চলোনা আবার ও এমন একটা প্রেম করি
অরিত্রিকা ভট্টাচার্য
কিছু রাত এমন ই হোক না ,
যে রাতে আমি অভিমানে মুখ ভার করে থাকবো ,
আর তুমি গান শুনিয়ে রাগ ভাঙাবে ,
চুম্বনে চুন্বনে ভিজিয়ে দেবে আমার নরম শরীর ।
কিছু রাত এমন ই হোক ,
যে রাতে চোখ থেকে অঝোর ধারায় জল বেরিয়ে এলে ও ,
তা সম্বিলিত স্বরে চিৎকার করে বলবে,
"এটা আনন্দের ধারা "।
রাত হলে তো এমন হওয়া যায় ।
যে রাতে তুমি শুধু আমার,
শুধুই আমার একার।
এই রাত গুলো তো শুধু স্বপ্ন নয় , বাস্তবে ও হোক ।
বিষাদ ভুলে শুধুই রূপ কথা সাজাই আমরা ,
যে রূপকথার রাজা রানী শুধু তুমি আর আমি ।
আমাদের সবার জীবনেই তো রাত আসে ।
রাত যায়,
কিছু কিছু রাত হয়তো কারো কথা ভাবতে ভাবতেই কেটে যায় ।
কষ্ট পেয়ে কেটে যায় একটা গোটা সারা রাত ।
কিন্তু কষ্টরা ও তো কথা বলতে চায় ।
কষ্টরা ও ভালোবাসতে চায়
ভালোবাসা পেতে চায় ।
কিন্তু সব সময় কি সেটা হয় ?
হয় না বোধ হয় ,
কখনো কখনো তো মন ভাঙ্গে ,
তাই চলো না এমন একটা প্রেম করি ,
যে প্রেমে প্রেম টা কেবল একটা শব্দ ।
বা মন ভাঙার অজুহাত নেই।
যে প্রেমে চোখে কাজল পরতে আমার মনে শুধু নেশা থাকে ।
চোখে চোখ লুকানোর কোনো মানে নেই ।
এমনই একটা প্রেম হোক ,
যে পথে তুমি আমি শুধু অজানা পথের পথিক ,
যে পথে আমি আর তুমি ছাড়া কেউ হাটবে না ।
কেউ তাকাবে না তোমার দিকে ।
এমনই একটা প্রেম হোক,
যে রাত গুলো তুমি শুধু আমার কথা ভাবতে ভাবতেই ঘুমাবে ।
ঘুমিয়ে ঘুমিয়েই প্রেম সাগরে ডুব দিবো আমরা ।
প্রতিদিন জেগে ওঠা সেই সব স্বপ্ন গুলোকে স্বপ্নেই একবার বাস্তবায়িত করবো ।
প্লীজ প্লিজ চলো না ।
এমনি একটা প্রেম করি
ঘুম থেকে সকালে চোখ ভাঙলেই আমার শত চুম্বনের
সুপ্রভাত লেখটাই তোমার আগে চোখে পড়বে ।
এমনি একটা প্রেম হোক ,
যে প্রেমে আমায় দেখতে না পেয়ে তুমি উম্মাদ হয়ে উঠবে ।
প্রেম তো নানান রকমের হয় ,
কখনো তা চলন্ত বাসে ,
কখনো ট্রেনের কামরায় ,
পড়ার ব্যাচে ,কলেজে , স্কুলে
কখনো বা মিসডকলে ,
আবার কখনো তা হয় দূরত্ব প্রেম ।
যেখানে একমাত্র সম্বল, একমাত্র ভরসা
ছোট্ট একটা মোবাইল ফোন ।
সেই মোবাইল ফোনেই তাদের কথা, আলাপ
সেই মোবাইল ফোনেই তাদের একটু একটু করে গড়ে ওঠে ছোট্ট সংসার ।
কিন্তু যখন এপাশ থেকে শুধু রিং হয়ে যায়, হয়ে যায় এবং হয়ে যায়
এবং ওপাশের মানুষটা ফোন ধরতে পারে না তখন ভীষণ কষ্ট হয়, ভীষণ ।
আমি ফোন ধরতে না পারলে তুমি দিক ভ্রষ্টের মতো রাস্তায় ঘুরে বেড়াবে ,
খুঁজে বেড়াবে আমায় ,
আর একটা সময় ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়বে ।
চলোনা এমন একটা প্রেম হোক
যে প্রেমে আমায় ভালোবাসি বলতে গেলে
তোমার বুকে শুরু হবে হঠাৎ জোয়ার ।
যে প্রেমে ভালোবাসি বলাটা শুধু একটা ট্রেন্ড ফ্যাশন নয় ।
এমনি একটা প্রেম হোক
যে প্রেমে রাত ঘুমিয়ে ও আমি এক থাকবো ।
প্লিজ চলো না এমন একটা প্রেম করি ।
বিশ্ব উষ্ণায়নের যুগে যখন একটু একটু করে বদলাচ্ছে ,
আমাদের আবহাওয়া ,প্রকৃতি , আমার অভ্যেস চাওয়া পাওয়া ।
আজ আমি বড্ডো হিংসুটে ,
তাই চলোনা প্রেমময় জীবনের সঙ্গে হিংসুটেমি দিয়েই আধুরি আলাপ সারি ।
চলো.....
সমাপ্ত