Erik Weihenmayer Biography In Bengali | Best Powerful motivational Success Story In Benagli | inspirational stories of success

তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com".আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই কবিতাটি তোমার জন্য ।

এরিক ওয়াইহেনমায়ার 

       খুব একটা পরিচিত নয় নামটি । কিন্তু শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে মানুষের অসাধ্য সাধনের যে ইতিহাস তাতে এরিক ওয়াইহেনমায়ারের নাম নিশ্চয়ই প্রথম সারিতেই লেখা থাকবে সােনার অক্ষরে ।

      নিউজার্সির একটি প্রাথমিক স্কুলে পড়বার সময় তেরাে বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ছিলেন এরিক । জন্মান্ধ তাে নন । এই আলাে ঝলমল , আনন্দমুখর পৃথিবীকে জীবনের ১৩ টি বছর ভালােভাবে দেখার পর , উপভােগ করার পর হঠাৎ একদিন সব আলাে মুছে গেল তার চোখ থেকে । চরম হতাশা আর দুঃখ চেপে বসল তাঁর জীবন জুড়ে ।

       সমবয়সী বন্ধুরা চিৎকার চেঁচামেচি করে মাঠে খেলা করত । এখানে ওখানে বেড়াতে যেতাে হৈ হৈ করে । পড়াশােনা করত । স্কুল থেকে ফিরে স্কুলের গল্প বলতাে । কতাে রকমের বিচিত্র অভিজ্ঞতার গল্প ।

       এরিক শুধু চুপচাপ বসে বসে শুনতেন । তার জীবনে কোনাে গল্প ছিল না । শুধু ছিল অন্ধকারের কালাে পর্দা টাঙানাে একটা কঠিন নির্মম বর্তমান । 

     এরিক বসে বসে ভাবতেন কেমন করে ছেড়া যায় এই পর্দাটাকে । লােকে তাকে যখন করুণা করে , দয়া দেখিয়ে বলে আহা রে ! বেচারা অন্ধ ! তখন সবচেয়ে দুঃখ হয় তাঁর । সবচেয়ে অপমানিত লাগে । নিজেকে । কারাে দয়ার পাত্র তাে তিনি হতে চান না । চান সবার মতাে নিজের পায়ে দাঁড়াতে । স্বাভাবিক জীবনযাপন করতে । 

      অবােধ বালক সব ভুলে ছুটে যায় বন্ধুদের সঙ্গে খেলতে । বন্ধুরা অনুকম্পা দেখিয়ে তাকে বসিয়ে দিয়ে যায় মাঠের পাশে । কেউ বা ছড়ে দেয় বিদ্রুপের তীর । 

      একদিন মনের মধ্যে জেদ চেপে গেল । দেখিয়ে দিতে হবে ওদের । সবাইকে । হলেই বা অন্ধ , ওরা যা যা পারে , তিনিও তা পারেন । এমনকি যা ওরা পারে না , তাও করে দেখাতে হবে । প্রতিবন্ধী মানেই যে অক্ষম , অকর্মণ্য , দয়া বা বিদ্রুপের পাত্র— এই ধারণাটাই পাল্টে দিতে হবে মানুষের । 

      এরিক ভীষণ ভালােবাসতেন খেলাধুলাে । কিন্তু দৃষ্টিশক্তি হারাবার পর কেউ আর তাকে খেলায় নেয় না । একা একা আর যাই হােক , খেলা তাে যায় না ! তাই ভাবতে লাগলেন এমন কি খেলা আছে , যা নিজেই খেলা যায় , একা একা ! মাউন্টেনিয়ারিংকেই শেষ অবধি মনে ধরল । ছেলেবেলায় স্কুলের বইতে পড়েছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট । এরিকের মনে হল এই সর্বোচ্চ শৃঙ্গে জয় করা মােটেই সহজ ব্যাপার নয় । পৃথিবীর বেশ কিছু মানুষ এই অসাধ্য সাধন করতে পেরেছেন , কিন্তু তারা সবাই ছিলেন পূর্ণাঙ্গ মানুষ । এরিকের মতাে প্রতিবন্ধী যদি এই দুর্জয় শৃঙ্গ জয় করতে পারেন তবে তাে সেটাই হবে আশ্চর্যের আশ্চর্য ! 

       বন্ধুদের ঠাট্টা বিদ্রুপ আর অনুকম্পার উচিত মতাে জবাব দেওয়া হবে । লক্ষ্যস্থির করে নিয়ে উঠে পড়ে লাগলেন এরিক অনুশীলনে । 

     ভর্তি হয়ে গেলেন বাড়ির কাছাকাছি এক মাউন্টেনিয়ারিং স্কুলে । একটানা বছরের পর বছর অনুশীলন করতে করতে পর্বতের চড়াই , উৎরাই সব মুখস্ত হয়ে গেল এরিকের । বরফ ঢাকা শৃঙ্গের ওপর দিয়ে কেমন করে চলতে হয় পরস্পরের কোমরে দড়ি বেঁধে , কেমন করে দড়ির মাথায় বাঁধা গাঁইতি ছুঁড়ে দিলে তা আটকে যায় কঠিন বরফের খাঁজে আর তাই বেয়ে বেয়ে কাঠবিড়ালীর মতাে উঠে যায় অভিযাত্রীরা এক শৃঙ্গ থেকে আর এক শৃঙ্গে— এ সমস্তই জলের মতাে মুখস্থ হয়ে গেল এরিকের , একনিষ্ঠ অভ্যাসের ফলে ।

       মহাভারতে আছে মহাবীর অর্জুন নির্ভুল লক্ষ্যভেদ অভ্যাস করবার জন্য চাঁদ তারা বিহীন ঘন অন্ধকার অমাবস্যার রাত্রে তীর ধনুক লক্ষ্যভেদ অভ্যাস করতেন ।

      এরিকের অভ্যাস ছিল অনেকটা তেমনই । শিক্ষাশেষে ২০০১ সালে এরিক ইউরােপীয় অভিযাত্রী দলের সঙ্গে যাত্রা করলেন । দৃষ্টিহীন দুচোখের সামনে তার তখন শুধু গগনচুম্বী , তুষার মৌলী এভারেস্ট ।

      অবশেষে স্বপ্ন সত্যি হল । বিশ্বের সর্বপ্রথম দৃষ্টিহীন এভারেস্ট বিজয়ী হিসেবে অমর হয়ে রইল তার নাম । এরিক ওয়াইহেন মায়ার শুধু তাঁর সহপাঠী বন্ধু বা আত্মীয়দের কাছেই নয় , সমগ্র বিশ্ববাসীর কাছেই এই বাণী পৌছে দিলেন যে প্রতিবন্ধী বলে আজকের পৃথিবীতে কোনাে শব্দ নেই ।

       মানুষ যদি ইচ্ছে করে ঐকান্তিক ভাবে কিছু পাবার জন্য , যদি পরম নিষ্ঠাভরে অনুশীলন চালিয়ে যায় , তবে জগতের যে কোনাে প্রতিবন্ধকতাকেই সে জয় করে নিতে পারে ।

        ‘ মূকং করােতি বাচালং পঙ্গুং লংঘ্যয়তে গিরি । 

       Patience and perseverance overcome mountains .

                                                                        -Gandhiji

success story :- This success story written by jayanti chakrabarti. This story revolves around Erik Weihenmayer like Erik Weihenmayer biography. We are collected this type success story that revive your lost mind. You get more success story on Bengali in our website. And I think  all success story will take place in your mind. So please share this story to your friends and I sure they will also benefit from this success story. Thank you so much.         

0 Comments: