শিশির স্নাত | অনাদি চক্রবর্ত্তী | Bangla Winter Poem

 শিশির স্নাত | অনাদি চক্রবর্ত্তী | Bangla Winter Poem
     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই লেখাটি রইলো তোমার জন্য।

 শিশির স্নাত 

অনাদি চক্রবর্ত্তী

মনে পড়ে তোর পৌষের ভোর
সূর্যি ওঠার লগনে,
চুপি চুপি সেই ফুল তুলে আনা
বাবুদের ঘেরা বাগানে।

পাঁচিলটা উঁচু তাই হয়ে নিচু 
থাকতিস তুই দাঁড়িয়ে, 
তোর পিঠে চড়ে পাঁচিলটা ধরে
ওপারে যেতাম হারিয়ে।

আঁচলটা ভরে শিউলির ফুলে
যেই বাড়াতাম হাত,
দুই হাত ধরে টানতিস জোরে
দু'জনাই কুপোকাৎ।

মনে পড়ে তোর সেই একদিন
মালিটা করল ধাওয়া,
বোকার মত দাঁড়িয়ে রইলি
আমি একছুটে হাওয়া।

সিগারেট প্যাক কুড়িয়ে বেড়ানো 
এখানে ওখানে ঘুরে,
চোখে পড়লেই নিতে কাড়াকাড়ি 
এ ওর উপরে পড়ে।

ভাঙ্গা টালি দিয়ে সেই চাড়া খেলা
কুড়ানো প্যাকের তাসে,
জেতাহারা নিয়ে কতো মারামারি 
এখনও দু'চোখে ভাসে।

ইট মাটি কাঠ পাথর বালিতে
সাজিয়ে দোকান ঘর,
দোকানদারের সেই বিকিকিনি 
মনে পড়ে আর তোর?

চুপিসারে গিয়ে ছেলে পুতুলটা
তোর হাতে তুলে দিয়ে,
বলতাম একে সাজিয়ে আনিস
পুতুল মেয়ের বিয়ে।

সেই ছোট্টো বেলার বন্ধুরা সব
কে কোথায় চলে গেছে,
শিশিরস্নাত এ স্মৃতির পাতায়
শিউলিরা ফুটে আছে।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bengali poem
  • Bengali winter poem
  • Bangla kobita
  • Winter bangla kobita
  • Winter bangla caption
  • Winter caption
  • Bangla winter caption
  • bengali poem collection
  • Bangla kobita for facebook
Bengali Poem :- This story is written by "Anadi Chakrabarti". Poem name, "Shishir snato". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

প্রথম প্রেম | Tasbiha Tabassum | Bangla Romantic Love Story

প্রথম প্রেম | Tasbiha Tabassum | Bangla Romantic Love Story
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে তাসবিহা তাবাস্সুমের প্রথম প্রেম লেখাটি রইলো তোমার জন্য।

প্রথম প্রেম 

তাসবিহা তাবাস্সুম  

প্রথমবার প্রেমে ব্যর্থ হয়ে প্রচুর কেঁদেছিলাম। মায়ের সাথে আমার সম্পর্ক বরাবরই খারাপ। তাও সেদিন মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, "আম্মু ! আমার সাথে কেনো এমন হয় ? জন্ম থেকেই কেনো ভালবাসা হারাতে হয় ? মাও বলেছিলো, "দেখেশুনে তো প্রেম করতে পারতি। দেখতে নাই ঢক তার জন্য এতো কান্নাকাটি কিসের।"

     ভুলতে ভুলতে ভুলেই গেছি। প্রথম প্রেম নাকি কাঠাঁলের আঠার মতো হয়। একবার চড়লে আর নামেনা। গুণী ব্যাক্তিদের সেই মহান বক্তব্য অনুসরণ করে চলতে চলতে অনেকদিন চলে গেলো ৷ অনেকদিন না, অনেকগুলো বছর।

    ক্রাশ আমার কোন কালেই ছিলোনা। সিয়াম, তাসকিন, আরো পেইজে মেয়েদের "আই লাভ ইউ" কমেন্ট দেখতাম আর ভাবতাম এই ক্রাশ কি জিনিস ? কারো প্রতি কেমন ফিল হলে বুঝবো সে আমার ক্রাস ?

    ভাবতে ভাবতেই এক ক্রাশের পাল্লায় মজে গেলাম। অসাধারণ গান গায়। একই জেলার মানুষ হওয়ার সুবাদে টুকটাক কথা হতো। তার সাথে ডিল হয়েছিলো এমন-

   সে আমায় পাঁচটা গান শুনাবে, আমি তাকে একটা পিক এঁকে দিবো। তার আবার লম্বা চুল পছন্দ৷ মাঝে মাঝে আমার চুলের পিক দিতে হবে আর বিনিময়ে গান শুনাবে।

   ব্যস এভাবেই চলতে চলতে মনে হলো আমি তার প্রতি ক্রাশিত। 

   এরই মধ্যে বেচারা ব্রেইন টিউমার আক্রমন করে বসে আমার উপর ৷ যদিও কাবু করতে পারেনি। শুনেছি খারাপ মানুষ সহজে মরে না। তাই বেঁচে গেছি কিনা !

   বাঁচা মরার প্রশ্ন যখন ঘাড়ে, তখন একদিন হুট করে বলে বসি তাকে আমার ভাললাগে। যদি বেঁচে ফিরি তো বাকিটা বলবো। সেও বলেছিলো টেনশন করবেন না। ঠিকি ফিরে আসবেন। 

    ফিরেছিলাম। তবে ক্রাশের পছন্দের সে ঘন কালো লম্বা চুল আর ছিলোনা। ন্যাড়া টাইপ হয়ে ফিরেছি। সুযোগ করে একদিন বলেই দেই আমি তাকে ভালবাসি। আসলেই কি বাসতাম ? ওটাকে ভালবাসা বলে ? নাকি ওটার নামই ইনফ্যাচু্য়্যাশন ?

    যাই হোক, যে আমি ভাবতাম মেয়েরা কখনো ছেলেদের প্রপোজ করতে পারেনা সেই আমিই প্রপোজ করে বসলাম। বিনিময়ে ঝুলে থাকতে হলো।

     ঝুলন্ত অবস্থায় একজন মহৎ ব্যক্তির সন্ধান আমি পেলাম। যার আগমনে পুরো ঝুলন্ত অবস্থার অবসান ঘটলো। যে এসে প্রমাণ করে দিলো ক্রাশ আসলে .... খারাপ আরকি। তার লিস্টে ঝুলে থাকা মেয়ের সংখ্যা অনেক। 

    যাই হোক এভাবে তার সাথে বন্ধুত্ব। রাত জেগে পকর পকর বকর বকর। / ঘন্টা কথা বলা। পিকচার বিনিময়। একে অন্যের প্রশংসা। আপনার হাসি সুন্দর, দাঁত সুন্দর, দাড়ি সুন্দর, কথা সুন্দর, নখ সুন্দর- নখের ময়লা সুন্দর ব্লা ব্লা ব্লা।

    সেই মহৎ ব্যক্তি একদিন ধুপধাপ প্রপোজ করে বসে। কিংকর্তব্যবিমোড় আমি 'জোরকা ঝাটকা হায় জোরেসে লাগা' টাইপ একটা ভাব নিলাম। যদিও আমি চাইতাম সেই প্রপোজ করুক।
তারপর আর কি? সারাদিন তার পেছনেই। লং ডিসট্যান্সের একটা রিলেশনশিপ। তার মধ্যে আমি হচ্ছি হাজী বাড়ির নাতনি। ভার্সিটি গেলেও পার্মিশন দরকার হয়। মাসখানেক পর Meet। প্রথম মিটেই আমি যথেষ্ট লেইট। ফোনে ডুসডাস ঝাড়ি নিয়ে গেলাম মিট করতে। গিয়েতো হতোবাক। ফোনে এতো ম্যাচিউর একটা ছেলে। বাস্তবে পুরাই বাচ্চা আর আর হাবুডুবু খাওয়ার মতো কিউটনেসে ভর্তি। মনে মনে ভাবলাম, "এই বাচ্চা ছেলে এতোদিন আমাকে শাসাইছে? আগে জানলে ধমকের উপ্রে রাখতাম।"

    ফার্স্ট মিটেই তারপ্রতি ভালবাসা হুট করে ৩৬০ ডিগ্রী এঙ্গেলে চড়াও। আহা!  কি প্রেম! প্রথম সাক্ষাতে কতো রোমান্টিক কথাবার্তা বলে মানুষ। আমি শুধু তার গালে হাত রেখে বলতেছিলাম, "আপনি কি সুন্দর হাসেন, আপনার দাঁত কতো সুন্দর, এতো সুন্দর কেন নাক? ছেলেদের নাক কখনো এতো সুন্দর হয়? আর আপনি কিভাবে কথা বলেন? এতো কিউট শোনায় কেন?" সে হাসতো প্রতিটা কথায় ৷ আর বলতো তুমি খুব লক্ষী মেয়ে। সাদা বিড়ালের বাচ্চার মতো।

    আসি আসি করেও আর আসা হচ্ছিলো না। আরেকটু থাকি বলতে বলতে প্রায় সন্ধ্যা। বাসে উঠিয়ে দিয়ে আসতে আসতে একেবারে বাসার কাছে পৌঁছে দিয়ে গেছিলো।

    প্রেম আরো গাড়ো। একেবারে লাল খয়েরি রং যাকে বলে ৷ তবে কখনো কখনো টুকটাক ঝগড়া হতো। ঝগড়ায় অমানবিক গালাগালি হতো যেটা তার বদ অভ্যাস। আবার কিছুক্ষণ পর নিজেই সরি বলে নিতো। যতক্ষন লাগে রাগ ভাঙ্গাইতে ততোক্ষন সময় দিতো। রাগ ভাঙ্গার পরেও ঢং ধরেই থাকতাম বেশিরভাগ সময়। রাগ ভাঙ্গাবার একটা বড় কৌশল ছিলো ভিডিও কল। তার দিকে তাকিয়ে  হয় কান্না করে দিয়ে রাগ ভেঙ্গে যেতো, নয়তো অকারণে হেসে।

    মনে হতো, আহা প্রেম! এতোদিন কোথায় ছিলাে? আরো আগে কেনো আসোনি? আমার প্রতি তার ভালবাসা দেখে কতো উদ্ভট উদ্ভট ভাবনা আসতো। যেমন-
নিজের সবটা দিয়ে ভালবেসেও মনে হতো মাত্র এতটুকু ভালবাসো চিত্রা ? দেখছো (...) তোমারে কতো ভালোবাসে আর কতো কেয়ার নেয়? আরো কেন বাসতে পারছি না? তাহলে কি আমার মধ্যে কোন ঘাপলা আছে?
মনে হতো সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা কেন নাই? সেখানে গিয়ে চিৎকার দিয়ে বলতাম (...) আমি তোমায় ভালবাসি। খুব ভালবাসি। আমার জীবনের সমস্ত ভালবাসার উর্ধ্বে তুমি।  এসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যেতাম রীতিমতো।

   মনীষীগন হয়তো জানতো প্রথম প্রেম কতটা প্রভাব ফেলে। যে বলেছে সে নিজেই হয়তো প্রথম প্রেমের ধাক্কা সামলাতে গিয়ে এমন জ্ঞানী মার্কা একটা কথা রেখে গেছে। যেমন প্রচন্ড রকমের কষ্ট পেলে দুই একটা কথা বমি করতে পারি আমিও। 

    তবে আমার ক্ষেত্রে প্রথম প্রেম খুব বেশি বড় আস্থানা গাড়তে পারেনি। কেঁদে কুটে সব আবেগ কোথায় হারিয়ে গেছে ৷ তবে তার ক্ষেত্রে ঘটেছে প্রথম প্রেমের ভুলতে না পারা প্রথম আবেগবিলাস। আমিও ভালবাসা আর প্রথম প্রেমও ভালবাসা। তবে প্রথম প্রেম প্রথম প্রেমই হয়।
কোনভাবে তোমার ওয়াল পর্যন্ত যেতেই পারো এই লিখাটা। বিশ্বাস করো আমি মন থেকে শ্রদ্ধা জানাই তোমার এ ভালবাসার৷ বেঁচে থাকুক ভালবাসা। আর তুমিও বেঁচে থাকো সুখী সুন্দর জীবনের সাথে।  আয়ু দেয়ার মতো অপশন থাকলে আমারটাও নিয়ে নিও নিঃসংকোচে।

     যে জনশূন্য জায়গাটা তোমায় চিৎকার করে ভালবাসি বলার জন্য খুঁজতাম, আজও খুঁজি। একটা ফাঁকা জায়গা, যেখানে চিৎকার করে কাঁদা যাবে। কেমন যেনো নিস্তব্ধতা ভর করে আছে আমার উপর৷ চেষ্টা করেও কাঁদতে পারছি না। 

    অনেকদিন বুকের ভেতর একটা পাহাড় জমে ছিলো।  তোমার ভালবাসার। ভার বইতে মোটামুটি হিমসিম খেতে হয়েছে৷ এই বুঝি ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না, এই বুঝি হেলে যাচ্ছে। আজ হঠাৎ নিজের ভেতরটা ফাঁকা লাগছে। আর ভেতরের সেই ফাঁকা স্থান থেকে মাঝে মধ্যেই একটা বাতাস বেরিয়ে আসছে৷

      কি জানি! এটাকেই হয়তো হাহাকার বলে।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tag
  • Bangla Romantic Love Story,
  • Love Story,
  • bangla love story,
  • bangla love story lyrics,
  • Bangla Sad Love Story, 
  • Sad love story,
  • bangla valobasar golpo,
  • valobasar golpo,
  • Prothom prem,
  • Romantic love story, 
  • bangla sad story for facebook,
Bangla Love Story :- This story is written by "Tasbiha Tabassum". Story name, "Prothom Prem". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

যেদিন আমি থাকবো না | Minhaz | Bangla Heart touching Sad Poem |

যেদিন আমি থাকবো না | Minhaz | Bangla Heart touching Sad Poem |
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখায় তাদের নিজেদের পরিচয়। তাই আর দেরি কেনো। তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার real নাম দিয়ে পাঠিয়ে দাও। তবে সেটা অবশ্যই তোমার নিজের লেখা হতে হবে। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি । ততক্ষনে এই লেখাটি রইলো তোমার জন্য।

যেদিন আমি থাকবো না

মিনহাজ 

 যেদিন আমি থাকবো না 

সেদিন এমন কিছু মানুষ থাকবে 

যাদের কাছে দিনটি হবে উৎসবের।

তারা বলবে , "যাক আপদটা বিদায় হলো !"

অথচ কিছুতেই কারোর মনে যেনো কোনো কষ্ট না লাগে 

সেই চেষ্টাতেই জীবন গেলো!


যেদিন আমি থাকবো না ,

সেদিন তোমার চোখ ভিজবে ধূসর বাস্তবতায় ।

হতবিহ্বল হবে হৃদয়, এক অচেনা মৈনতা  

তোমার মনে বাজবে তখন বিষন্নতার সুর ।

নাকি তুমি ও থাকবে তাদের দলে স্বপ্ন সুখ বিভোরে ?

যেদিন আমি থাকবো না,

দেখবে না আর কোথাও তুমি নতুন কোনো লেখা 

থাকবে না অভিযোগ কোনো লেখা নিয়ে!

ডায়েরিটা সাজবে সেদিন ধুলোর চিত্রকল্পে 

দূরের ওই আকাশটা ও কাঁদবে শোকে ভীষণ 

প্রকৃতি তার ছন্দ হারিয়ে করবে অন্বেষণ ।


কখনো যদি ভুল করে আমায় মনে পড়ে 

খুলে দিও জানালা তোমার 

আসবো আমি দক্ষিণ হাওয়া হয়ে ।

রাশি রাশি যত মেঘেদের দল 

নীল আকাশে ওড়ে 

আমাকে তুমি পাবে ওদেরই ভিড়ে !


কখনো যদি আমাকে ছোঁয়ার ইচ্ছা জাগে ভীষণ 

চলে এসো প্রিয় শ্রাবন সন্ধ্যায় 

  সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

(১২) A Black Girl 

Bengali Poem :- This story is written by "Minhaz". Poem name, "Jedin Ami Thakbo Na". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poem, romantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

150+ Bangla heart touching sad love quotes | Pallab Mondal | Sad quotes about life in Bengali

150+ Bangla heart touching sad love quotes | Pallab Mondal | Sad quotes about life in Bengali

   প্রিয় লেখকের প্রিয় লেখা। বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম ( Love Junction) " এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই মুহূর্তে যদি তুমি Bengali Quotes খুঁজে থাকো তাহলে হ্যাঁ এটাই তোমার জন্য বেস্ট প্লাটফর্ম। এখানে তুমি তোমার মনের মতো Bengali Sad Quotes, Bengali Love Quotes, Heart touching bengali sad Quotes, Bengali romantic Quotes সাথে আর ও ভালোবাসার কবিতা ও গল্প পেয়ে যাবে। যদি তুমি তোমার লেখা গল্প, কবিতা বা Quotes আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের সাথে। আমাদের Email id, "lovejunction506@gmail.com". ততক্ষনে আজকের বেস্ট কালেকশন Top 150+ bengali heart touching sad love quotes রইলো তোমাদের জন্য।


Sad Bengali Caption

আমি স্বার্থপর নই,
শুধু  যার কাছে আমার কোনো মূল্য থাকে না,
তার জীবন থেকে দূরে সরে যাই
নির্বাক ওষ্ঠে গেঁথে যাই 
 প্রাক্তন হয়ে।।

Ami sarthopor noi
sudhu jar kachey amar kono mullo thakey na, 
tar jibon thekey dure sorey jai
ar nirbak osthey gethey jai prakton hoye..


Bengali Sad Quotes About Life

পৃথিবীর প্রত্যেক টা বস্তুই আপন নিয়মে চলে। 
সময় আর পরিস্তিতি বিশেষ তাদের বদল ঘটে । 
তুমি অবাক হয়ে ফিরে আসলে সেটা তোমার বোকামী।

Prithibir prottek ta bostui apon niyomey choley
Somoi ar poristhiti bishesh tader bodol ghotey.
Tumi obak hoye firey Ashley seta Tomar bokami..


Sad Alone Quotes

কিছু কিছু মন খারাপ এতো টাই পোষ্য হয় যে,
তাকে কোনো দিন তাড়াতে পারবে না।
শুধু ওই মন খারাপ নামক দুঃখ টাকে 
অভ্যাসে পরিনত করে নেওয়া জানতে হয়।।

Kichu kichu mon kharap eto tai possho hoi je,
takey kono din taratey parbey na,
sudhu oi mon kharap namok dukkho takey,
ovvase porinoto kore neoa jante hoi..

Sad Love Quotes

একদিন কোনো এক নতুন ডাইরির পাতায় 
জুড়ে যাবে তোমার নাম,
আমার ডাইরির পাতায় তখন তুমি প্রাক্তন ।।

Ekdin kono ek notun dairir patai 
Jurey jabe toamar nam,
Amar dairir patai tokhon tumi prakton ।।

Sad Quotes About Life

তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন
এক সময় তারা ও ভুলে যায় 
তোমার ও একটা মন আছে।।

Tumi jotoi sobar mon valo rakhar chesta koro a kno,
ek somoi tara o vule jai 
tomar o ekta mon achey 

Sad Quotes Of Life

যত বয়স বাড়তে থাকে,
ততই কাছের মানুষ গুলো পর হতে থাকে,
শুধু আপন হতে থাকে দায়িত্ব গুলো।।

Joto boyos barte thake,
totoi kacher manush gulo por hote thake,
sudhu apon hote thake daitto gulo..


Sad Broken Heart Quotes

সব গল্পে তুমি হিরো হতে পারবে না,
কিছু গল্পে তোমাকে অভিশপ্ত হয়ে থাকতে হবে।।

Sob golpey tumi hero hotey parbe na,
kichu golpey tomake ovishopto hoye thakte hobe..


Bengali Sad Caption

কিছু প্রেম ফুটতে দিতে নেই, 
কুঁড়ি হয়ে রাখায় ভালো ।।

Kichu prem futtey ditey nei,
kuri hoye rakhai valo...

Heart Touching Quotes In Bengali

কিছু মানুষ কে পাবে না জানা সত্ত্বেও 
তারা মনের গভীরে এতো টাই জায়গা করে নেয় যে ,
তাকে ছেড়ে, না কোথাও যেতে পারবে 
না তাকে ভালোবাসতে পারবে 
শুধু এক মিথ্যা সান্ত্বনায় পাশে থেকে যেতে হয়।

Kichu manush ke pabe na jana sotte o
tara moner govirey eto tai jaiga kore nei je,
takey cherey, na kothao jetey parbe
na takey valobastey parbey,
sudhu ek mittha shantonai pashe thekey jetey hoi..


Sad Quotes Bengali

শহরের গলির মোড়ে
হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ কথা গুলো আজ 
সময়ের লগ্নে ডুবে গেছে,
খসে পড়েছে ভাঙা বাড়ির ইট সুড়কির মতো।।

Sohorer golir morey 
hatey hath rekhey protisrutiboddho kotha gulo ajj
somoi er logney dubey geche,
khose porechey vanga barir it surkir moto,

Sad Quotes Of Love

সময় কত নিষ্ঠুর তাই না 
যেখানে আমরা স্বপ্ন দেখি ভালোবাসায়,
আর বাস্তবে থেকে যাই অবহেলায়।।

Somoi koto nishthur tai na
jekhane Amra swapno dekhi valobasai,
ar bastobey thekey jai obohelai..

Bengali Quotes About Life

না চাইতেই যারা সব কিছু পেয়ে যায়,
তারা কোনো দিন পাওয়ার আনন্দটা বোঝেনি। 

Na chaitei jara sob kichu peye jai,
tara kono din  paoar anando ta bojheni।। 

Heart Touching Sad Quotes

যেখানে শব্দরা বার্থরা হয়,
সেখানে চোখের জল কথা বলে। 

Jekhane sobdora bartho hoi,
Sekhane chokher jol kotha bole।। 


Sad Broken Heart Quotes

অপ্রকাশিত ভালোবাসায় বেদনা থাকলে ও 
অবহেলিত নেই।।

Aprokashito valobasai bedona thakle o 
obohelito nei..

Bangla sad Quotes

আমরা যতই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করি,
ক্ষত গুলো ততই বেড়ে যায়।।

Amra jotoi sob kichu vule jaoar chesta kori
 khoto gulo totoi berey jai।।

Bengali Romantic Love Quotes

কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয় 
রাখার স্বপ্ন সবাই দেখায়
কিন্তু রাখতে সবাই পারে না।।

Kachey rakha ar rekhey deoa duto ek noi,
rakhar swapno sobai dekhai
kintiu rakhtey sobai parey na..

Broken Heart Quotes

যার কষ্ট সেই বোঝে,
বাকিরা তো সুযোগ খোঁজে।।

Jar kosto sei bojhey,
bakira toh sujog khoje।।

Bengali Life Quotes

 নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে,
যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না।।

Nijer jonno sedin e bachtey sikhbey,
jedin karor sathey bechey thakar swapno ta r thakbey na..


Sad Life Status

কয়েকটা খারাপ মানুষের জন্য,
ভালো  মানুষদের উপর থেকে ও 
বিশ্বাস টা হারিয়ে যায়। 

Koyek ta kharap manusher jonno,
valo manush der upor thekey o 
Biswas ta haroye jai 

Sad Love Quotes

একটা সময় তুমি ও উপলব্ধি করতে পারবে,
কিছু মানুষ তোমার হৃদয়ে আছে
কিন্তু তোমার জীবনে নেই। 

Ekta somoi tumi o upolobdhi kortey parbey,
Kichu manush tomar hridoye achey
kintu tomar jibone nei।।

Life Quotes In Bengali

তোমার সৌন্দর্যকে যে ভালোবেসেছে,
সে কোনো দিন তোমাকে ভালোবাসে নি।।

Tomar sondorjo ke je valobesechey 
sey kono din tomake valobasey ni..

Sad Thoughts In Bengali

ভাবনার মাঝে শুধুই স্বপ্ন টাকে খুঁজে পাবে 
বাস্তবতা অনেক কঠিন।।

Vabnar majhe sudhui swapno take khuje pabey,
Bastobota onek kothin..

Sad Broken Heart Quotes

গভীর রাত 
শহর ও একসময় ঘুমিয়ে  পড়ে,
জেগে থাকে শুধু কয়েকটা  হৃদয় ভাঙা মানুষের দীর্ঘশ্বাস।।

Govir rat 
sohor o ek somoi ghumiye pore,
jegey thakey sudhu koekta hridoy vanga manusher dirghosash..

Bengali sad life quotes

হটাৎ একদিন আমি ও চলে যাবো 
আমার স্বপ্ন গুলো কে অপূর্ণ রেখে।।

Hotath ekdin ami o choley jabo 
amar swapno gulo ke apurno rekhe..

Bengali Sad LIfe Quotes

যে প্রেম মন খোঁজে,
সে প্রেম অবহেলিত।
যে প্রেম শরীর খোঁজে ,
সে প্রেম আদরে পালিত।।

Je prem mon khoje,
se prem obohelito..
je prem shorir khoje,
se prem adore palito..


Sad Life Quotes In Bengali

কথা দেওয়া মানুষগুলো একদিন 
কথাটা ঠিক ভুলেই যায়।।

Kotha deoa manush gulo ekdin
 kotha ta thik vulei jai...

Sad Status In Bengali About Life

তুমি কথা দিয়েছিলে,
  রাখতে পারোনি।
কথা আমি ও দিয়েছিলাম,
তবে তুমি সেটা রাখতে দাও নি।।

Tumi kotha diyechile,
rakhte paro ni..
kotha ami o diyechilam,
tobe tumi seta rakhte dao ni...

Sad Caption

 খুব কাছের মানুষদের  থেকে পাওয়া কিছু ব্যবহার,
চাইলে ও কোনোদিন ভোলা যায় না।।

Khub kacher manush der thekey paoa kichu babohar,
chailey o kono din vola jai na..

Sad Life Status

এক সময় সম্পর্ক নামক দায়িত্ব গুলো সব কমতে থাকবে
শুধু পিছু ছাড়বে না স্মৃতি গুলো।। 

Ek somoi somporko namok sob daitto gulo komte thakbe,
 sudhu pichu charbe smriti gulo..

Bengali Quotes

যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে,
বুঝে নিও
সে কষ্ট ঢাকার চেষ্টা করছে।।

Jokhon kew proyojon chara beshi hasey
bujhey nio
sey kosto dhakar chesta korchey..

Sad Bengali Heart Touching Quotes

তুমি যতই বড়ো হবে,
ততই বুঝতে শিখবে।
সবার মাঝে থাকার চেয়ে,
একা থাকা অনেক ভালো।। 

Tumi jotoi boro hobe,
totoi bujhte sikhbe..
sobar majhey thakar cheye 
eka thaka onek valo..

   Tags:-
  • Quotes on life
  • quotes on success
  • quotes on love
  • bangla quotes
  • bangla quotes on love
  • bangla quotes for caption 
  • bangla quotes for facebook
  • sad quotes of life
  • sad quotes of love
  • bangla sad quotes
  • pallab mondal bangla quotes
  • pallab mondal quotes
  • best quotes of pallab mondal
     
Quotes গুলো ভালো লাগলে বন্ধু দের সাথে শেয়ার করতে ভুলো না। প্রত্যেকটা Quotes এর নিচে share অপশন দেওয়া আছে। ওখানে ক্লিক করে যে Quotes টা ভালো লাগবে সেটা বন্ধুদের কে শেয়ার করতে পারো। আর যদি চাও তোমার লেখা আমাদের ওয়েবসাইটে published হোক তাহলে আমাদের ইমেইলে তোমার লেখা পাঠিয়ে দিতে পারো। আমাদের ইমেইল আইডি, "lovejunction506@gmail.com". আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।