প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সুবর্ণা দাশের এর শত বছর দেখিনা তোমায় লেখাটা রইলো তোমাদের জন্য।
শত বছর দেখিনা তোমায়
সুবর্ণা দাশ
এক পলক দেখার আক্ষেপ!
মনে হয় কত শত বছর দেখিনা তোমায়।
কত দিন যায় কোলাহলে, রাত্রি যাপন করি নির্ঝনে।
অশ্রুবারি যেনো নদীর মতো বেয়ে যায় প্রেমিকার দু'গালে,
ওষ্ঠাধার যেনো তুষারে হিম হওয়া কম্পমান।
প্রেমিকার এলো কেশ উড়ছে যেনো ছেড়া পালের ন্যায়।
এ প্রতীক্ষা কেবল তোমাকে দেখার।
কত রাত যে পার হয়ে যায় ছাদের কোণায় বসে,
আকাশের পানে চেয়ে তারা গুণতে গুণতে।
কিন্তু, তোমার আশার প্রহর যেনো শেষ হতে চায় না।
তোমার অপেক্ষার প্রহর গুলো যেনো থমকে আছে প্রতি পদে পদে।
বলোতো, কত শত বছর দেখিনা তোমায়?
আমার আক্ষেপ যেনো বেড়েই চলেছে।
আমি কল্পনায় চোখে হারাচ্ছি তোমায় বারংবার।
তুমি আসবে তো?
আমার অপেক্ষার প্রহরের পালা কবে শেষ হবে, বলতে পারো?
তুমি জানো,সারাদিনটা শত ব্যস্ততায় কাটিয়ে দিলেও
রাতটা আমায় পীড়া দেয়।
আমি তোমায় দেখার আক্ষেপে নির্ঘুম রাত যাপন করি।
হয়তো এই জন্মে আমাদের আর দেখা হবে না।
কিন্তু পরজন্মে?
পরজন্মে আমি কিন্তু তোমায় আর ছাড়ছি না।
পরজন্মে আমি তোমায় আমার আষ্টেপৃষ্টে বেঁধে রাখতে চাই।
তাই মানুষ নয়,পরজন্মে আমরা না হয় নীল তিমি হয়ে জন্মাবো।
সারাদিন তোমার সাহচর্যে কাটাবো।
আর কখনো তুমি হারিয়ে গেলে,
স্বেচ্ছায় তীরে গিয়ে নিজেকে উৎসর্গ করবো।
তখন হয়তো আর এই আক্ষেপের যন্ত্রণা থাকবে না,
কত শত বছর তোমায় দেখি না।
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
- বিচ্ছেদ মোবারক
- বৃষ্টি ভেজা বিকালে
- মরীচিকা
- নারী
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- ধোঁয়াশা শহরে
- মনের ঘরে সেই তুমি
- ধূপকাঠি
- কেয়ারলেস
- কলঙ্ক
- নতুন অতিথি
- ফিজিক্যাল রিলেশনশিপ
- দেবীরা বার বার ফিরে আসে না
- অনুভূতি
- ছলনা
- বাবা
- A Black Girl
- প্রথম প্রেম
Tag:-
- Subarna Das,
- Shoto bochor dekhina tomai,
- Bangla Poem,
- Bangla kobita,
- bangla kobita collection,
- premer Kobita,
- premer kobita bangla
- kobita bangla love,
- kobita bangla,
- kobita bengali
- Subarna Das,
- Shoto bochor dekhina tomai,
- Bangla Poem,
- Bangla kobita,
- bangla kobita collection,
- premer Kobita,
- premer kobita bangla
- kobita bangla love,
- kobita bangla,
- kobita bengali
0 Comments: