Justice for R G Kar
অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিয়ে গেল না জানিয়েই মেয়েটাকে শারীরিক কত ব্যথা ।।
অত্যাচারিত ওই মুখ , দেখে চমকে ওঠে এ বুক , হল কত অনাচার ।
জলে ঝড়ে রাস্তায় নেমেছে মানুষ , চাইছে তাঁরা সুবিচার ।।
জীবন বাঁচানো হয় যেখানে , কী করে জীবনটা গেল সেথা।
রক্ষা পেলনা , সেখানেই তো শিকারের কবলে দেহটা ।।
সমাজ টা কলুষিত আজ অত্যাচারে , কর্তৃপক্ষ কিছু করে না ।
কেন যে এই অত্যাচারের ঠিকমতো সুবিচার হয় না ।।
সাধারণ মানুষেরা করছে আন্দোলন দাঁড়িয়ে রাস্তার মোড়ে ।
চিৎকার করে , গলা ফাটিয়ে , বলছে কথা তাঁরা জোরে ।।
" সুবিচার চাই আজ " এই সুরে চল আজ চিৎকার কর ।
রাস্তার মোড়ে মোরা দাঁড়িয়ে বলি আজ , "Justice for R G Kar ।।
Justice Justice Justice Justice , Justice for R G Kar" ।
স্বাধীন দেশে কিভাবে সত্যি কথা ঢেকে মিথ্যা উঁকি মারে ।
কীকরে স্বাধীন দেশে মেয়ের চোখে রক্ত যায় ঝরে ।।
স্বাধীন দেশে মেয়েরা তবে বাঁচাও বাঁচাও কেন বলে ??
চুপচাপ বসে এত অনাচার মোদের সহ্য করা কী চলে ??
অবিচার মেলা হয়েই গেছে , বিনাশ এবার দরকার ।
দূর হোক অনাচার , শুরু হোক পৃথিবী , প্রথম থেকেই আবার ।।
ও বিধাতা , প্রভু দয়াময় , জগৎ রক্ষাকারী ।
কৃপা কর যেন সকলে মোরা হাসতে গাইতে পারি ।।
সহ্য হচ্ছে না , অন্যায় যে আজ , প্রতিবাদ তাই করছি ।
অন্য কোনো নতুন কবিতায় আমি শীঘ্রই ফিরছি ।।
Justice for R G Kar
Avisekh Bandyopadhyay
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
Tags:-
- Justice for R G Kar
- Avisekh Bandyopadhyay
- Bangla poem,
- Bidrohi kobita
- love junction,
- Bangla kobita collection,
- Poem,
- Kobita,
- Poem in Bengali,
- Bangla Kobita,
- Bengali poem
- Justice for R G Kar
- Avisekh Bandyopadhyay
- Bangla poem,
- Bidrohi kobita
- love junction,
- Bangla kobita collection,
- Poem,
- Kobita,
- Poem in Bengali,
- Bangla Kobita,
- Bengali poem