মনের মানুষ
তাহিয়া ইসলাম
শুনো....
বড়ই ভাগ্য করে পাওয়া যায় একটা ভালো মানুষ এই দুনিয়াতে!
কারণ বেশির ভাগ সময় এখানেই আমাদের ভুলটা হয়ে যায়। কারো কারো ভালোটাকে এতো Granted নিয়ে নেই, এতো বেশি তাকে অবহেলা করি, অযত্ন করি, যে ঐ মানুষটার ভেতরে এমন একটা চিন্তা চলে আসে যে, ভালো আর সৎ থাকাটাও একটা গুনাহ।
ভালো করেও তার বদলে খারাপটাই মিলে।
তাহলে কি লাভ কারো সাথে ভালো ভাবে থাকার মধ্যে?
আমরা তার ভালোটার সুযোগ নিয়ে তার সাথে অন্যায় করেই যাই। আর ধীরে ধীরে মানুষটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে থাকি এভাবে করে।
কাউকে এতটাও কষ্ট দিও না যে, সে বিশ্বাস করাটাই ছেড়ে দেয় মানুষের ওপর থেকে।
এই আশা করাটাও ছেড়ে দেয় যে, ভালোর বদলে ভালো টাও পাওয়া যায়!..
তার সাথে থাকো, তাকে ভালোবাসো, তার সম্মান করো, তার ভরসা হও!
কারণ অনেক ভাগ্য করে মিলে ভালো মনের একজন মানুষ!.....🌸
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- ধোঁয়াশা শহরে
- মনের ঘরে সেই তুমি
- ধূপকাঠি
- কেয়ারলেস
- কলঙ্ক
- নতুন অতিথি
- ফিজিক্যাল রিলেশনশিপ
- দেবীরা বার বার ফিরে আসে না
- অনুভূতি
- ছলনা
- বাবা
- A Black Girl
- প্রথম প্রেম
Tag:-
- bangla love poem,
- bangla love advice,
- love poem collection in bengali,
- bengali poem,
- love poem,
- love story,
- love poem in bengali,
- love quotes,
- moner manush
- Love junction,
0 Comments: