নতুন অতিথি (১ম খণ্ড) | Sagar Sarkar | Notun Otithi | Love Junction। Animal love story

      প্রিয় লেখকের প্রিয় লেখা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাগর সরকারের "নতুন অতিথি" লেখাটা রইলো তোমাদের জন্য। 

নতুন অতিথি (১ম খণ্ড)

  সাগর সরকার 

     সামনেই Last Semester । পড়াশোনার চাপও মোটামুটি ভালোই। Internal exam ২টো হয়ে গিয়েছে, এখনো ২টো Internal exam বাকি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে পরের ২ দুটো exam একই দিনে, খুব চিন্তা হচ্ছে। দ্বিতীয় পরীক্ষার আগের দিন কলেজে গিয়েছিলাম হঠাৎ করে বাড়ি থেকে ফোন এলো মামিমা বলল, "তুই তো অনেকদিন বাড়িতে আসিস না এসে ঘুরে যা।" আমারও মনটা যেন কেমন হতে লাগলো।কলেজ থেকে বার হয়ে আর রুমে ফিরলাম না। কলেজ থেকে সেই দিন একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম। 1:55 PM ট্রেন ধরলাম বাড়িতে যাওয়ার জন্য। 

      ট্রেনেও খুব ভিড় ছিল, ভেবেছিলাম দুপুরের সময় একটু ভিড় কম থাকবে, কিন্তু ৯ কামরার গাড়ি দেওয়াই একটু ভিড়টা বেশিই হয়েছে। অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে আজ ছোট করে একটা অনুষ্ঠান আছে, কারণ আমার দিদা বৈশাখ মাসের শেষের দিনে ঝরা নামায়। অনেক রকমের প্রসাদ তৈরি হচ্ছে , কিন্তু আজ আমার আর থাকা হবে না, একটু পরেই চলে যেতে হবে। কাল আমার Internal Exam আছে। 

     খুব মন খারাপ হয়ে যাচ্ছিল ,বাড়িতে অনুষ্ঠান আর আমিই থাকতে পারছি না। ২ ঘন্টা মতো কাটিয়েই আবার বেরিয়ে পড়লাম ফেরার জন্য। দিদা অনেক জোর করছিল থাকার জন্য কিন্তু আমি থাকতে পারলাম না। কিছু দূরে আসতে না আসতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক কষ্ট করে ট্রেনটা পেয়ে গেলাম। রুমে যাওয়ার পথেই একটা অন্যরকম ঘটনা ঘটলো আমার সাথে। রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে এক নতুন অতিথির সাথে আমার পরিচয় হলো। অনেক লোকের মধ্যেও সে আমাকে খুঁজে বার করলো। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম তার আজ খাওয়া হয়নি। সে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। একটি চায়ের দোকানের সামনে সে দাঁড়িয়ে আছে, কিন্তু না খেয়ে থাকা ওকে যেন কেউ দেখতেই পাচ্ছে না। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম দেখলাম ও আমার পাশে এসে বসে পড়েছে। আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, "কি রে খেয়েছিস," ও লেজ নাড়তে থাকলো। আমি বুঝতে পারলাম আজ ওর খাওয়া হয়নি। আমি বললাম, "আমি কিছু কিনে দিলে খাবিতো।" সে আবার লেজ নাড়লো । বুঝলাম সে রাজি। আমি দোকান থেকে দুটো বিস্কুটের প্যাকেট কিনলাম । প্রথম একটা বিস্কুটের প্যাকেট ছিড়ে দিতেই সে খেয়ে ফেললো, তার খাওয়া দেখে আমার মনটা যেন কেমন করতে লাগলো আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে ওকে খেতে দিলাম। তার খাওয়া শেষ হলে আমার দিকে তাকালো যেন মনে হলো ও খুব খুশি হয়েছে। আমার রুমে ফিরতে দেরি হয়ে যাচ্ছিল তাই আমি ওকে বললাম, "আমি চলি রে, ভালো থাকিস। এই জীবন যুদ্ধে তোকে একাই বাঁচতে হবে ।"

      খুব খারাপ লাগছিল ওকে রেখে আসার সময়। আমি যেখানে থাকি সেই জায়গায় যদি তেমন কোনো জায়গা থাকতো তাহলে ওকে আমি সাথে করে নিয়ে আসতাম ,কিন্তু আমি যেখানে থাকি সেখানে হয়তো কোন প্রাণীকে থাকতে দেবে না তাই আমি আর ওকে নিয়ে আসতে পারিনি । যখন আমি চলে আসছি ও আমার পিছু পিছু কিছুটা দূর চলে এলো ,আমি বললাম আমার সাথে আসিস না রে তুই ফিরে যা। আমার বলার পরেও সে আরো কিছুটা দূরে এগিয়ে এলো । তারপর দেখলাম সে দাঁড়িয়ে পড়লো। আমি ওকে আবার বললাম যা ফিরে যা। সে যেন আমার ভাষাটা বুঝতে পেরে ঘুরে দাঁড়িয়ে পড়ল। আমি ওর দিকে কিছুটা তাকিয়ে রইলাম দেখছিলাম ও আমার দিকে আর ফিরে তাকায় কিনা ,কিছুটা দূরে যেতেই দেখলাম ও আবার পিছন ফিরে আমার দিকে তাকালো। তখন আমার চোখ দিয়ে যেন নিজে থেকেই জল গড়িয়ে পড়লো। এই বাস্তব জীবনে অনেক লড়াই নিজেকেই করতে হয়। যে লড়াই করার জন্য কেউ তোমার পাশে থাকবে না।

      অবশেষে রুমে পৌঁছালাম। শুধু ওর কথা মনে পড়ছিল আর মনটা যেন কেমন হতে লাগলো। কিছুদিন পর, দ্বিতীয় বার আমি আবার ওর খোঁজে বেরিয়ে পড়লাম কিন্তু ওর সাথে আমার আর দেখা হয়নি। আশেপাশে অনেক দেখেছিলাম কিন্তু আর খুঁজে পায়নি ওকে। ভীষণ খারাপ লাগছিল , আর মনে মনে বলছিলাম তুই যেখানেই থাকিস ভালো থাকিস ……।

    শুধু একটা কথা বলব সবাইকে রাস্তায় হোক বা কোন জায়গাতেই কোন প্রাণীকে দেখলে তাকে কিছু খেতে দিতে না পারো , কিন্তু তাকে কখনো আঘাত করবে না। হয়তো তার জীবনটা অতটা সহজ নয় তোমার মত। খুব ভালো থেকো সবাই । নিজেকেও ভালো রেখো আর অন্য কেউ ভালো রাখার চেষ্টা করো ।যাতে তোমার জন্য অন্য কেউ কখনো দুঃখ না পায়।

সমাপ্ত 

👉 নতুন অতিথি(২য় খণ্ড)

আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

Tags:-

  • bangla golpo,
  • Sagar Sarkar
  • Notun Otithi
  • Love Junction
  • story
  • golpo
  • bangla story facebook
  • bangla story golpo
  • pet lover
  • Sad story
  • emotional story in bengali,
  • story collection
  • story in bengali
  • bangla story collection
  • dog lover story

Bengali Story :- This Story written by "Sagar Sarkar". Story name, "Notun Otithi". We are collected best love and romantic poem in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poemromantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.  

0 Comments: