Megher Deshe | মেঘের দেশে | Sadhan Ray | Love Junction | Bangla Kobita

     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সাধন রায়ের মেঘের দেশে কবিতাটি রইলো তোমাদের জন্য।

মেঘের দেশে 

সাধন রায় 

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
মেঘের দেশে 
তোর সাথে ঘুরে বেড়াবো 
এক মেঘ থেকে আরেক মেঘে 
ওপর থেকে দেখব 
নিচে মাটি পাহাড় সমুদ্র কেমন লাগে 
বৃষ্টি র জল আগে আমার গায়ে পড়বে 
ভিজব তোর মতন করে 
মন টা আনন্দে ভরে যাবে ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
তোর ডানায় চেপে 
ঘুরব দেশ বিদেশে  
দেখবো কারা কেমন আছে 
যখন মনে হবে 
নেমে পড়বো 
কোন গাছের ডালে বা মিনারের চুড়ায় 
তোর মত গাছের ফল খেয়ে 
বেঁচে থাকবো ।

এই 
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
কোন পাহাড়ের ঘন জঙ্গলে 
এক গাছ থেকে আরেক গাছে 
বা সমুদ্রের ঢেউ এর সাথে 
আকুলিবিকুলি করব 
কখনো বালির ওপর দুজনে 
গড়াগড়ি দেব ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
অচিনপুরের পরীদের রাজপ্রাসাদে 
দূর্গের ফটক ডিঙিয়ে 
সোজা চলে যাব অন্দরমহলে 
ঘুরে দেখবো 
ওরা কেমন খুশি থাকে 
রূপকথার সাথে মেলে কিনা 
জলসাঘরেওদের নাচ দেখবো ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি 
আমাদের গ্রহ ছেড়ে অন্য গ্রহে 
যেখানে মানুষ আছে 
কিন্তু হিংসা নেই 
যেখানে ভালো বাসা আছে 
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 
আনন্দে জীবন কাটায় ।

এই
নীল পাখি 
তুই আমাকে নিয়ে যাবি ।।

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

  • Bangla poem,
  • Bangla Kobita,
  • Megher Deshe,
  • Sadhan Ray,
  • Sadhan Ray poem
  • Bengali Kobita,
  • Bengali Poem,
  • Poem In Bengali,
  • Love Poem,
  • Bengali Kobita,

0 Comments: