স্মৃতি হত্যা | smriti hotta।Pallab Mondal | Bangla heart touching real life story

স্মৃতি হত্যা | smriti hotta।Pallab Mondal | Bangla heart touching real life story
      প্রিয় লেখকের প্রিয় লেখা। বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম (Love Junction)" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পল্লব মন্ডলের, "স্মৃতি হত্যা" লেখাটি রইলো তোমার জন্য।
 

 স্মৃতি হত্যা 

পল্লব মন্ডল

   উপন্যাসটা লিখতে লিখতে হটাৎ ই কলমটা থমকে গেলো। সব সম্পর্ক গুলো পর পর হত্যা করার মতো স্মৃতি হত্যা করতে পারলে তো মন্দ হতো না। 

    অদুরে পড়ে থাকা জির্ণশীর্ণ সেই ডাইরিটা যেনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। তার বুকের ভিতর শুকনো গোলাপের পাঁপড়ি গুলো যেনো এক অব্যক্ত অস্থিরতায় মুক্তি পেতে চাইছে। আমি ক্ষণিকের জন্য থমকে গেলাম। যে সময় গুলো চলে যায় স্মৃতি রেখে, যে মানুষগুলো ফেলে যায় একা রেখে। তারা আর কখনো ফিরে না আসলে ও স্মৃতি গুলো কেনো প্রতিধ্বনির ন্যায় বার বার ফিরে আসে। কেনো তাকে হত্যার প্রচেষ্টায় আমরা বার বার ব্যর্থ হই।

    আমি দেখেছি কেউ কেউ স্মৃতি হত্যায় নিজেকে হত্যা করে দিয়েছে। কেউ কেউ স্মৃতি হত্যা করতে গিয়ে পুরো দুনিয়া কেই হত্যা করে উন্মত্ত পাগল বেশে পড়ে থাকে ফুটপাথে। কেউ কেউ স্মৃতি হত্যা করেছে অন্যের বুকে মাথা রেখে। আর কিছু মানুষ আছে যারা স্মৃতি গুলো বুকে পুষে রেখে কালিমালিপ্ত হয়ে বাকি জীবনটাই অভ্যাসে পরিনত করে তুলেছে। স্মৃতি হত্যার মতো দুর্লভ বস্তূ পৃথিবীতে হয়তো আর কিছুই নেই।

   জীবনে চলার পথে দেখবে অনেক কিছু পাবে, অনেক কিছু হারিয়ে ও ফেলবে, আবার এমন ও কিছু আছে যে গুলো শুধু স্বপ্নেই দেখবে। যা হয়তো না পাওয়ার বেদনায় থেকে গেছে । এর জন্য মন খারাপ হলে ও ততদিনে এটা বুঝে যাবে কিছু কিছু মন খারাপ গুলো বোকামী। অহেতুক প্রয়োজন হীন এক স্বান্তনা মাত্র। কারণ এক জীবনে সব স্বপ্ন পূরণ হয় না । এক জীবনে সবার ভালোবাসা পাওয়া যায় না সবার আপন হওয়া যায় না । তবু ও আমরা চাই সবার আপন হতে। সবার ভালোবাসা পেতে আর এর চক্করে পড়ে জীবন থেকে হারিয়ে ফেলি অনেক জনকে। কেউ স্বার্থের জন্য চলে যায়, কেউ সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আবার কেউ হয়তো মিশে যায় জীবনের ব্যাস্ততায়, নতুন পথের দিশায় হাত ধরে নেয় আগমনীকে । শুধু তোমার আমার মতো কিছু আগেবপ্রবণ মানুষ আছে যারা আজ ও পড়ে থাকে পুরাতন আলোহীন সেই গলিটায়, স্মৃতি হত্যার এক বিরাট পরিক্রমায়। ততদিনে আসা যাওয়া চলতে থাকে ব্যাক্তিত্ব হীন আত্মবাদী মানুষ গুলোর। তবু ব্যার্থ হতে হয় স্মৃতি হত্যায়। কেননা জীবনটাই একটা option মাত্র । সবকিছু compromise করে নেওয়া শিখে গেলে তোমার মত হ্যাপি আর কেউ হবে না।

   চলার পথে অনেক স্মৃতি জড়িয়ে যায়, সেই স্মৃতি কে বুকে পুষে রেখে অভ্যাসের দাস হয়ে যেতে হয়। আর এই অভ্যাসেই একদিন এটা বুঝে নিতে হয়, আপন সবাই হতে পারে না । আপন হওয়ার খেলাটা সবাই খেলতে পারে । atlast সন্ধ্যা ঘনিয়ে আসলে মাঠ ছেড়ে তারা যাবেই। এটা অলৌকিক কিছু না এটাই বাস্তবতা। আর এই বাস্তবতায় মনটা ও বিষাক্ত হয়ে যায়। কারোর সত্যিকারের ভালোবাসা ও তখন বিষাক্ত মনে হয়।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

(১২) A Black Girl 

Bengali Poem :- This story is written by "Pallab Mondal". Story name, "Smriti Hotta". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.


Block List | ব্লক লিস্ট | Parvin Islam | Block list Bengali Poem

Block List | ব্লক লিস্ট | Parvin Islam | Block list Bengali Poem

     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পারভীন ইসলামের, "ব্লক লিস্টকবিতাটি রইলো তোমার জন্য।


ব্লক লিস্ট

পারভীন ইসলাম 

আমাদের প্রথম পরিচয়টা হয়েছিলো ফেইসবুকে।

 তবে অন্য সবার মতো মিষ্টি করে হাই হ্যালো তে আমাদের শুরু টা হয়নি। 

এক গাঁধা তেতো কথায় ইনবক্স ভর্তি করেছিলাম তোমার। 

আর তুমি পাগলের মতো শুধু হা হা রিয়াক্ট দিচ্ছিলে ,

মুহূর্তেই থেমে গেছিলাম আমি 

ঘন্টা কয়েক পর তোমার আবার পাগলামি শুরু, 

শ খানিক মেসেজ আর অহরহ লাভ ইমোজি 

আমি খুব বিরক্ত হয়ে বললাম 

এ কোন পাগলের পাল্লায় পড়লাম 

এমন করে সপ্তাহ চলে গেলো,

তোমার কয়েকটা আইডি ইতিমধ্যে ব্লক লিস্টে স্থান পেলো। 

তুমি ও নাছোড়বান্দা ছাড়ছো না পিছু,

আমি ও আর বলছি না কিছু।

তারপর একদিন তেঁতো কথা শেষে মিষ্টি করে হেসে আমাদের ঝগড়াটা শেষ হলো। 

বন্ধুত্বটা বেশ জমলো কদিনে, 

সম্পর্কটা যে বন্ধুত্বের বাহিরে ও মোড় নিচ্ছে বুঝেছিলাম দুজনে। 

মুহূর্তরা যেনো সেজেছিলো  নতুন ভাবে। 

অদ্ভুত এক ভালো লাগায় দিন রাত কেটে যাচ্ছে স্বপ্নের ঘোরে।

হুটহাট মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম।

মান অভিমান খুনসুটি সবই বুঝতাম। 

খুব আপন হয়ে গেলে কদিনে তুমি আমার।

সব কিছু নির্ভরতায় আমি তোমাকে খুঁজতাম।

সেই খোঁজা আজ ও খুঁজি, 

প্রতিটা মেসেজে, তোমার দেওয়া প্রতিটা লাভ রিয়েক্টে ,

আমাকে নিয়ে তোমার দেওয়া শ খানিক পোস্ট আর টাইম লাইনে জমিয়ে রাখা আমাদের কিছু মুহুর্ত্ব।

ভাবতে অবাক লাগে, মুহূর্ত গুলো ও কেমন বদলে যায় ,

আজ আমরা একে অপরের ব্লক লিস্টে,

আমাদের সম্পর্কে শেষটা নিদারুন ছিলো 

যখনই আমি কোনো গল্প উপন্যাস পড়তাম 

শুরুটা আনন্দের হলে ও শেষ টুকু পড়ে খুব কাঁদতাম 

কেনো শেষ টা হৃদয়বিদারক হয়  ভাবতাম 

কিন্তু হৃদয়ের গল্প যে এভাবে মিলে যাবে ভাবিনি 

আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরে ও মাঝে মাঝে রাগ অভিমান খুনসুটি গুলো খুব মনে পড়তো।

শুধু আমরা কেউ কাউকে মনে করে, কখনো ব্লক লিস্টের গন্ডি পেরোতে পারিনি।

শ খানেক মেসেজ হয়তো ইনবক্সে জমা হয়ে আছে আজ ও 

নিত্য নতুন পোস্টে ভরে আছে টাইম লাইন 

শুধু কেউ আর কারোর খোঁজ রাখি না। 

সমাপ্ত 

আমাদের আর ও প্রেমের কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇


Bengali Poem :- This poem is written by "Parvin Islam". Poem name, "Block List". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.


A Black Girl | Pallab Mondal | Bangla Heartbroken Real Love Story

A Black Girl | Pallab Mondal | Bangla Heartbroken Real Love Story

    প্রিয় লেখকের প্রিয় লেখা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম ( Love Junction)" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে পল্লব মন্ডলের, "A Black Girl" গল্পটি রইলো তোমার জন্য ।

A Black Girl

Pallab Mondal 

      মেয়েটির নাম ছিলো শ্রেয়সী। কুচ কুচে কালো তার গায়ের রং । ভালোবাসা জিনিসটা কি এখনো তার অজানায় রয়ে গেছে । তবে প্রেমে পড়ার মাঝে যে এক অসম্ভব অজানা অনুভূতি রয়েছে, সেটা অনেক আগেই উপলব্ধি করেছে সে। কিন্তু সেই অনুভূতিটি শেয়ার করার মতো আপন মানুষ তার নেই। তার ফেইসবুক প্রোফাইলের টাইমলাইনে ভরিয়ে দেয় লাভ স্টোরিতে । তার নিজের লাভ স্টোরিটা কল্পনায় থেকে যায়। সে জানে দুনিয়াটা অন্ধ। মানুষ গুলো আর ও অন্ধ । তাদের দৃষ্টি শক্তি এতো টাই কম। শুধু বাইরের জগৎটাই তারা দেখতে পায়। আর সেটাতেই তারা সুখ খুঁজতে থাকে। ভিতরের জগৎটা তাদের অজানায় থেকে যায়। 

     তাই ফেসবুকের প্রোফাইলে তার নিজের কোনো ফটো রাখেনি। তবে তার সুন্দর নাম টা রেখেছে। শ্রেয়সী। শ্রেয়সী মজুমদার। ছেলেরা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। "হাই, হ্যালো" বলে । কয়েক জনের সাথে কথা বলে সে। ভালো লাগে তার । ছেলে গুলো ও নাকি তাকে খুব ভালোবেসে ফেলেছে। শুধু নাম দেখে, আর ওই প্রোফাইলে দেওয়া কিউট এক বেবির ফটো দেখে। ম্যাসেজের বন্যা বয়ে দেয়। কতই না কেয়ার করে। শ্রেয়সী হাসতে থাকে। দুনিয়াটা সত্যি অন্ধ। আজ যদি প্রোফাইলে নিজের ফটো রাখতো। সবাই হয়তো  এড়িয়েই যেতো । 

     যারা তাকে ম্যাসেজ করতো তাদের মধ্যে শ্রেয়সীর ও এক জনকে অসম্ভব ভাবে ভালো লাগতো। ছেলেটার নাম ছিলো সজল।  সারাক্ষন ম্যাসেজ করতো। খোঁজ নিতো, বক বক করতো শুধু । খারাপ লাগার দিন গুলোই হাসিয়ে রাখতো। যার কারনে সজলকে খুব ভালোবেসে ফেলেছিলো শ্রেয়সী। তার মুখে হাসি ফোটানোর কারণ হয়তো সজল ছিলো। এতটা কেয়ার আগে কখনো পাই নি সে। এই প্রথম তার বুকে কিসের একটা অজানা ঝড় উঠলো। ঝড় উঠলো এক অজানা অনুভূতির ফিলিংসে। ভালোবাসা গভীর হতে থাকলো দুজনের। 

     সজল মেয়েটার প্রশংসায় মত্ত হয়ে যেতো । সে জানে ওটাই মেয়েদের দুর্বলতা। শ্রেয়সীর ও খুব ভালো লাগতো। এই প্রথম কারোর মুখে নিজের প্রশংসা শুনছে। নিজের প্রশংসা কার না ভালো লাগে। তবে এটা সত্যি, তার মায়াবী কন্ঠে ছেলেটি সত্যি পাগল হয়ে গেছিলো । সারাক্ষন ফটো চাইতো দেখার জন্য। শ্রেয়সী মিষ্টি সুরে জবাব দিতো,

   - "কেন ? ফটো ছাড়া কি ভালোবাসতে নেই? " 

    প্রশ্নগুলোর উত্তর যেনো ছেলেটির গোছানোই থাকতো। সাথে সাথেই জবাব দিতো,

   - "যার কথা গুলো এতো সুন্দর, সে না জানি কত সুন্দর। খুব মন চাইছে, জাস্ট একটা ফটো দিলেই হবে। শুধু একটি বার দেখবো আর চাইবো না কোনো দিন।" 

     - "আমি খুব খারাপ দেখতে। আমায় দেখলে তোমার পছন্দ হবে না। 

     -  "ভালোবাসা রূপ থেকে নয় মন থেকেই আসে। আমি তোমাকেই ভালোবাসি তোমার রূপকে নয় ।"  

    শ্রেয়সীর মন গলে গেলো। মেয়েদের মন গলতে সময় লাগে না। প্রশংসায় এরা সহজেই গলে যায় । এটাই মি মেয়েদের সব থেকে বড়ো দুর্বলতা। আর সব দুর্বলতা গুলোই এক সময় মন ভাঙার কারন  হয়ে দাঁড়ায়।

    শ্ৰেয়সী ভাবতে লাগলো ছেলেটা হয়তো তাকে সত্যি ভালোবেসে ফেলেছে। প্রিয়জনকে দেখতে কে না চায়। সবারই  ইচ্ছা হয় স্বপ্নের মানুষটাকে একবার বাস্তবে দেখার। শুনেছি সে নাকি ব্ল্যাক লাভার। ফেসবুকে সে কালো রং নিয়ে কতই না পোস্ট দেয়। কালো নিন্দাকারীদের নিয়ে কত না প্রতিবাদ জানায়। সে আর যাই হোক কালোকে ঘৃণা করবে না । মুহূর্তেই রাজী হয়ে গেলো সে। 

  ছেলেটিকে জানিয়ে দিলো, "ঠিক আছে কাল ফটো উঠে দেবো।" 

   ছেলেটির ও যেন ধৈর্যই ধরছে না। কেমন দেখতে হবে সে সারাক্ষন ভাবতে লাগলো। হয়তো খুব সুন্দরী হবে। ভয়েসটা যার এতো মায়াবী, না জানি তার চোখের  চাহনিটা কতো মায়াবী। ঠোঁটের কোনায় ফুটে ওঠা হাসি গুলো হয়তো আমায় পাগল করে দেবে। সেদিন সারারাত ঘুমাতে পারেনি সজল। সত্যি বলতে, ঘুমই আসেনি তার। সময় যেনো কাটছিলোই না। কখন সকাল হবে আর তাকে দেখতে পাবে। 

   ওই দিকে শ্রেয়সী ও ঘুমায়নি সারারাত। সে ভাবতে লাগলো। ছেলেটি তাকে সত্যি ভালোবাসে তো। যদি তাকে দেখে ভালো না বাসে। তখন ও কে ছাড়া থাকবো কি করে। ও তো বলেছে এটাই ওর প্রথম প্রেম। প্রথম ভালো লাগা। আমাকে ছাড়া ও তো থাকতেই পারে না । আমার অভিমানে তার ও তো কষ্ট হয়। বেচারী সত্যি মন থেকে ভালোবাসে। তা না হলে এতটা কষ্ট কেউ পায়না। তাছাড়া ওর কালো রং তো ভীষণ প্রিয়। 

    পরের দিন সকাল থেকেই সাজতে লাগলো সে । এতো সাজেনি কোনোদিন। সাজার মধ্যে দিয়ে ও যে এতো আনন্দ থাকে। ভাবতে পারেনি সে। শাড়ি তার বরাবরই ভালো লাগে। তাই লাল একটা শাড়ী। ঠোঁটে লিপস্টিক। চোখে কাজল আর চুলটা খোঁপায় বেঁধে নিলো। সাজলে যে নিজেকে এতো সুন্দর লাগে ভাবতে পারে নি সে । আগে কখনো সাজেনি তো। সাজবে ও বা কার জন্য। আজ তো লাইফে কাউকে পেয়েছে। হারাতে চায়না সে। 

    সাজার পর অনেক গুলো ফটো উঠলো। তার মধ্যে পছন্দের কিছু ফটো সজলকে দিলো। অধীর আগ্রহে বসে ছিল সজল। ফটো গুলো দেখলো। কালো কুচকুচে তার গায়ের রং। স্বপ্নের পুরো বিপরীতে। ছেলেটি ভাবতে পারছে না এতো দিন এই মেয়েটার সাথে কথা বলেছে সে। ভাবতে লাগলো কি করবে। ওই দিকে শ্রেয়সী ও ম্যাসেজ করতে লাগলো,

  - "কি পছন্দ হয়নি আমায়।"

  কিন্তু কোনো reply পেলো না। শ্রেয়সী আবার ম্যাসেজ করতে লাগলো,

   - "কিছু তো বলো, আমি কালো তাতে কি হয়েছে। ভালোবেসে দেখো। আমার ও সুন্দর একটা মন আছে। যেটা শুধু তোমার কথাই ভাবে।"

    সজল তাও কোনো reply দিলো না। হয়তো সে কথা বাড়াতে চাই না। মেয়েটি রীতিমতো কেঁদে ফেললো। ফোন করতে লাগলো বার বার। তাও কোনো রেস্পন্স নেই। একসময় কলিং নাম্বারটা ও কারোর ব্লক লিস্টের খাতায় জমা পড়ে গেলো। আর ম্যাসেন্জারটা, "You can not reply this conversasion."

    মোবাইলের wallpaper এ রাখা ছেলেটার ফটোটা দেখতে লাগলো। ভাবতে লাগলো দুনিয়াটাই রঙের খেলা। ফেইসবুক হোয়াটসআপ জুড়ে ব্ল্যাক লাভার টা show off  মাত্র। দিন শেষে রঙের খোঁজে সবাই মেতে ওঠে। সবাই নিজের রঙের ছটায় অন্যকে আকৃষ্ট করে। শুধু তার রং টাই বেমানান। কালো বলে কি ভালোবাসতে নেই? 

সমাপ্ত 

আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

(১১) বাবা 

Bengali Story :- This story is written by "Pallab Mondal". Poem name, "A Black Girl". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. 

সময় বদলালে | রেজাউল কবির | Bengali Poem On Life

সময় বদলালে | রেজাউল কবির | Bengali Poem On Life

     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে রেজাউল কবিরের, "সময় বদলালেকবিতাটি রইলো তোমার জন্য।

সময় বদলালে

রেজাউল কবির

     ক্লাস সেভেনে পড়ে চিৎকার করে ভালোবাসি বলতে পারা যে মেয়েটা তার তথাকথিত প্রেমিকের নাম ব্লেডের কোণা দিয়ে নিজের হাতে ফুটিয়ে তুলতো, সে মেয়েটা ও ব্রেকআপের দুই বছর পর নিজের পাগলামির কথা মনে করে নির্জনে হাসবে আর লজ্জা পাবে ।

    কলেজের প্যান্ট শার্ট পড়ে আধুনিকা সেজে থাকা যে মেয়েটা কখনো এক গ্লাস পানি নিজে হাতে নিয়ে খায় নি, সে ও এখন কোমরে আঁচল গুঁজে দশ বারো জনের রান্না একাই রাঁধতে জানে । প্রায় সকালেই তার ঘর্মাক্ত কপালে আটার গুঁড়ো লেগে থাকতে দেখা যায় । 

    ভার্সিটি লাইফে যে পরিচিত ছিলো রকস্টার বলে, সে ও এখন ইস্ত্রি করা শার্ট প্যান্ট পড়ে, গলায় টাই ঝুলিয়ে, হাতে সার্টিফিকেটের মোটা মোটা ফাইল নিয়ে চাকরীর বাজারে পন্য হয়ে ঘুরে ফেরে । 

     প্রেমিকার হটাৎ চলে যাওয়াতে যে ছেলেটা নিজের জীবন শেষ করে দেবে ভেবেছিলো, সে এখন সফল উদ্যোক্তা। তার অধীনে অনেক যুবক এখন কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে।

    যে মেয়েটা তার প্রেমিককে সারা জীবন একসাথে চলার স্বপ্ন দেখিয়েছিলো, সে ও এখন অন্য কারোর বৌ, মা কিংবা সুগৃহিনী । অতীতের কথা তার মনেই পড়ে না। 

    সময় তার চলার পথে আশে পাশের সব  কিছুকে  বদলাতে বদলাতে যায়। এক মাত্র সময়ই আপনার  সাথে কখনো বিস্বাসঘাতকতা করবে না । জীবনে একদিন তো আপনাকে পিছনে ঘুরে তাকাতেই হবে । সেদিন বুঝবেন যেসব বিষয় গুলোকে একসময় অনেক বেশি গুরুত্ব দিতেন, সেগুলো আসলে ভীষণ রকমের অদরকারী আর গুরুত্বহীন বিষয় ছিলো। তাই দিন শেষে গুরুত্ব দিন নিজেকে। নিজের সাথে নিজের সম্পর্ককে । 

   সময় সাক্ষী থাকলো, অনেক বেশী সুখে থাকবেন ।

সমাপ্ত 

আমাদের আর ও প্রেমের কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇


Bengali Poem :- This poem is written by "Rejaul Kabir". Poem name, "Somoi Bodlale". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.