Na Bola Kotha | না বলা কথা | Sadhan ray | Best Bengali Sad Love Poem

     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায়ের "না বলা কথা" কবিতাটি রইলো তোমাদের জন্য।

 না বলা কথা   

 সাধন রায় 

কিছু কথা ছিল 
তুমি এলে না 
তাই বলা আর হলো না ।
অনেক না বলা কথা 
আজ হয়তো  ধরা ছোঁয়ার বাইরে 
তার গুরুত্ব কতখানি তা জানি না ।
জানি না তার শোনার  আগ্রহ কতটুকু 
বা জীবনে তার দাম কতখানি ।
কিন্তু আমার মন বারবার উতলা হয়ে ওঠে 
দোলা দেয় সমুদ্রের ঢেউয়ের মতো 
আছড়ে পড়ে তীরে ।
না বলা কথা গুলো 
বারবার উঁকি মারে 
মনের আনাচে কানাচে 
ভ্রমরের মতো গুন গুন করে 
জল থৈ থৈ ভালোবাসার দিঘীর জলের মতো 
উপচে পড়ে ।
বুকের পাঁজরে ফসিলের মতো ছাপ ফেলে 
তাকে মুছে ফেলার সাধ্য আমার নেই ।
সব না বলা কথা 
হয়তো মুখে বলা যায় না 
বুঝে নিতে হয় 
চোখের ভাষায়,
হৃদয়ের আঙিনায়,
ভালোবাসার ছোঁয়ায় ।
কোন অজানা দ্বীপে তুমি পাড়ি দিলে
আজ ও অজানা 
ফিরে আসবে বলেও 
এলে না 
না বলা কথা গুলো 
না বলা হয়েই রয়ে গেল 
মনের অন্তরালে ।

সমাপ্ত 

Na Bola Kotha

Sadhan Ray

Kichu kotha chilo 
Tumi ele na
Tai are bola holo na.
Onek na bola kotha
Ajj hoyto dhora choyar baire
Tar gurutto koto khani ta jani na.
Jani na tar shonar agroho koto khani
Ba jibone tar dam koto khani
Kintu amar mon bar bar utola hoye othe
Dola dei somudrer dhew er moto
Achre pore tire
Na bola kotha gulo
Bar bar unki mare
Moner anache kanache,
bhromer moto gun gun kore
Jol thoi thoi valobasar dighuir joler moto,
Upche pore.
Buker panjore foshiler moto chap fele
Take muche felar saddho amar nei
Sob na bola kotha 
Hoyto mukhe bola jay na
bujhe nite hoy
Chokher vasai
Hridoyer anginay
Valobasar choyai
Kon ojana dipe tumi pari dile 
Ajj o ojana 
Fire asbe bole o ele na.
Na bola kotha gulo 
Na bola hoyei roye gelo
Moner ontorale

Somapto

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla poem,
  • Sadhan Ray,
  • Bangla Sad Love Poem,
  • Bangla Kobita Collection,
  • Sad Love Poem,
  • poem in bengali.
  • Sad Love Poem In Bengali,
  • Sadhan Ray Bengali poem
  • koster kobita
  • Bangla koster kobita,

0 Comments: