প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে প্রিয়াসা এর ভালো নেই আমি ও লেখাটা রইলো তোমাদের জন্য।
ভালো নেই আমি ও
প্রিয়াসা
জানি না ঈশান কেমন আছো, কোথায় আছো ! শুধু যেখানেই থাকো ভালো থাকো ।
৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ী আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজ ও মনে আছে সেদিনের কথা । সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবীটা পরেছিলে। সত্যি তোমাকে খুব ভালো দেখাচ্ছিল। আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান ?
এক সাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালা ও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে.... সত্যি দিন টা খুব সুন্দর ছিল আবার অভিশপ্ত ও ।
সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমি ও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কার ও না।
বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিলো না। মন চেয়েছিলো তোমায় যেন আঁকড়ে ধরে বসে থাকি। সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয় জানতাম না ।
সেদিনের পর ৪ দিন তোমার কোনো খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি।
সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আঁকড়ে ধরে রাখলে ভালো হতো।
আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না ? আমি শুধু তোমারই। আমি আজ ও অন্য কারোর হইনি ঈশান।
এই ৭ টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে । আমি একে একে সব গুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার , তাই না ?
আমি আজীবন তোমারই থাকবো। তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না ঈশান ।
এই ৭ টা বছরে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায় নি তোমার হারানোর ব্যথা।
আমি আজ ও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা এক সাথে থাকবো। আমাকে তোমার কাছে নিয়ে যাও প্রিয় । কেনো একা ফেলে গেলে আমায় ?
তুমি জানো না ? আমি তোমায় ছাড়া ভালো নেই 😢😢....
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- পাগলী তোর জন্য
- প্রাক্তন
- বারোভাতারী
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- সম্পর্কের গভীরতা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
- বৃষ্টি ভেজা বিকালে
- মরীচিকা
- অভিমানিনী
- প্রেমিকের শেষ চিঠি
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- ধোঁয়াশা শহরে
- মনের ঘরে সেই তুমি
- ধূপকাঠি
- কেয়ারলেস
- কলঙ্ক
- নতুন অতিথি
- ফিজিক্যাল রিলেশনশিপ
- দেবীরা বার বার ফিরে আসে না
- অনুভূতি
- ছলনা
- বাবা
- A Black Girl
- প্রথম প্রেম
- বন্ধুত্বের অজুহাত
- চিংড়ী মাছ
0 Comments: