 Comments: