বিচ্ছেদ মোবারক
তাহিয়া ইসলাম
শুনো..... এখন খুশি তো তুমি?
খুশি তো যেখানে আছো? যার সাথে আছো?
এটাই তো চেয়েছিলে তুমি.. আমার থেকে দূরে সরে যাওয়াটাই তো তোমার ইচ্ছে ছিলো। কতো সুন্দর ভাবে দিনের পর দিন তুমি অবহেলা করে, অজুহাত দেখিয়ে দূরত্বটাকে এনে রেখেছিলে আমাদের মাঝে। কি সুন্দর ভাবে আমাকে বুঝিয়েছো আমি একটা বিরক্তিকর অধ্যায় শুধু মাত্র তোমার জীবনে।
সে কি তোমার অনেক খেয়াল রাখে? নিয়ম করে কি সে তোমায় কল-মেসেজ দেয়? ভালোবাসে সে তোমায়? হয়তো আমার থেকেও অনেক বেশি ভালোবাসে সে তোমায়, তাই জন্যেই তো ভালো আছো এতো!
কখনও কখনও হয়না, আপনি কাউকে যতটাই ভালোবাসেন না কেনো তাও কম মনে হয়। কখনও কখনও অনেক বেশি ভালোবাসার পরেও সেই ভালোবাসাটা অসম্পূর্ণ কিংবা অপূর্ণ হয়েই রয়ে যায়।
সত্যি বলো না... ভালো আছো তো? তোমার চাওয়া গুলো কি পূরণ হচ্ছে এবার? অভিযোগ নেই তো এখন আর? তোমার সব ইচ্ছে তোমার চাওয়া সব মিলছে তো? যদি তুমি সেই সবকিছু পেয়ে থাকো তার কাছে যা তুমি চেয়েছিলে তাহলে ঠিক আছে।
তুমি সেটাই পেয়েছো যেটা তুমি Deserve করতে। আর আমিও তাই পেলাম যা আমি Deserve করি হয়তো!
সবশেষে আমরা তাই পাই, যা আমরা Deserve করি। হয় সেটা সুখ কিংবা দুঃখ, মিলন কিংবা বিচ্ছেদ!
কিন্তু কখনও কখনও একটা জিনিস বুঝতে পারি না আল্লাহর আদালতে আমি কেনো ইনসাফ পাইনি? কেনো অন্যের ভুলের শাস্তি আমি পাচ্ছি?
কেনো কিছু মানুষ অন্যায় করেও খুশি থাকে, ভালো থাকে? আর কিছু মানুষ কোনো অন্যায় না করেও ভালো থাকতে পারে না!
জানিনা মানুষ কেনো এমন হয়। কেনো মানুষ ভালোবাসে আর বদলে যায়, আর ফেলে যায় মাঝপথে সারাজীবন কিছু প্রশ্নের জবাব খুঁজে বেড়াতে!
জানিনা মানুষ কেনো বুঝতে পারে না বিচ্ছেদ একটা অনেক বড় মানসিক অত্যাচার। যতো ছোট্ট এই শব্দটা ততোই গভীর যন্ত্রণা দেয় একটা মানুষের মনে!
সেই মানুষ গুলো হবে হয়তো স্ট্রং যারা বের হয়ে আসতে পারে এই যন্ত্রণা থেকে। কিন্তু কিছু মানুষ এমন ভাবে ফেঁসে যায় যে এই ট্রমার ভেতর থেকে হয়ে আসাটাও একটা শাস্তি স্বরুপ মনে হয় তার কাছে। এতটা ও সহজ হয় না বের হয়ে আসা।
স্মৃতি -গল্প এগুলো যতটা সুন্দর হতো ততোটাই কুৎসিত হয়ে যেতে থাকে একটা সময়ের পর। কিন্তু মজার কথা এটা যে, আগেও তোমার খুশি আমার কাছে Matter করতো, আজও সেই তোমার খুশি ই Matter করে!
এখন যখন তুমি ভালো আছো, থাকবেই তো😊...
তখন আমি আর কে বলো তোমার ভালো থাকার মাঝে দখলদারি করারা!
শুধু পার্থক্য এতটুকু যে, যেই হাসিটা আগে খুশি করে দিতো আমায়, আজ তা চোখে পানি এনে দেয়!...
Any way কি লাভ বলো, এই চোখের পানিতে কারো কিচ্ছু আসে যায় না! আর না এতে কোনো প্রভাব পড়বে কারো জীবনে!
So.. You better take care of yourself just in case আমার এই লেখাটি যদি চোখে পড়ে তোমার...
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- ধোঁয়াশা শহরে
- মনের ঘরে সেই তুমি
- ধূপকাঠি
- কেয়ারলেস
- কলঙ্ক
- নতুন অতিথি
- ফিজিক্যাল রিলেশনশিপ
- দেবীরা বার বার ফিরে আসে না
- অনুভূতি
- ছলনা
- বাবা
- A Black Girl
- প্রথম প্রেম
Tag:-
- bangla love poem,
- bangla love advice,
- romantic poem,
- bangla romantic love quotes,
- love quotes,
- love story,
- love advice,
- life advice,
- bangla sad story,
- bangla koster kobita,
- sad story,
- Love Junction
0 Comments: