মেঘের দেশে
সাধন রায়
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি
মেঘের দেশে
তোর সাথে ঘুরে বেড়াবো
এক মেঘ থেকে আরেক মেঘে
ওপর থেকে দেখব
নিচে মাটি পাহাড় সমুদ্র কেমন লাগে
বৃষ্টি র জল আগে আমার গায়ে পড়বে
ভিজব তোর মতন করে
মন টা আনন্দে ভরে যাবে ।
এই
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি
তোর ডানায় চেপে
ঘুরব দেশ বিদেশে
দেখবো কারা কেমন আছে
যখন মনে হবে
নেমে পড়বো
কোন গাছের ডালে বা মিনারের চুড়ায়
তোর মত গাছের ফল খেয়ে
বেঁচে থাকবো ।
এই
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি
কোন পাহাড়ের ঘন জঙ্গলে
এক গাছ থেকে আরেক গাছে
বা সমুদ্রের ঢেউ এর সাথে
আকুলিবিকুলি করব
কখনো বালির ওপর দুজনে
গড়াগড়ি দেব ।
এই
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি
অচিনপুরের পরীদের রাজপ্রাসাদে
দূর্গের ফটক ডিঙিয়ে
সোজা চলে যাব অন্দরমহলে
ঘুরে দেখবো
ওরা কেমন খুশি থাকে
রূপকথার সাথে মেলে কিনা
জলসাঘরেওদের নাচ দেখবো ।
এই
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি
আমাদের গ্রহ ছেড়ে অন্য গ্রহে
যেখানে মানুষ আছে
কিন্তু হিংসা নেই
যেখানে ভালো বাসা আছে
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
আনন্দে জীবন কাটায় ।
এই
নীল পাখি
তুই আমাকে নিয়ে যাবি ।।
সমাপ্ত
আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇
- অতীত প্রেম
- প্রাক্তন
- I Hate My Wife
- শত বছর দেখিনা তোমায়
- চলোনা আবার ও একটা প্রেম করি
- হটাৎ একদিন
- বন্দী জীবন
- আমাকে বোঝার চেয়ে ভুল বোঝা অনেক সহজ
- ছাড়তে জানতে হয়
- রাজরানী
- ব্যাস্ত শহরে
- মাঝে মাঝে
- অভিযোগ
- এমন একটা মানুষ দরকার
- পরিত্যক্ত
- এমন একটা বন্ধু চাই
- সময় বদলালে
- ব্লক লিস্ট
- স্মৃতি হত্যা
- কমফোর্ট জোন
- সম্পর্কের গভীরতা
- অপেক্ষা
- মন খারাপের দিনে
- মনের মানুষ
- বৃষ্টি ভেজা বিকালে
- মরীচিকা
- নারী
- নিস্তব্ধ দুপুর ও আমার তিনের শত্রু
আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇
- Bangla poem,
- Bangla Kobita,
- Megher Deshe,
- Sadhan Ray,
- Sadhan Ray poem
- Bengali Kobita,
- Bengali Poem,
- Poem In Bengali,
- Love Poem,
- Bengali Kobita,
0 Comments: