প্রথম প্রেম
তাসবিহা তাবাস্সুম
প্রথমবার প্রেমে ব্যর্থ হয়ে প্রচুর কেঁদেছিলাম। মায়ের সাথে আমার সম্পর্ক বরাবরই খারাপ। তাও সেদিন মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, "আম্মু ! আমার সাথে কেনো এমন হয় ? জন্ম থেকেই কেনো ভালবাসা হারাতে হয় ? মাও বলেছিলো, "দেখেশুনে তো প্রেম করতে পারতি। দেখতে নাই ঢক তার জন্য এতো কান্নাকাটি কিসের।"
ভুলতে ভুলতে ভুলেই গেছি। প্রথম প্রেম নাকি কাঠাঁলের আঠার মতো হয়। একবার চড়লে আর নামেনা। গুণী ব্যাক্তিদের সেই মহান বক্তব্য অনুসরণ করে চলতে চলতে অনেকদিন চলে গেলো ৷ অনেকদিন না, অনেকগুলো বছর।
ক্রাশ আমার কোন কালেই ছিলোনা। সিয়াম, তাসকিন, আরো পেইজে মেয়েদের "আই লাভ ইউ" কমেন্ট দেখতাম আর ভাবতাম এই ক্রাশ কি জিনিস ? কারো প্রতি কেমন ফিল হলে বুঝবো সে আমার ক্রাস ?
ভাবতে ভাবতেই এক ক্রাশের পাল্লায় মজে গেলাম। অসাধারণ গান গায়। একই জেলার মানুষ হওয়ার সুবাদে টুকটাক কথা হতো। তার সাথে ডিল হয়েছিলো এমন-
সে আমায় পাঁচটা গান শুনাবে, আমি তাকে একটা পিক এঁকে দিবো। তার আবার লম্বা চুল পছন্দ৷ মাঝে মাঝে আমার চুলের পিক দিতে হবে আর বিনিময়ে গান শুনাবে।
ব্যস এভাবেই চলতে চলতে মনে হলো আমি তার প্রতি ক্রাশিত।
এরই মধ্যে বেচারা ব্রেইন টিউমার আক্রমন করে বসে আমার উপর ৷ যদিও কাবু করতে পারেনি। শুনেছি খারাপ মানুষ সহজে মরে না। তাই বেঁচে গেছি কিনা !
ফিরেছিলাম। তবে ক্রাশের পছন্দের সে ঘন কালো লম্বা চুল আর ছিলোনা। ন্যাড়া টাইপ হয়ে ফিরেছি। সুযোগ করে একদিন বলেই দেই আমি তাকে ভালবাসি। আসলেই কি বাসতাম ? ওটাকে ভালবাসা বলে ? নাকি ওটার নামই ইনফ্যাচু্য়্যাশন ?
যাই হোক, যে আমি ভাবতাম মেয়েরা কখনো ছেলেদের প্রপোজ করতে পারেনা সেই আমিই প্রপোজ করে বসলাম। বিনিময়ে ঝুলে থাকতে হলো।
ঝুলন্ত অবস্থায় একজন মহৎ ব্যক্তির সন্ধান আমি পেলাম। যার আগমনে পুরো ঝুলন্ত অবস্থার অবসান ঘটলো। যে এসে প্রমাণ করে দিলো ক্রাশ আসলে .... খারাপ আরকি। তার লিস্টে ঝুলে থাকা মেয়ের সংখ্যা অনেক।
যাই হোক এভাবে তার সাথে বন্ধুত্ব। রাত জেগে পকর পকর বকর বকর। ৩/৪ ঘন্টা কথা বলা। পিকচার বিনিময়। একে অন্যের প্রশংসা। আপনার হাসি সুন্দর, দাঁত সুন্দর, দাড়ি সুন্দর, কথা সুন্দর, নখ সুন্দর- নখের ময়লা সুন্দর ব্লা ব্লা ব্লা।
সেই মহৎ ব্যক্তি একদিন ধুপধাপ প্রপোজ করে বসে। কিংকর্তব্যবিমোড় আমি 'জোরকা ঝাটকা হায় জোরেসে লাগা' টাইপ একটা ভাব নিলাম। যদিও আমি চাইতাম সেই প্রপোজ করুক।
তারপর আর কি? সারাদিন তার পেছনেই। লং ডিসট্যান্সের একটা রিলেশনশিপ। তার মধ্যে আমি হচ্ছি হাজী বাড়ির নাতনি। ভার্সিটি গেলেও পার্মিশন দরকার হয়। মাসখানেক পর Meet। প্রথম মিটেই আমি যথেষ্ট লেইট। ফোনে ডুসডাস ঝাড়ি নিয়ে গেলাম মিট করতে। গিয়েতো হতোবাক। ফোনে এতো ম্যাচিউর একটা ছেলে। বাস্তবে পুরাই বাচ্চা আর আর হাবুডুবু খাওয়ার মতো কিউটনেসে ভর্তি। মনে মনে ভাবলাম, "এই বাচ্চা ছেলে এতোদিন আমাকে শাসাইছে? আগে জানলে ধমকের উপ্রে রাখতাম।"
ফার্স্ট মিটেই তারপ্রতি ভালবাসা হুট করে ৩৬০ ডিগ্রী এঙ্গেলে চড়াও। আহা! কি প্রেম! প্রথম সাক্ষাতে কতো রোমান্টিক কথাবার্তা বলে মানুষ। আমি শুধু তার গালে হাত রেখে বলতেছিলাম, "আপনি কি সুন্দর হাসেন, আপনার দাঁত কতো সুন্দর, এতো সুন্দর কেন নাক? ছেলেদের নাক কখনো এতো সুন্দর হয়? আর আপনি কিভাবে কথা বলেন? এতো কিউট শোনায় কেন?" সে হাসতো প্রতিটা কথায় ৷ আর বলতো তুমি খুব লক্ষী মেয়ে। সাদা বিড়ালের বাচ্চার মতো।
আসি আসি করেও আর আসা হচ্ছিলো না। আরেকটু থাকি বলতে বলতে প্রায় সন্ধ্যা। বাসে উঠিয়ে দিয়ে আসতে আসতে একেবারে বাসার কাছে পৌঁছে দিয়ে গেছিলো।
প্রেম আরো গাড়ো। একেবারে লাল খয়েরি রং যাকে বলে ৷ তবে কখনো কখনো টুকটাক ঝগড়া হতো। ঝগড়ায় অমানবিক গালাগালি হতো যেটা তার বদ অভ্যাস। আবার কিছুক্ষণ পর নিজেই সরি বলে নিতো। যতক্ষন লাগে রাগ ভাঙ্গাইতে ততোক্ষন সময় দিতো। রাগ ভাঙ্গার পরেও ঢং ধরেই থাকতাম বেশিরভাগ সময়। রাগ ভাঙ্গাবার একটা বড় কৌশল ছিলো ভিডিও কল। তার দিকে তাকিয়ে হয় কান্না করে দিয়ে রাগ ভেঙ্গে যেতো, নয়তো অকারণে হেসে।
মনে হতো, আহা প্রেম! এতোদিন কোথায় ছিলাে? আরো আগে কেনো আসোনি? আমার প্রতি তার ভালবাসা দেখে কতো উদ্ভট উদ্ভট ভাবনা আসতো। যেমন-
নিজের সবটা দিয়ে ভালবেসেও মনে হতো মাত্র এতটুকু ভালবাসো চিত্রা ? দেখছো (...) তোমারে কতো ভালোবাসে আর কতো কেয়ার নেয়? আরো কেন বাসতে পারছি না? তাহলে কি আমার মধ্যে কোন ঘাপলা আছে?
মনে হতো সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা কেন নাই? সেখানে গিয়ে চিৎকার দিয়ে বলতাম (...) আমি তোমায় ভালবাসি। খুব ভালবাসি। আমার জীবনের সমস্ত ভালবাসার উর্ধ্বে তুমি। এসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যেতাম রীতিমতো।
মনীষীগন হয়তো জানতো প্রথম প্রেম কতটা প্রভাব ফেলে। যে বলেছে সে নিজেই হয়তো প্রথম প্রেমের ধাক্কা সামলাতে গিয়ে এমন জ্ঞানী মার্কা একটা কথা রেখে গেছে। যেমন প্রচন্ড রকমের কষ্ট পেলে দুই একটা কথা বমি করতে পারি আমিও।
তবে আমার ক্ষেত্রে প্রথম প্রেম খুব বেশি বড় আস্থানা গাড়তে পারেনি। কেঁদে কুটে সব আবেগ কোথায় হারিয়ে গেছে ৷ তবে তার ক্ষেত্রে ঘটেছে প্রথম প্রেমের ভুলতে না পারা প্রথম আবেগবিলাস। আমিও ভালবাসা আর প্রথম প্রেমও ভালবাসা। তবে প্রথম প্রেম প্রথম প্রেমই হয়।
কোনভাবে তোমার ওয়াল পর্যন্ত যেতেই পারো এই লিখাটা। বিশ্বাস করো আমি মন থেকে শ্রদ্ধা জানাই তোমার এ ভালবাসার৷ বেঁচে থাকুক ভালবাসা। আর তুমিও বেঁচে থাকো সুখী সুন্দর জীবনের সাথে। আয়ু দেয়ার মতো অপশন থাকলে আমারটাও নিয়ে নিও নিঃসংকোচে।
যে জনশূন্য জায়গাটা তোমায় চিৎকার করে ভালবাসি বলার জন্য খুঁজতাম, আজও খুঁজি। একটা ফাঁকা জায়গা, যেখানে চিৎকার করে কাঁদা যাবে। কেমন যেনো নিস্তব্ধতা ভর করে আছে আমার উপর৷ চেষ্টা করেও কাঁদতে পারছি না।
অনেকদিন বুকের ভেতর একটা পাহাড় জমে ছিলো। তোমার ভালবাসার। ভার বইতে মোটামুটি হিমসিম খেতে হয়েছে৷ এই বুঝি ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না, এই বুঝি হেলে যাচ্ছে। আজ হঠাৎ নিজের ভেতরটা ফাঁকা লাগছে। আর ভেতরের সেই ফাঁকা স্থান থেকে মাঝে মধ্যেই একটা বাতাস বেরিয়ে আসছে৷
কি জানি! এটাকেই হয়তো হাহাকার বলে।
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- Bangla Romantic Love Story,
- Love Story,
- bangla love story,
- bangla love story lyrics,
- Bangla Sad Love Story,
- Sad love story,
- bangla valobasar golpo,
- valobasar golpo,
- Prothom prem,
- Romantic love story,
- bangla sad story for facebook,
0 Comments: