না বলা কথা
সাধন রায়
তুমি এলে না
তাই বলা আর হলো না ।
অনেক না বলা কথা
আজ হয়তো ধরা ছোঁয়ার বাইরে
তার গুরুত্ব কতখানি তা জানি না ।
জানি না তার শোনার আগ্রহ কতটুকু
বা জীবনে তার দাম কতখানি ।
কিন্তু আমার মন বারবার উতলা হয়ে ওঠে
দোলা দেয় সমুদ্রের ঢেউয়ের মতো
আছড়ে পড়ে তীরে ।
না বলা কথা গুলো
বারবার উঁকি মারে
মনের আনাচে কানাচে
ভ্রমরের মতো গুন গুন করে
জল থৈ থৈ ভালোবাসার দিঘীর জলের মতো
উপচে পড়ে ।
বুকের পাঁজরে ফসিলের মতো ছাপ ফেলে
তাকে মুছে ফেলার সাধ্য আমার নেই ।
সব না বলা কথা
হয়তো মুখে বলা যায় না
বুঝে নিতে হয়
চোখের ভাষায়,
হৃদয়ের আঙিনায়,
ভালোবাসার ছোঁয়ায় ।
কোন অজানা দ্বীপে তুমি পাড়ি দিলে
আজ ও অজানা
ফিরে আসবে বলেও
এলে না
না বলা কথা গুলো
না বলা হয়েই রয়ে গেল
মনের অন্তরালে ।
সমাপ্ত
Na Bola Kotha
Sadhan Ray
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- শত বছর দেখিনা তোমায়
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
- বৃষ্টি ভেজা বিকালে
- মরীচিকা
- নারী
- নিস্তব্ধ দুপুর ও আমার তিনের শত্রু
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- Bangla poem,
- Sadhan Ray,
- Bangla Sad Love Poem,
- Bangla Kobita Collection,
- Sad Love Poem,
- poem in bengali.
- Sad Love Poem In Bengali,
- Sadhan Ray Bengali poem
- koster kobita
- Bangla koster kobita,
0 Comments: