রূপান্তর
সুমাইয়া আক্তার শিলা
চিঠি লেখার অভ্যেস কেটেই গেছে। কেটে গেছে মাঝের অনেকটা সময়, মুহূর্ত, বছর। এখন শুধু বুকের ভিতর কাঁটাযুক্ত গাছ চাষ করা হয়। ক্যাকটাস নয়, আমি আজও বুকের ভিতর খুব যত্নে গোলাপ গাছ চাষ করি। কিন্তু ফুলশুন্য গাছ।
কেমন আছো তুমি? আমাকে ছেড়ে যাওয়ার পর নাকি ভালো-থাকার নতুন মন্ত্র খুঁজে পেয়েছ। মুখস্ত করে নিয়েছো আমাকে ছাড়া বাঁচার সূত্র। ভালোবাসা নাকি সবাইকে নিঃস্ব করে দেয় শান্ত করে দেয়। কিন্তু তোমার ভালোবাসা আমাকে উড়নচণ্ডী করেছিল। আমার বাঁচার ইচ্ছে দীর্ঘ করে ছিল। খলখলিয়ে হাসতে শিখিয়েছিল। বাধ্যতা-অবাধ্যতা সব ছাড়িয়ে আমাকে শুধু আর শুধুই ভালোবাসতে শিখিয়েছিল।
তাই যখন তোমার দেওয়া বিচ্ছেদ আমাকে স্পর্শ করলো আমি সদ্য শিশুর মতো অবুঝ হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। বুকের ভিতর ফুটন্ত সব গোলাপ তার পাঁপড়ি কে মুক্তি দিল। ইচ্ছেমৃত্যু হলো গাছের।
রূপান্তর তুমি কি সত্যি ভালো আছো? ভালো আছো তোমার আমিকে ছাড়া? গভীর একাকী রাত গুলো আমায় ছাড়া আদৌ কি তোমার কাটে এই প্রবল নিঃসঙ্গতা। ফোনের ওপাশ থেকে কেউ কি দেখায় আমার মতো ভালো থাকার অভিনয়? আমার তো সবই ছিল অভিনয় তোমার দেখার চোখের তারায়।
আমি ভালো নেই তুমি ছাড়া। আমার আমিকে ভাবতে পারিনা তোমাকে ছাড়া। পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে তুচ্ছ লাগে তোমার আমার আলিঙ্গনের কাছে।
যেনো আমরাই প্রথম ছিলাম এই ব্যস্ত গলির পথের বুকে হেঁটে যাওয়া সবচাইতে শ্রেষ্ঠ যুগল। আমাদের চোখে মুখে ঠোঁটে লেগে ছিল বসন্তের প্রণয়।
আমাদের প্রেম আর প্রণয় দেখে বিধাতার কাছে প্রার্থনা করেছিলেন রাস্তার পাগল থেকে সঙ্গমরত মধ্যরাতের স্বামী-স্ত্রী, তারা সবাই হতে চেয়েছিল তুমি আর আমি, আমাদের মতো।
শুধু আমরাই আর আমরা হয়ে থাকতে চাইনি।
জানিনা কোন ঝড়ে বুকে প্রবল ভালোবাসা থাকার পরেও আমাদের একসাথে একহয়ে বাঁচার স্বাদ মরে গেছিলো। হয়তো আমরা আর একসাথে বাঁচতে চাইনি নয়তো আর বেঁচেই থাকতে চাইনি।
তবে এমন হলে আজ তুমি ভালো থাকো কিভাবে? আমাকে ছাড়া!
কিভাবে ভুলে যাও তুমি এসব প্রণয়ের দিনের কথা? জন্মদাগের মতো ক্ষতচিহ্ন হয়ে রয়েছে আমার, তোমার দেওয়া সমস্ত সুখ-ছোঁয়া-দুঃখ। এসব দিন ছুঁয়েও তুমি কিভাবে ভুলে থাকতে পারো আমাদের গড়া প্রেম-প্রীতি-টান।
এসব টান ভুলার নয় ছেঁড়ার নয় এসব মায়া। আমি তোমায় ভীষন ভালোবাসি। যতটা ভালোবাসলে মানুষ নিঃস্ব হয়ে যায়। শূন্য হয়ে যায়। নিস্তব্ধ-নিরব হয়ে যায়। অভ্যেস-স্বভাব হয়ে যায়। মায়া-টান হয়ে যায়।
রূপান্তর তুমি আমার এক শব্দের ভীষন যন্ত্রণার ভালোবাসার এক অদ্বিতীয় নাম।
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- পাগলী তোর জন্য
- প্রাক্তন
- বারোভাতারী
- I Hate My Wife
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- সম্পর্কের গভীরতা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
- বৃষ্টি ভেজা বিকালে
- মরীচিকা
- অভিমানিনী
- প্রেমিকের শেষ চিঠি
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- ধোঁয়াশা শহরে
- মনের ঘরে সেই তুমি
- ধূপকাঠি
- কেয়ারলেস
- কলঙ্ক
- নতুন অতিথি
- ফিজিক্যাল রিলেশনশিপ
- দেবীরা বার বার ফিরে আসে না
- অনুভূতি
- ছলনা
- বাবা
- A Black Girl
- প্রথম প্রেম
- বন্ধুত্বের অজুহাত
- চিংড়ী মাছ
- ভালো নেই আমি ও
0 Comments: