তোর সাথে কি পারি ?
অর্ণব রায়
একটা বুড়োর পাশে
নিয়ম করে’
প্রতিটি দিন এসে
জিগেস করে
কেমন কাটছে দিন?
করছো কিছু
যা নয় মূল্যহীন?
বুড়ো তাহার
আঙুল চেপে ধরে
বলে, "এখন
মেঘরৌদ্র খেলা
এখনও খেলিস
জমিয়ে সারাবেলা ?
মেঘ কি তোকে
এখনও ভালোবাসে --
ভূবন ব্যেপে
বৃষ্টি নেমে আসে?
ঝোড়ো হা়ওয়ায়
দুলতে থাকে মন
উচ্চে ওড়া
পাখির ডানা যেমন?
বৃষ্টিশেষে
মেঘভাঙা রোদ হেসে
বন্ধু পাতায়
ছোট্ট বেলার দেশে?
সাঁতার কাটিস তুই
সেও তেমনি
একলা বয়ে যায়?
জোছনাঝড়া
নুড়িপাথরগুলো
ঘুঙুর হয়ে
বাজে নদীর পায়ে?
নদীর বাঁকে
কোন্ সে সবুজদ্বীপে
লুকিয়ে থাকিস
মনের কষ্ট চেপে ?
ঢেউগুলো সব
ছুটতে থাকে দ্রুত
শিরায় শিরায়
ভালোবাসা আপ্লুত।
ছড়ানো ছিলো পথে --
জড়ো করলে
পাহাড় হতো ছোটো --
ব্যাঘাত বল্
আঘাত বল্-- সবই
তোর যে তখন
লাগতো ছোটখাটো ।
এখন সময়
উল্টো পথে হাঁটে
ধুলোয় ঢাকা
স্মৃতিগুলোকে ঘাটে --
এই বুড়োটার পাশে
নিয়ম করে’
প্রতিটি দিন এসে
জিগেস করে
কেমন কাটছে দিন
করছি কিছু
যা নয় মূল্যহীন?
আমি তাহার
আঙুল চেপে ধরি,
বলি এখন
তোর সাথে কি পারি?
সমাপ্ত
Tor sathe ki pari ?
Arnab Ray
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- শত বছর দেখিনা তোমায়
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
- মরীচিকা
- নারী
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- Bangla poem,
- Bangla kobita,
- Arnab ray,
- Arnab ray bengali poem,
- poem in bengali,
- chora,
- bangla chora,
- bengali best poem collection,
- facebook poem
- best poem for facebook
0 Comments: