Purush | পুরুষ | Ruma Rani Ghosh | Love Junction | Real Life Story In Bengali

Purush | পুরুষ | Ruma Rani Ghosh | Love Junction | Real Life Story In Bengali
      প্রিয় লেখকের প্রিয় লেখা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে রুমা রানী ঘোষের  "পুরুষ" লেখাটা রইলো তোমাদের জন্য।

পুরুষ 

রুমা রানী ঘোষ  

   ব পুরুষ খারাপ হয় না... কিছু কিছু পুরুষ অতুলনীয়  ভাবেও ভালো হয়;

   সব পুরুষ অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায় না... কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা যৌক্তিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটি শক্ত করে ধরে থেকে যায়;

   সব পুরুষ ঠকায় না... কিছু কিছু পুরুষ ঠকে যাওয়া নারীটিকে যত্নে করে আগলায়;

   সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না... কিছু কিছু পুরুষ নারীর অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যও আসে;

   সব পুরুষ ধ'র্ষ'ক হয় না... কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানেই সম্মান দেয়;

   সব পুরুষ বউ পি'টি'য়ে পু'রু'ষ'ত্ব জাহির করে না... কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়;

    সব পুরুষ দায়িত্বজ্ঞানহীন হয় না... কিছু কিছু পুরুষ অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয়, স্ত্রীর প্রেগনেন্সি সময় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর দায়িত্ব খুব ভালো ভাবেই সামলায়, সন্তান হওয়ার পর স্ত্রীর সারাদিনের ক্লান্তি দূর করতে মাঝ রাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাঁথা পালটায়;

   সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না... কিছু কিছু পুরুষ ফাঁকা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দ্বায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্য স্থানে পৌঁছায়;

  সব পুরুষ স্ত্রীকে হাড়ি ঠেলার জন্য ঘরে বন্দী করে রাখার চেষ্টা করে না... কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বুনে, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দিন রাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্য ভাবে তৈরি করে;

    সব পুরুষ নারীরদের দমিয়ে রাখার চেষ্টা করে না...  কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রুপে, কখনো কখনো ভাই রুপে, কখনো কখনো বন্ধু রুপে, কখনো কখনো বা প্রেমিক, স্বামী কিংবা ছেলে রুপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে;

    সব পুরুষ নারীদের হারাতে চায় না... কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছে করে হেরে গিয়ে প্রিয় মানুষটিকে জিতিয়ে দিয়ে জিতে যাওয়ার সুখ দু-চোখ ভরে উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতায় বিভোর হয়;

   ঐটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কি -ই বা করো এমন, বলে....  সব পুরুষ কথায় কথায় নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে না, কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানে ও বিশ্বাস করে নারী ছাড়া প্রতিটি সংসার অচল;
সব পুরুষ স্ত্রীর সাফল্যে হীনমন্যতায় ভোগে না... কিছু কিছু পুরুষ নিজের থেকেও ভালো অবস্থানে স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড় করায়;

    পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না... প্রকৃত পুরুষ হওয়াটা চারটে খানি কথা না, প্রকৃত পুরুষ আসলে তারাই, যারা নির্জনতায় মেয়েদের দেখে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায়, যারা নারী সহকর্মী'র পিছনে না লেগে, অ'শ্লী'ল'তা না করে বন্ধুত্বপূর্ণ আচরণে মিশে বেড়ায়, যারা পরিবার - পরিস্থিতির অজুহাতে না দেখিয়ে সাত-আট বছরের সম্পর্ক না ভেঙ্গে, যেকোনো পরিস্থিতিতেই পাশে থেকে যায়, তারাই তো পুরুষ, যারা নারীকে 'মেয়েমানুষ' না ভেবে, ভাবে শুধু মানুষ।

"তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ"। 


আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

Tag:-

  • Love story for facebook
  • Purush
  • Ruma Rani Ghosh
  • Love Junction
  • bangla golpo
  • story
  • bengali story
  • Story in Bengali
  • Bengali story collection,
  • real life story
  • life story
Love Story :- This story is written by "Ruma Rani Ghosh". Story name, "Purush". We are collected best love poemromantic poemsad poem and sad storylove storyfriendship story, romantic story in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poemromantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

Agami । আগামী। Nilima Nil। Love junction। Sad Story Bengali

Agami । আগামী। Nilima Nil। Love junction। Sad Story Bengali

      প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে নিলীমা নীল এর আগামী লেখাটা রইলো তোমাদের জন্য।

আগামী  

নিলীমা নীল 

  "উমা। নাতি নাতনির মুখ না দেখেই আমরা ওপারে চলে যাব, এটাই কী তোমরা চাইতেছো? পাঁচ বছর তো হইলো এবার একটা চিন্তা ভাবনা করো। আমাদেরও তো বয়স হয়েছে।"

    শাশুড়ির কথায় একটুও মন খারাপ হয়নি। বরং সাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যাওয়ার জন্য যতবার বলেছি, ততবারই সাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করেই বাচ্চা নিচ্ছি না। আসল কারণ কেউ জানে না।

 'সাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে?'

আমার বলার ভঙ্গিতেই সাফিন বুঝে নিয়েছে, আমি বেশ রেগে আছি ৷ 

একগাল হেসে সাফিন আমার পাশে এসে বললো, "জ্বী, বেগম সাহেবা। আপনার মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য এই বৎস প্রস্তুত।"

"শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা?"

"আগামী মাসে। এ মাসে হাতে একদমই সময় নেই গো।"

"তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করে জানা আছে।"

"ডাক্তারের কাছে গিয়েই বা কী হবে?"

"কী হবে এটা তুমিও জানো। অবান্তর প্রশ্ন করো না।"

সাফিন চুপ করে রইলো। আমি সাফিনের হাতের মধ্যে হাত গুঁজে দিয়ে বললাম, "আমাদের নিশ্চিত হওয়া দরকার আমরা আসলেই কখনো বাবা-মা হতে পারব কী না! যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দিবে না এবং কেউ প্রত্যাশায়ও থাকবে না।"

আমার হাতটা চেপে ধরে সাফিন প্রশ্ন করলো, "যদি সমস্যাটা আমার হয়, তবে কী তুমি আমায় ছেড়ে চলে যাবে?"

"পাঁচ বছরে এই আমাকে চিনলে সাফিন?"

সাফিন চুপ করে তাকিয়ে রইলো। আমি সাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, "তুমি ছাড়া আমি, এমন কথা আমি কখনো কল্পনায়ও আনি না।"

"তোমাকে খুব ভালোবাসি জুলিয়া।"

"যদি সমস্যাটা আমার হয় তখনো কী বাসবে?"

"আজীবন।"

"সত্যি করে বলো তো, সমস্যাটা তোমার হতে পারে শুধু এই ভয়েই কী তুমি ডাক্তারের কাছে যেতে চাওনি?"

"আমার কেন যেন মনে হয়, সমস্যাটা আমারই। আর আমি তোমাকে হারাতে চাই না।"

"এসব ভাবার কোনোই দরকার নেই। চলো সামনের সপ্তাহেই ডাক্তারের কাছে যাই। বাবা-মা অস্থির হয়ে উঠেছেন। প্রায়ই আমাকে প্রশ্ন করেন।"

সাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায়, সমস্যাটা আসলে সাফিনের নয়, আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেননি। বলেছেন, সম্ভাবণা রয়েছে তবে খুব কম। কিন্তু আমি ডাক্তারের এই কথাটাকে কেবল সান্ত্বনা হিসেবেই ভাবছি। 

সাফিনকে নিয়ে ভয় হচ্ছে না। কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাদের ছেলের সমস্যা নেই জানলে নিশ্চয়ই তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নিবেন। বংশের ধারা বহল রাখলে নতুন সদস্য তো তারা চাইতেই পারেন, তাদেরই বা কী দোষ!

তবে কী সাফিনের ভালোবাসা ভাগ হয়ে যাবে! ভাবতেই চোখ জোড়া ছলছলিয়ে উঠলো। সাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে৷ এতদিন ওর চোখ জুড়ে শঙ্কা দেখেছি। আর এখন ওর জুড়ে স্বস্তি দেখছি। যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে সাফিন। 

বাড়ি ফিরলাম। সাফিনকে বললাম, বাবা-মাকে বিষয়টা জানানো প্রয়োজন। সাফিন বললো, পরে জানানো যাবে। তাই আর এ নিয়ে এখন কিছু ভাবছি না৷ 

নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যত যেতে লাগলো অস্থিরতা বাড়তে লাগলো। একসময় শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম। তারা বেশ চিন্তায় পড়ে গেলেন। আমাকে তারাই পছন্দ করে বেশ আগ্রহ সহকারে এ বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয়, এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমসিম খাচ্ছেন। 

শাশুড়ি মা বললেন, "চিন্তা করো না। আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না৷ তাকে ডাকো।"

আমিও এই কথাই বিশ্বাস করি। সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দিবেন৷ 

    দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেলো। কিন্তু সুখবরের দেখা মিলছে না। ইদানীং সাফিন বেশ দেরি করে বাড়ি ফেরে। সবসময় ব্যস্ত থাকে, সবকিছুতে যেন ওর তাড়াহুড়ো। সকালের নাস্তাটাও প্রায়ই না করে বের হয়। অথচ আগে আমার হাতের নাস্তা দিয়েই ওর দিন শুরু হতো।

"জুলিয়া, অফিসের কাজের জন্য কয়েকদিন আমাকে ঢাকার বাহিরে থাকতে হবে।"

"আমাকেও নিয়ে চলো না।"

"অফিসের আরো সহকর্মীরা যাচ্ছে৷ তোমায় নিয়ে যেতে পারছি না। তুমি দয়া করে মন খারাপ করো না। তবে কথা দিচ্ছি, কাজ শেষ করে এসে তোমায় নিয়ে ঘুরতে যাব।"

"তোমায় ছাড়া থাকতে খারাপ লাগবে সাফিন। অভ্যেস নেই তো।"

সাফিন আমায় ওর বুকের মধ্যে টেনে নিয়ে বললো, "আমি যতদূরেই থাকি না কেন, আমার চিন্তা চেতনা জুড়ে সবসময় তুমিই আছো।"

সাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। সাফিনকে কল করলেও তেমন কথা হয় না, কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। 

টানা পাঁচ দিন পর বাড়ি ফেরে সাফিন। বেশ ফুরফুরে লাগছে ওকে। ওর চোখে মুখ জুড়ে আনন্দ আর খুশি লেগে আছে। সাফিন মুখে খুব বললেও আমার কেন যেন মনে হচ্ছে না, ও এতদিন আমার জন্য মন খারাপ করেছে। বরং কেন যেন বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সময়টা আরও ভালো কেটেছে। 

তারপর থেকে সাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগতে শুরু করে। মানুষ প্রেমে পড়লে যেমন তার ভেতরকার খুশি তার চেহারায় ফুটে ওঠে, সাফিনের বেলাও ঠিক তেমন মনে হচ্ছে। হয়তো অফিসে পদোন্নতি হতে চলছে খুব শীঘ্রই। আমাকে সারপ্রাইজ দিবে বলেই হয়তো বিষয়টা লুকিয়ে রেখেছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করি, যেন সাফিনের মনোবাসনাটা পূর্ণ হয়। 

সাফিনের প্রায়ই রাত করে বাড়ি ফেরা, সারাদিন ফোনে ব্যস্ত থাকা, বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকা, কখনো কখনো বাড়িই না ফেরা, ওর এই ব্যস্ততাগুলো আমার থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো বেমালুম ভুলে বসে আছে। তবে কী সাফিন তার ভেতরের দুঃখ ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে! বাবা না হওয়ার দুঃখটা যে অনেক বড় একটা যন্ত্রণা। 

কেটে যাচ্ছে সময় বিষন্নতায়। সাফিনকে কাছে পাই খুব কম সময়। দিন রাত খেটে চলছে অফিসের পেছনে। এত কষ্ট করে কী লাভ! কী হবে এত টাকা দিয়ে! আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। 

"বউমা, সাফিন বাড়ি ফিরেছে?"

"না, মা। আজ মনে হয় ফিরবে না।"

"কী যে হয়েছে ছেলেটার! নিজের দিকে খেয়াল নেয় না একটুও।"

চুপ করে রইলাম। সাফিনকে কল করলে দেখি নাম্বার বন্ধ। অন্ধকার গিলে খাচ্ছে আমায়। এখন যেন একা থাকতেই আমার অভ্যেস হয়ে যাচ্ছে। 

পরদিন সকালে সাফিন ফোনে জানায়, "অফিসের কাজে সাত দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে। সঙ্গে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছেন।"

জিজ্ঞেস করলাম, "ব্যাগ গুছিয়ে রাখবো। এসে নিয়ে যাবে?"

"দরকার হবে না। ওখানে গিয়ে ব্যবস্থা করে নিব।"

শেষ কবে সাফিন ফোনে আমার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলেছে, আমি একদম ভুলে গিয়েছি। ব্যস্ততার অজুহাতে আমি আমাকে সামলে নিচ্ছি। 

পাঁচ দিন পেরিয়ে গেলো, সাফিন আমাকে একবারের জন্যও মনে করেনি। আমি ফোন করলেও কথা বলার যেন তার সময়ই নেই। 

বেশ কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম, সাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়ি মা'কে সঙ্গে নিয়ে বের হলাম।

ডাক্তার বললেন, পরদিন এসে টেস্টের রিপোর্ট নিয়ে যেতে। ডাক্তারের ওখান থেকে বের হয়ে আমি আর শাশুড়ি মা কেনাকাটা করার উদ্দেশ্যে শপিংমলে এলাম। হঠাৎ সাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। 

কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলাম, "কবে এলেন চট্টগ্রাম থেকে?"

আমার কথায় আরিফ সাহেব বিস্মিত হলেন। "চট্টগ্রাম তো যাইনি ভাবী।"

"কেন আপনি আর আপনার সাফিন ভাই কয়েকদিন আগেইতো চট্টগ্রামে গেলেন অফিসের কাজে! সাফিন তো এখনো ফেরেনি।"

"কী বলেন ভাবী! সাফিন ভাই তো সাত দিনের জন্য ছুটি নিয়েছেন অফিস থেকে।"

আমার চোখ কপালে উঠলো। সাফিন আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। আরিফ সাহেবেরই হয়তো কোথাও ভুল হচ্ছে।

"সাফিন তো এর আগেও একবার অফিসের কাজে ঢাকার বাহিরে গিয়েছিলো।"

"ভাবী আপনার কোথাও ভুল হচ্ছে। সাফিন ভাইকে কিংবা আমাকে এখনো অফিস ঢাকার বাহিরে কোথাও পাঠায়নি।"

মাথা ঘুরিয়ে এলো। সাফিন তাহলে মিথ্যা বলেছে আমার সঙ্গে। কিন্তু কেন! সন্দেহের কাটা বইছে মস্তিষ্ক জুড়ে। শরীরটা আরও খারাপ লাগছে। নিজেকে সামলে অপেক্ষা করতে লাগলাম সাফিনের ফেরার।

ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গিয়ে জানলাম, সত্যিই এবার আমি মা হতে চলছি। মুহুর্তেই যেন সব মন খারাপেরা দূরে সরে গেলো। খুশিতে চোখে জল জমে গেলো। আগামীকাল সাফিন বাড়ি ফিরবে। তখন ওকে এই খুশির খবরটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমাদের মধ্যেকার সব দূরত্ব ঘুচবে এবার, ভাবতে আনন্দ যেন বেড়ে দ্বিগুণ হচ্ছে।

পরদিন সাফিন বাড়ি ফেরে। সাফিনের চালচলন সবই আমার কাছে সন্দেহজনক লাগে। যেন এ এক অন্য সাফিন, আমার সাফিন নয়। বারবার মনে হয় সাফিন কিছু লুকাচ্ছে। এদিকে খবরটা জানানোর জন্য ভেতরে ভেতরে ছটফট করে চলছি কিন্তু সঠিক সময়টাই যেন পাচ্ছি না।

সাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নেই। এত বছরে আমি কখনোই ওর ফোন এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার সাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে মনে প্রার্থনা করে চলছি, যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। 

মেসেজ বাক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা করে মেসেজগুলো পড়ে চলছি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না।

সাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না। তাই ফোনের একটা ফোনকল, মেসেজও ডিলিট করেনি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, সাফিন অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে সাফিন ওর সময়গুলো অন্য কারো সঙ্গে কাটিয়েছে। 

সাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখতেই আঁতকে ওঠে। আমার চোখ ভিজে জল গড়াচ্ছে। সাফিন অপরাধীর মত চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। 

চোখের জল মুছে প্রশ্ন করলাম, "বিয়ে করেছো নাকি শুধুই সময় কাটিয়েছো?"

মাথা নিচু করে উত্তর দিলো সাফিন, "বিয়ে করেছি। তুমি অনুমতি দিলে এ বাড়িতে নিয়ে আসব।"

তীরের মত বিধলো কথাটা বুকের মধ্যে। এই সাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে গিয়েছি। 

"আমি মা হতে পারব না বলেই কী এমনটা করেছো নাকি আরও কারণ আছে?"

"জুলিয়া, আমাকে ভুল বুঝো না। সবারই তো বাবা হতে ইচ্ছে করে।"

"সবার মা হতে বুঝি ইচ্ছে করে না সাফিন! অথচ তুমি আমাকে একসময় হারানোর ভয় পেতে। কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না।"

"অপেক্ষা করেই বা কী হত? লাভ হতো কোনো?"

চোখে টলমল করে উঠলো জলেরা। ভেতরে যন্ত্রণারা ছটফট করছে। ভাঙচুর হচ্ছে ভেতর জুড়ে। 

"তুমি তোমার স্ত্রী'কে এ বাড়িতে নিয়ে আসতে পারো।"

কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপটা ছেড়ে দিলাম। হাউমাউ করে কাঁদার শব্দ আর বাহিরে বের হচ্ছে না। এ কষ্ট কোনো সান্ত্বনাই আটকাতে পারবে না। 

চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি সাফিন বাসা থেকে বের হয়ে গিয়েছে। নিজের সবকিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। 

শাশুড়ি আর শ্বশুর বারবার প্রশ্ন করে চলছেন, "কী হয়েছে বউমা? কেন এমন করছো? কোথায় যাচ্ছো?"

শান্ত গলায় বললাম, "বাড়িতে আপনার নতুন বউমা আসছে আর পুরাতন বিদায় নিচ্ছে।"

ডাক্তারের থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, "এটা আপনার ছেলেকে দিবেন। বলবেন, তার বিয়েতে এটা আমার প্রথম উপহার। আর দ্বিতীয় উপহারের কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্বাধীনভাবে সংসারটা সে করতে পারে।"

শাশুড়ি আমাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন। আমার সামনের সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গিয়েছি, আমার শত কষ্টের মাঝেও সে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে। তাকে ঘিরেই তো এখন আমার আগামী🙂🥀
সমাপ্ত

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

Tag:-

  • Sad story for facebook
  • Agami
  • Nilima Nil
  • Story in Bengali
  • Bangla sad love story
  • Love junction
  • Bangla golpo
  • valobasar golpo
  • love story
  • sad story bengali
  • bangla koster golpo
  • divorced story
  • break up story in Bengali 
Love Story :- This story is written by "Nilima Nil". Story name, "Agami". We are collected best love poemromantic poemsad poem and sad storylove storyfriendship story, romantic story in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poemromantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

Rupantor। রূপান্তর। Sumaiya akter shila। Love junction

Rupantor। রূপান্তর। Sumaiya akter shila। Love junction
    প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে সুমাইয়া আক্তার শিলা এর রূপান্তর লেখাটা রইলো তোমাদের জন্য। 

রূপান্তর

সুমাইয়া আক্তার শিলা

    চিঠি লেখার অভ্যেস কেটেই গেছে। কেটে গেছে মাঝের অনেকটা সময়, মুহূর্ত, বছর। এখন শুধু বুকের ভিতর কাঁটাযুক্ত গাছ চাষ করা হয়। ক্যাকটাস নয়, আমি আজও বুকের ভিতর খুব যত্নে গোলাপ গাছ চাষ করি। কিন্তু ফুলশুন্য গাছ। 

    কেমন আছো তুমি? আমাকে ছেড়ে যাওয়ার পর নাকি ভালো-থাকার নতুন মন্ত্র খুঁজে পেয়েছ। মুখস্ত করে নিয়েছো আমাকে ছাড়া বাঁচার সূত্র। ভালোবাসা নাকি সবাইকে নিঃস্ব করে দেয় শান্ত করে দেয়। কিন্তু তোমার ভালোবাসা আমাকে উড়নচণ্ডী করেছিল। আমার বাঁচার ইচ্ছে দীর্ঘ করে ছিল। খলখলিয়ে হাসতে শিখিয়েছিল। বাধ্যতা-অবাধ্যতা সব ছাড়িয়ে আমাকে শুধু আর শুধুই ভালোবাসতে শিখিয়েছিল।

   তাই যখন তোমার দেওয়া বিচ্ছেদ আমাকে স্পর্শ করলো আমি সদ্য শিশুর মতো অবুঝ হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। বুকের ভিতর ফুটন্ত সব গোলাপ তার পাঁপড়ি কে মুক্তি দিল। ইচ্ছেমৃত্যু হলো গাছের।

     রূপান্তর তুমি কি সত্যি ভালো আছো? ভালো আছো তোমার আমিকে ছাড়া? গভীর একাকী রাত গুলো আমায় ছাড়া আদৌ কি তোমার কাটে এই প্রবল নিঃসঙ্গতা। ফোনের ওপাশ থেকে কেউ কি দেখায় আমার মতো ভালো থাকার অভিনয়? আমার তো সবই ছিল অভিনয় তোমার দেখার চোখের তারায়।

      আমি ভালো নেই তুমি ছাড়া। আমার আমিকে ভাবতে পারিনা তোমাকে ছাড়া। পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে তুচ্ছ লাগে তোমার আমার আলিঙ্গনের কাছে। 

     যেনো আমরাই প্রথম ছিলাম এই ব্যস্ত গলির পথের বুকে হেঁটে যাওয়া সবচাইতে শ্রেষ্ঠ যুগল। আমাদের চোখে মুখে ঠোঁটে লেগে ছিল বসন্তের প্রণয়।

     আমাদের প্রেম আর প্রণয় দেখে বিধাতার কাছে প্রার্থনা করেছিলেন রাস্তার পাগল থেকে সঙ্গমরত মধ্যরাতের স্বামী-স্ত্রী, তারা সবাই হতে চেয়েছিল তুমি আর আমি, আমাদের মতো। 

    শুধু আমরাই আর আমরা হয়ে থাকতে চাইনি।

    জানিনা কোন ঝড়ে বুকে প্রবল ভালোবাসা থাকার পরেও আমাদের একসাথে একহয়ে বাঁচার স্বাদ মরে গেছিলো। হয়তো আমরা আর একসাথে বাঁচতে চাইনি নয়তো আর বেঁচেই থাকতে চাইনি।

      তবে এমন হলে আজ তুমি ভালো থাকো কিভাবে? আমাকে ছাড়া! 

     কিভাবে ভুলে যাও তুমি এসব প্রণয়ের দিনের কথা? জন্মদাগের মতো ক্ষতচিহ্ন হয়ে রয়েছে আমার, তোমার দেওয়া সমস্ত সুখ-ছোঁয়া-দুঃখ। এসব দিন ছুঁয়েও তুমি কিভাবে ভুলে থাকতে পারো আমাদের গড়া প্রেম-প্রীতি-টান।

     এসব টান ভুলার নয় ছেঁড়ার নয় এসব মায়া। আমি তোমায় ভীষন ভালোবাসি। যতটা ভালোবাসলে মানুষ নিঃস্ব হয়ে যায়। শূন্য হয়ে যায়। নিস্তব্ধ-নিরব হয়ে যায়। অভ্যেস-স্বভাব হয়ে যায়। মায়া-টান হয়ে যায়।

     রূপান্তর তুমি আমার এক শব্দের ভীষন যন্ত্রণার ভালোবাসার এক অদ্বিতীয় নাম।

সমাপ্ত

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

Tag:-

  • Sad story for facebook
  • Bangla kobita collection
  • Sumaiya akter shila
  • Bangla golpo
  • Bangla Kobita
  • Break up story
  • Bengali sad story
  • Love story
  • Story in Bengali
  • Love junction
  • Rupantor bengali love story
Sad Love Story :- This is written by "Sumaiya Akter Shila". Story name, "Rupantor". We are collected best love poemromantic poemsad poem and sad storylove storyfriendship story, romantic story in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poemromantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.

ভালো নেই আমি ও | Valo Nei Ami O | প্রিয়াসা | Love Junction |

ভালো নেই আমি ও | Valo Nei Ami O | প্রিয়াসা | Love Junction |

     প্রিয় কবিদের প্রিয় কবিতা । বাংলা জগতে "বাংলামোটিভ ডট কম" এক অন্যতম নাম। গল্প ও কবিতা পড়া বা প্রকাশের এক অন্যতম ঠিকানা। এই ওয়েবসাইট তোমায় সুযোগ দেবে নতুন কিছু লেখার, নতুন কিছু সৃষ্টি করার। তোমার সৃষ্টিশীল জগতের মোটিভেশন হয়ে হাত বাড়িয়ে তোমার পাশে থাকবে। মনে রাখবে কোনো লেখক বা লেখিকা পরিচয়হীন নয়। তাদের লেখাই তাদের নিজস্ব পরিচয়। তাই আর দেরি কেনো ! তোমার লেখা গল্প বা কবিতা আমাদের Website এ প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে, আমাদের Email Id, "lovejunction506@gmail.com". এখানে তোমার লেখা গল্প, কবিতা বা মোটিভেশনাল স্টোরি, তোমার পুরো নাম দিয়ে পাঠিয়ে দাও। আমরা তোমার Email এর অপেক্ষায় আছি। ততক্ষনে প্রিয়াসা এর ভালো নেই আমি ও লেখাটা রইলো তোমাদের জন্য। 

ভালো নেই আমি ও 

প্রিয়াসা 

 জানি না ঈশান কেমন আছো, কোথায় আছো ! শুধু যেখানেই থাকো ভালো থাকো ।

   ৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ী আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজ ও মনে আছে সেদিনের কথা । সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবীটা পরেছিলে। সত্যি তোমাকে খুব ভালো দেখাচ্ছিল। আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান ?

   এক সাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালা ও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে.... সত্যি দিন টা  খুব সুন্দর ছিল আবার অভিশপ্ত ও ।

   সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমি ও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কার ও না। 

    বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিলো না। মন চেয়েছিলো তোমায় যেন আঁকড়ে ধরে বসে থাকি। সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয় জানতাম না ।

    সেদিনের পর ৪ দিন তোমার কোনো খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি। 

    সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আঁকড়ে ধরে রাখলে ভালো হতো। 

    আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না ? আমি শুধু তোমারই। আমি আজ ও অন্য কারোর হইনি ঈশান। 

    এই ৭ টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে । আমি একে একে সব গুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার , তাই না ? 

   আমি আজীবন তোমারই থাকবো। তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না ঈশান । 

   এই ৭ টা বছরে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায় নি তোমার হারানোর ব্যথা। 

   আমি আজ ও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা এক সাথে থাকবো। আমাকে তোমার কাছে নিয়ে যাও প্রিয় । কেনো একা ফেলে গেলে আমায় ? 

   তুমি জানো না ? আমি তোমায় ছাড়া ভালো নেই 😢😢....

সমাপ্ত 

আমাদের আর ও কবিতা রইলো তোমাদের জন্য :-👇👇

আমাদের আর ও গল্প পড়ুন :-👇👇

Tag:-

  • Sad poem for facebook
  • Bangla kobita collection
  • Pallab Mondal
  • Valo nei ami o
  • Priyasha
  • Bangla poem
  • Bangla Kobita
  • Break up poem


Sad Love Story :- This is written by "Priyasha". Story name, "Valo Nei Ami O". We are collected best love poemromantic poemsad poem and sad storylove storyfriendship story, romantic story in Bengali. We can also published your poem or story in Bengali. If you want to send your Bengali poem . Like sad poemromantic poem, love poem and many others poem in Bengali. Then you can contact me. My email id , "lovejunction506@gmail.com". So please sent your poem or story and don't forget to mention your name. I published your creation on my website. Please share this poem in your friends or lover to gift a beautiful moment. Thank you so much.